সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ 

ঘুরেফিরে ভারত-পাকিস্তান থাকল একসঙ্গেই 

আপডেট : ১৮ জুন ২০২৫, ১০:৩৫ পিএম

দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক সিরিজ তো অনেক বছর ধরেই বন্ধ, গত মাসে ভারত-পাকিস্তান সংঘাতের পর বৈশ্বিক টুর্নামেন্টেও দুই দেশের একে অন্যের মুখোমুখি হওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তবে কদিন আগে চলতি বছর হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের পর সেই শঙ্কা কিছুটা কেটেছে। সেখানে ঘোষিত সূচি অনুযায়ী, কলম্বোতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের মেয়েরা। 

ওয়ানডে বিশ্বকাপের পর এবার এক বছর পর হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, এবং এখানেও ঘুরেফিরে ভারত আর পাকিস্তান একই দিকে পড়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে এক গ্রুপ রেখেছে আইসিসি।

আজ এক বিবৃতিতে ইংল্যান্ডে ২০২৬ সালে হতে যাওয়া মেয়েদের টি-টোয়ন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে ১২ জুন। সর্বশেষ ২০২৪ বিশ্বকাপে ১০ দল অংশ নিলেও এবার খেলবে ১২ দল। ইংল্যান্ডের সাত ভেন্যুতে ২৪ দিনে হবে ৩৩ ম্যাচ। 

প্রতি গ্রুপে ছয়টি করে দল থাকবে। গ্রুপ ১–এ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও সাউথ আফ্রিকার সঙ্গে যোগ দেবে বাছাইপর্ব পেরিয়ে আসা দুই দল। মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ এজবাস্টনে হবে আগামী বছরের ১৪ জুন।

গ্রুপ টু-তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে বাছাইপর্ব পেরিয়ে আসা আরও দুই দল। এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে ৮টি দল। বাকি চার দল ২০২৬ সালে নেপালে অনুষ্ঠিত বাছাইপর্ব পেরিয়ে আসবে। বাংলাদেশকেও বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট অর্জন করতে হবে। 

১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল দুটি হবে ওভালে। ৫ জুলাই ফাইনাল, লর্ডসে।

৩ উইকেটে ১৪৫ রানে তৃতীয় দিন শুরু করা ভারত এগিয়ে ছিল দিনের শেষ সেশনের আগ পর্যন্ত। লোকেশ রাহুলের সেঞ্চুরি (১০০) এবং ঋষভ পন্ত (৭৪) ও রাভীন্দ্র জাদেজার (৭২) ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে...
‘নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উদ্বেগের’ কারণে আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসি সভায় প্রতিনিধি দল পাঠাতে অনিচ্ছুক ভারত। বোর্ড সূত্র জানিয়েছে, বিসিসিআই তাদের উদ্বেগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে...
  ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ৩৩৬ রানের বিশাল জয় পেয়েছে ভারত। নতুন অধিনায়ক শুবমান গিল সে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর পরের ইনিংসেও দেড় শ রান করেছেন...
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। আগামী ২০ জুলাই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। ওই সিরিজকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে...
যারা রাজনীতিকে কলুষিত করতে চায়, তাদের দেশের জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.