কলম্বোতে আগামী ২৫ জুন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে, তার আগে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন উঠেছে। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে পারেন শান্ত। এমন সংবাদ চাউর হওয়ার পর আজ কলম্বোতে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
গল টেস্টে দুই ইনিংসে দুই সেঞ্চুরি করা শান্ত এই ধরনের আলোচনাকে আপাতত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। কলম্বো টেস্টে মনোযোগ দিতে চান জানিয়ে শান্ত বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে। আলোচনা হচ্ছে, হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’
সিরিজের মাঝপথে এমন আলোচনাকে ভালোভাবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক। এমন আলোচনা কোনোভাবেই কাম্য নয় জানিয়ে শান্তর ভাষ্য, ‘(সিরিজের মাঝখানে এই ধরনের আলোচনা করা) কঠিন। এটা আসলে এরকম হওয়া উচিত না। সত্যি বলতে এই ধরনের আলোচনাই হওয়া উচিত না। শুধু টেস্ট ম্যাচের সময় না, কোনো ফরম্যাটের সময়ই এটা হওয়া উচিত না। আমি বলব যে এই ধরনের আলোচনা অন্তত সাত-আট দিন আগে থেকেই না হওয়া ভালো। বা তারও আগে। যত আগেই কমপ্লিট হয়ে যাবে ততই ভালো।’
ভালো পারফর্ম করেই অনেকেই অবসর নেয়, কিংবা অধিনায়কত্ব থেকে সরে যায়। শান্তও কী এমন কিছুই ভাবছেন কি না - এই প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘(তেমন কিছু ভাবলে) সব থেকে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম। না, এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই। ভালো খেলে ছেড়ে দিতে হবে, মানুষকে দেখাতে হবে - এরকমও না। আবার খারাপ খেললে করা যাবে না, এরকমও না। জিনিসটা হয়েছে যেটা দলের জন্য ভালো হবে, দলের ভালো কিছু হবে ওটাই করা হবে। তো… এই মুহূর্তে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো।’
সবাইকে খুব বেশি আলোচনা-সমালোচনা না করার অনুরোধও জানিয়েছেন শান্ত, ‘সবার কাছে একটা অনুরোধ থাকবে, খুব বেশি আলোচনা-সমালোচনা-মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে। আমি চাই শুধু এটা কীভাবে ভালো খেলা যায় সেটা নিয়ে চিন্তা করতে।’