টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে বিভিন্ন দেশ থেকে মোট ৪৪০ জন ক্রিকেটারের নাম রয়েছে। অস্ট্রেলিয়ার এই লিগে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন ১১ ক্রিকেটার। গেল বিগ ব্যাশে দল পাওয়া রিশাদ হোসেনও আছেন প্লেয়ার্স ড্রাফটে।
আগামী ১৯ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট। বাংলাদেশ থেকে রিশাদ হোসেন ছাড়াও ড্রাফটে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান, তানজিদ হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়।
মেলবোর্নে হতে যাওয়া প্লেয়ার্স ড্রাফটে একইদিনে মেয়েদের বিগ ব্যাশের ড্রাফটও অনুষ্ঠিত হবে।
গেল বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সে রিশাদ হোসেন দল পেলেও জাতীয় দলের ব্যস্ততা ও বিপিএলের কারণে তখন খেলতে পারেননি। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত বিগ ব্যাশে খেলেছেন শুধুমাত্র সাকিব আল হাসান।
এবারের বিগ ব্যাশের প্লেয়ার্সে ড্রাফটের নাম লিখিয়ে আলো কেড়েছেন ৪৩ বছর বয়সী ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। সম্প্রতি জাতীয় দলকে বিদায় জানালেও কাউন্টির ভাইটালিটি ব্লাস্ট দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায় ১১ বছর পর ফিরেছেন এই ডানহাতি পেসার।
এদিকে ভারতের সাবেক পেসার সিদ্ধার্থ কৌলও ড্রাফটে নাম লিখিয়েছেন। ভারতের হয়ে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি পেসার। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস (এখন দিল্লি ক্যাপিটালস), সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৫৫টি ম্যাচ খেলেছেন কৌল। ২০২৪ সালের নভেম্বরে অবসরের ঘোষণা দেওয়ার পর এবার প্রথম বিদেশি লিগের ড্রাফটে নাম দিয়েছেন।
ড্রাফট শুরুর আগে বিগ ব্যাশের ৮টি দলের সবাই একজন করে বিদেশী ক্রিকেটার চুক্তিবদ্ধ করতে পারেন। যার মধ্যে এবারের টুর্নামেন্টে সবচেয়ে বড় আলোচিত নাম পাকিস্তানের বাবর আজম। প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ড্রাফটের আগে তাঁকে দলে টেনেছে স্টিভেন স্মিথের সিডনি সিক্সার্স।