শারজায় বাংলাদেশকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে ইতিহাস গড়েছিল সংযুক্ত আরব আমিরাত। আজ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে সিরিজ জয়ের নতুন আরেক ইতিহাস রচনার হাতছানি। তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের শুরুতেই টস ভাগ্য মোহাম্মদ ওয়াসিমদের পক্ষে গিয়েছে। টস জিতে লিটন দাসদের আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত।
এদিকে আগে ব্যাট করতে যাওয়া বাংলাদেশ আগের ম্যাচ হারতেই আজ একাদশে এনেছে তিন পরিবর্তন। সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে জায়গা হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা ও স্পিনার তানভীর ইসলাম।
এই তিন জনের বদলে একাদশে ফিরেছেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন, সহ অধিনায়ক শেখ মেহেদী ও পেসার হাসান মাহমুদ। সিরিজের শেষ ম্যাচে সৌম্য সরকারের খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি একাদশে জায়গা পাননি।
বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিঠের চোটে এই সিরিজে খেলতে পারছেন না সৌম্য সরকার।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী (উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, হাসান মাহমুদ।