দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক সিরিজ তো অনেক বছর ধরেই বন্ধ, গত মাসে ভারত-পাকিস্তান সংঘাতের পর বৈশ্বিক টুর্নামেন্টেও দুই দেশের একে অন্যের মুখোমুখি হওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তবে কদিন আগে চলতি বছর হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের পর সেই শঙ্কা কিছুটা কেটেছে। সেখানে ঘোষিত সূচি অনুযায়ী, কলম্বোতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের মেয়েরা।
ওয়ানডে বিশ্বকাপের পর এবার এক বছর পর হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, এবং এখানেও ঘুরেফিরে ভারত আর পাকিস্তান একই দিকে পড়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে এক গ্রুপ রেখেছে আইসিসি।
আজ এক বিবৃতিতে ইংল্যান্ডে ২০২৬ সালে হতে যাওয়া মেয়েদের টি-টোয়ন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে ১২ জুন। সর্বশেষ ২০২৪ বিশ্বকাপে ১০ দল অংশ নিলেও এবার খেলবে ১২ দল। ইংল্যান্ডের সাত ভেন্যুতে ২৪ দিনে হবে ৩৩ ম্যাচ।
প্রতি গ্রুপে ছয়টি করে দল থাকবে। গ্রুপ ১–এ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও সাউথ আফ্রিকার সঙ্গে যোগ দেবে বাছাইপর্ব পেরিয়ে আসা দুই দল। মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ এজবাস্টনে হবে আগামী বছরের ১৪ জুন।
গ্রুপ টু-তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে বাছাইপর্ব পেরিয়ে আসা আরও দুই দল। এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে ৮টি দল। বাকি চার দল ২০২৬ সালে নেপালে অনুষ্ঠিত বাছাইপর্ব পেরিয়ে আসবে। বাংলাদেশকেও বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট অর্জন করতে হবে।
১২ জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল দুটি হবে ওভালে। ৫ জুলাই ফাইনাল, লর্ডসে।