সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

২১ মিনিটের তাণ্ডবে ১৬ বলে ফিফটি, চার ১টি, ছক্কাই ৮টি!

আপডেট : ২৩ মে ২০২৫, ০৮:০৮ পিএম

বছর দশেক আগে এবি ডি ভিলিয়ার্সের চোখ কচলে দেখার মতো ইনিংসে ছোট্ট রেকর্ডটা চাপাই পড়ে গিয়েছিল। ৪৪ বলে কেউ যদি ১৪৯ রান করে ফেলেন, যে পথে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ে ফেলেন ৩১ বলে, ৯ চারের বিপরীতে ছক্কা মারেন ১৬টি – ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাণ্ডব চালানো ওই ইনিংসে ফিফটিটাও যে ১৬ বলে করে ফেলেছিলেন ডি ভিলিয়ার্স, সে রেকর্ডটা আর আলাদা করে গুরুত্ব পায় না।

সেই রেকর্ডটা আজ সামনে চলে এল ম্যাথিউ ফোর্ডের কারণে। ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ছুঁয়ে ফেলেছেন ডি ভিলিয়ার্সের ওয়ানডেতে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড। ১৬ বলে ১ চার আর ৮ ছক্কায় করে ফেলেছেন ফিফটি।

তবে ফিফটির রেকর্ডে ভাগাভাগি হলেও আরেকটি রেকর্ডে নিজেকে অনন্য করে তুলেছেন ম্যাথিউ ফোর্ড। শেষ পর্যন্ত ১৯ বলে ২ চার ৮ ছক্কায় ৫৮ রান করে আউট হয়েছেন তিনি। অর্থাৎ, ৫৬-ই তুলেছেন চার আর ছক্কা মেরে – ইনিংসে মোট রানের ৯৬.৫৫ ভাগ! পঞ্চাশোর্ধ্ব ইনিংসে বাউন্ডারি থেকে পাওয়া রানের হিসেবে এটিই সর্বোচ্চ। এর আগে ওয়েস্ট ইন্ডিজেরই আন্দ্রে ফ্লেচার ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৫২ রানের পথে ৫০ (৯৬.১৫ ভাগ) তুলেছিলেন চার-ছক্কায়।  

ফোর্ডের প্রলয়ংকরী ফিফটির আগে কেসি কার্টির ১০২ রান, অধিনায়ক শাই হোপের ৪৯ ও জাস্টিন গ্রিভসের অপরাজিত ৪৪ রানের সৌজন্যে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে তুলেছে ৮ উইকেটে ৩৫২ রান।

সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের ৩০৩ রানের জবাবে মাত্র ১৭৯ রানে অলআউট হওয়া ওয়েস্ট ইন্ডিজ আজ ঝালই ঝেড়েছে বলা যায়! সে হিসেবে ফোর্ডের ইনিংসটি থেকে মিলেছে ‘বোম্বাই মরিচে’র ঝাল! এমনই ইনিংস যে, কার্টির সেঞ্চুরিও আড়ালে পড়ে যাচ্ছে।

আটে নামা ফোর্ড যখন ক্রিজে গেছেন, ততক্ষণেই ওয়েস্ট ইন্ডিজ তিন শ করার মতো ভিত পেয়ে গেছে। তিনে নামা কার্টির সেঞ্চুরি আর চারে নামা হোপের ফিফটি ছুঁইছুঁই ইনিংসের সৌজন্যে ততক্ষণেই উইন্ডিজের রান ৪৩.১ ওভারে ৬ উইকেটে ২৪৩। কিন্তু এরপর যে ঝড় আসতে যাচ্ছিল, তার বিপদসংকেতের খোঁজও পায়নি আয়ারল্যান্ড।

সিঙ্গেল নিয়ে শুরুর পর ৪৪তম ওভারেই ব্যারি ম্যাকার্থিকে নিজের মুখোমুখি দ্বিতীয় বলে ছক্কা মারেন ফোর্ড। পরের ওভারে জশ লিটলের ওপর বড় ঝড় দিয়ে শুরু তাঁর আগ্রাসন। ওভারের প্রথম বলে গ্রিভস সিঙ্গেল নিয়ে ফোর্ডকে স্ট্রাইকে দিয়েছিলেন, পরের বল ডট। এরপর চারবার বল কুড়িয়ে আনতে হলো গ্যালারি থেকে! তৃতীয় বলে লং অনে বিশাল ছক্কা, চতুর্থ বল ডট, পঞ্চম বলটা হলো নো – তাতেও স্কয়ার লেগে ছক্কা, পরের দুই বলে ছক্কা ডিপ মিডউইকেট আর লং অফে। এক ওভারেই ২৬ রান!

থমাস মায়েসের পরের ওভারে স্ট্রাইক পেলেন তিন বলের জন্য, তাতে একটি চার ও ছক্কার পর সিঙ্গেল – ১৩ বলেই ফোর্ডের রান হয়ে গেল ৪২। ডি ভিলিয়ার্সের রেকর্ডের খোঁজ শুরু হয়ে গেল!

রেকর্ড ছুঁতে দেখার অপেক্ষা মিনিট কয়েকেরই হলো। ম্যাকার্থির প্রথম বলটাতে রান নিতে পারেননি ফোর্ড, পরের বলটা ম্যাকার্থি করলেন নো, তাতে লং অফে ছক্কা! এর পরের বলে আবার বল গ্যালারিতে – এবার এক্সট্রা কাভারে। এবং রেকর্ড!

আয়ারল্যান্ডের ভাগ্য ভালো, বিপদসংকেত না দিয়ে আসা তাণ্ডবটা এরপর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফিফটি যে ওভারে ছুঁয়েছেন, ম্যাকার্থির করা ৪৭তম সেই ওভারের তৃতীয় বলে একটা চার মারার পর পঞ্চম বলে আউট হয়ে যান ফোর্ড।

ক্রিকইনফোর হিসেবে, ২১ মিনিটের ‘তাণ্ডব’ শেষ হলো তাতে।

 

আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। তবে এবার ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড চাচ্ছে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা...
বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৩৮ রানের বড় জয় পেয়েছে ইংলিশরা। আগে ব্যাটিংয়ে নেমে চার ব্যাটসম্যানের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৪০০ রান তোলে...
টি-টোয়েন্টি ফরম্যাটে রভম্যান পাওয়েলকে সরিয়ে শাই হোপকে অধিনায়ক করা হলেও টেস্ট ফরম্যাটে অধিনায়কের জায়গাটি খালি ছিল। চলতি বছরের মার্চে সাদা পোশাকের দায়িত্ব ছাড়েন ক্রেইগ ব্রেথওয়েট। এরপর কে হবেন...
থাইল্যান্ডে দেয়া ১৬৭ রানের লক্ষ্য ১০.১ ওভারে টপকে যেতে পারলেই বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বকাপের মূল পর্বে চলে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৬৬ রানে পৌঁছানোর পর শেষ বলে চার হলে ১০.৪ ওভারের ভেতর ওয়েস্ট...
চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রধান...
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের প্রাণহানির সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২ জন নিহত হয়েছেন এবং...
চট্টগ্রাম জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির পদে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম। এর আগে এই পদে ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তবে শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়া আসনের...
শুধু আফ্রিকা কেন, লর্ডসে যেকোনো দলের জন্যই এ লক্ষ্য কতটা কঠিন, সেটা পরিসংখ্যানের দিকে তাকালে সহজেই বোঝা যায়। লন্ডনের এ ভেন্যুতে চতুর্থ ইনিংসে ২৮২ বা এর চেয়ে বেশি রানে তাড়া করে জেতার রেকর্ড আছেই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.