দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষে আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। গত পরশু ৩ জুন আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে বিরাট কোহলিদের পাওয়া সে শিরোপার স্বাদ গতকাল রূপ নিয়েছে বিষাদে।
গতকাল বেঙ্গালুরুতে চিন্নাসোয়ামী স্টেডিয়ামে সমর্থকদের সঙ্গে ট্রফি নিয়ে উদ্যাপন করেছেন কোহলি। আর তাতে যোগ দিতে গিয়ে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন পঞ্চাশের অধিক। সাবেক ভারতীয় ক্রিকেটার মদন লাল এতে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির ওপর ক্ষিপ্ত হহয়েছেন। বলেছেন ১০০ কোটি রুপি জরিমানা করা উচিত ওদের।
প্রথমে রাস্তায় ট্রফি নিয়ে প্যারেড করতে চেয়েছিল কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু স্থানীয় পুলিশ নিরাপত্তার কথা বিবেচনা করে অনুমতি দেয়নি। এরপর বেঙ্গালুরু স্টেডিয়ামে ডেকে পাঠায় সমর্থকদের। কিন্তু সঠিক পরিকল্পনার অভাব ও ভিড় সামলানোয় ব্যর্থতা পুরো স্টেডিয়ামকে নরকতুল্য করে তোলে।
সমর্থকদের সামলাতে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে আতঙ্ক ও হুড়োহুড়ি সৃষ্টি হলে তৎক্ষণাৎ ৭ জনের মৃত্যু হয়।
আইএএনএসকে মদন লাল বলেছেন, ‘মানুষ এ ঘটনা ভুলবে না- বিরাট কোহলিও না। বাইরে যখন মানুষ মরছিল, ভেতরে তখন উৎসব চলছিল। এটা খুবই হৃদয় বিদারক ও ধাক্কা লাগার মতো বিষয়। মৃত ব্যক্তিদের পরিবারের উচিত এই দুর্ভাগ্যজনক ঘটনায় আরসিবি ও রাজ্য সরকারের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মামলা করা। বিসিসিআইও দায়িত্ব এড়াচ্ছে।’
এদিকে কর্ণাটকের মূখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহ জানিয়েছেন মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। উপ মূখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার বলেছেন, তাদের সাধ্যমতো ব্যবস্থা নিয়েছিলেন, ‘আমরা ৫ হাজার পুলিশের ব্যবস্থা করেছিলাম। এত তরুণ, প্রাণোচ্ছ্বল ভিড়ের ওপর তো শক্তি প্রয়োগ করা যায়।’