সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

আবারও ‘ডাক’ সাকিবের, রিশাদের ৩ উইকেট, ফাইনালে লাহোর

আপডেট : ২৪ মে ২০২৫, ০৯:০৭ এএম

গত সপ্তাহে পেশোয়ার জালমির বিপক্ষে চলতি পিএসএলে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক মারেন সাকিব আল হাসান। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগই মেলেনি। গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে ব্যাটিংয়ের নামলেও সুযোগটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশি তারকা, এবারও রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমের পথ ধরেছেন।

ব্যাট হাতে বাজে দিন কাটানোর পাশাপাশি বল হাতেও উইকেটশূন্য ছিলেন সাকিব। ৩ ওভারে ২৭ রান দিলেও কোনো উইকেট শিকার করতে পারেননি। তবে আরেক বাংলাদেশি রিশাদ হোসেন ছিলেন দুর্দান্ত। কিছুটা খরুচে (৩ ওভারে ৩৪ রান) হলেও ৩ উইকেট শিকার করে লাহোরকে ফাইনালের টিকিট এনে দিতে বড় অবদান রেখেছেন ডানহাতি এ লেগস্পিনার।

আগে ব্যাটিং করা লাহোর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০২ রান তুলেছিল। সাকিব ডাক মারলেও নয়ে নেমে ২ বলে ১ চারে ৫ রানে অপরাজিত ছিলেন রিশাদ। অন্যদিকে রান তাড়ায় রিশাদের পাশাপাশি শাহিন শাহ আফ্রিদি-সালমান মির্জাদের দুর্দান্ত বোলিংয়ে ইনিংসের ২৯ বল বাকি থাকতেই ১০৭ রানে গুটিয়ে যায় ইসলামাবাদ।

তাতে ৯৫ রানের বড় জয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে লাহোর। আগামীকাল শিরোপা নির্ধারণী ম্যাচে সাকিব-রিশাদ-মিরাজদের দলের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

রান তাড়ায় নেমে গতকাল শুরুতেই আফ্রিদি-সালমান মির্জার তোপের মুখে পড়ে ইসলামাবাদ। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ শেহজাদকে বোল্ড করেন আফ্রিদি। পরের ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার সাহিবজাদা ফারহানকে বোল্ড করেন সালমান। নিজের পরের ওভারে র‍্যসি ফন ডার ডুসেনকেও ড্রেসিংরুমের পথ ধরান বাঁহাতি এ পেসার। আর পাওয়ার প্লে-র শেষ ওভারে নেন ইমাদ ওয়াসিমের উইকেট।

৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ইসলামাবাদ তখন ধুঁকছে। এমন পরিস্থিতিতে ৭ম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন সাকিব ওই ওভারে ৯ রান দেন বাংলাদেশি তারকা। পরের ওভারে রিশাদ ১ চার ও ১ ছক্কায় ১৪ রান হজম করেন। সাকিব নিজের দ্বিতীয় ওভারেও ৯ রান দেন।

আর রিশাদ নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে ১ ছক্কা হজম করলেও ওই ওভারের পঞ্চম বলে সালমান আলী আগার উইকেট শিকার করেন। ১২তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে দুই ছক্কা হজম করা রিশাদ ফিরিয়েছেন শাদাব খান ও জিমি নিশামকে।

সাকিবের পরের ওভারের প্রথম বলে রান আউট হন নাসিম শাহ। যথারীতি ওই ওভারেও সাকিব ৯ রান দেন। ইসলামাবাদের বাকি যে দুটি উইকেট ছিল, সেটা শিকার করে লাহোরের বড় জয় নিশ্চিত করেন শাহিন আফ্রিদি।

গতকাল বল হাতে দুর্দান্ত ছিলেন লাহোর অধিনায়ক। ৩.১ ওভার বোলিং করে মাত্র ৩ রান দিয়েই ৩ উইকেট নিয়েছেন শাহিন। সালমান মির্জা ৩ উইকেট নিয়েছেন ১৬ রানে। আর রিশাদ ৩ উইকেট নিতে হজম করেছেন ৩৪ রান।

জাতীয় দলে খেলছেন না প্রায় এক বছর হয়ে গেছে। মধ্যে পেয়েছিলেন বোলিং নিষেধাজ্ঞা, তা কাটিয়ে পিএসএল দিয়ে ফিরেছেন। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ ছাড়া এখন সাকিব আল হাসানকে আর ক্রিকেট দেখা যায় না। পিএসএলের পর...
বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাকিব শেষবার মাঠে নেমেছিলেন গত বছরের অক্টোবরে। কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার আগে জানিয়েছিলেন, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলকে...
রেকর্ড রান তাড়ায় ইসলামাবাদকে ছুঁয়ে ইংল্যান্ডকে একটা ধন্যবাদ দিতেই পারে লাহোর! ম্যাচের ভাগ্য যখন সুতোয় ঝুলছিল, শেষ মুহূর্তে ৭ বলে ২ চার ও ২ ছক্কায় ২২ রানের অপরাজিত ইনিংস খেলে লাহোরকে জিতিয়ে মাঠ...
ফাইনালে টসের মিনিট দশেক আগে লাহোরের বিমানবন্দরে নেমেছেন রাজা। তিনি শেষ পর্যন্ত ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে পারবেন কি না, এ নিয়ে সংশয়ের কারণে লাহোর দুটি একাদশ সাজিয়ে রেখেছিল – একটি রাজাকে নিয়ে, অন্যটি...
স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওর আলোচিত সিরিজগুলোর মাঝে অন্যতম ‘দ্য ফ্যামিলি ম্যান’। বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর এই সিরিজের তৃতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা। আগেই আমাজন প্রাইম...
একসময় ছিল ব্যাগে ঝুলে থাকা কিউট পুতুল লাবুবু। এখন তা বিলাসবহুল নিলামের তারকা। লাবুবু পুতুলের দাম শুনে চমকে উঠছে নেটিজেনরা। কে ভেবেছিল, হাজার টাকার নিচে বিক্রি হওয়া খেলনা একদিন কোটি টাকা ছাড়িয়ে...
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.