সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ভারত আরেকবার বুঝল, তাদের লেজে জোর নেই

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৯:৩৭ এএম

হেডিংলিতে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৩০ থেকে ৪৭১ রানে অলআউট, শেষ ৪১ রানে ৭ উইকেট হারিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসেও আকস্মিক ব্যাটিং ধস ঠেকাতে পারেনি ভারত। এবার শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ৩১ রানে। 

শেষ দিকের ব্যাটসম্যানরা যেখানে টিকে থাকইতে রীতিমতো সংগ্রাম করছেন, সেখানে ভারত প্রথম ইনিংসের মতো পার পেয়ে গেছে ‘সেঞ্চুরিতে’ ভর করে। আগের ইনিংসে তিন অঙ্ক ছুঁয়েছিলেন ইয়াসাসভি জয়সোয়াল, শুভমান গিল আর রিশাব পন্ত। দ্বিতীয় ইনিংসে ওপেনার লোকেশ রাহুলের (১৩৭) পাশাপাশি সেঞ্চুরি তুলে নিয়েছেন পন্ত (১১৮)। এর বাইরে সর্বোচ্চ ৩০ রানের ইনিংসটা খেলেছেন সাই সুদর্শন।

লেজের ব্যাটসম্যানদের দুর্বলতার চিত্র আরেকবার ফুটে উঠলেও রাহুল-পন্তের সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩৬৫ রান তুলেছে ভারত। এতে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৩৭১ রান। জবাবে গতকাল বিনা উইকেটে ২১ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে ইংলিশরা।

তাতে জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের দরকার ৩৫০ রান, আর ভারতের দরকার ১০ উইকেট। হেডিংলিতে টেস্টের শেষ দিনে বড়সড় রোমাঞ্চ আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমিরা!

ম্যাচের এমন পরিস্থিতিতে শেষ দিনে কে এগিয়ে? পরিসংখ্যান বলছে, এর আগে শেষ ইনিংসে ৩৫০ এর বেশি লক্ষ্য ছুঁড়ে দিয়ে ৫৯ বারের ঘটনায় মাত্র একবার হেরেছে ভারত। তবে অনুপ্রেরণা পেতে পারে ইংল্যান্ডও। ভারতকে ওই একবার হতাশা উপহার দেওয়া দলটা যে ইংল্যান্ডই! এর আগে ২০২২ সালে বার্মিংহামের এজবাস্টনে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের চতুর্থ ইনিংসে ৩৭৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড।

কিন্তু হেডিংলির রেকর্ড আবার ইংল্যান্ডের পক্ষে কথা বলছে না। লিডসের এ ভেন্যুতে ৩৭১ রানের বেশি তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড আছেই মাত্র একটি। সেটাও ৭৭ বছর আগে। ১৯৪৮ সালে ইংল্যান্ডের ৪০৪ রানের লক্ষ্য ছুঁয়েছিল অস্ট্রেলিয়া।

হেডিংলিতে গতকাল ভারত দিন শুরু করেছিল ২ উইকেটে ৯০ রান নিয়ে। তবে দিনের শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র সপ্তম বলেই বোল্ড হন অধিনায়ক গিল (৮)। এরপর রাহুলকে নিয়ে জুটি গড়ে ভারতের রান মেশিন সচল করেন পন্ত। দুজনের চতুর্থ উইকেট জুটিতে ১৯৫ রান পেয়েছে ভারত।

দলকে ২৮৭ রানে রেখে শোয়েব বশিরের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন পন্ত। তার আগে তুলে নেন রেকর্ডগড়া সেঞ্চুরি। ইতিহাসে মাত্র দ্বিতীয় উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়লেন পন্ত।

অবশ্য পন্তের আগেই তিন অঙ্ক ছুঁয়েছেন রাহুল। ৩৩৩ রানে ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে রাহুল যখন ব্রায়ডন কার্সের বলে আউট হলেন, সেখান থেকেই ভারতের আরেকবার বিপর্যয় শুরু। যে বিপর্যয়ে বাকি ৫ ব্যাটসম্যান আউট হয়েছেন ২৪ রানের মধ্যে।

  ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ৩৩৬ রানের বিশাল জয় পেয়েছে ভারত। নতুন অধিনায়ক শুবমান গিল সে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর পরের ইনিংসেও দেড় শ রান করেছেন...
গুঞ্জন ছিল কদিন ধরেই। অবশেষে আজ আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সেটি সত্য হলো। এই বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত। আগস্টে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজের জন্য বাংলাদেশ সফরে আসার কথা রোহিত শর্মাদের।
এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে যা হলো, তা রীতিমত নাটকের চেয়েও বেশি। ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা তা আবারো প্রমাণিত। দলের দুই বলে দুই উইকেট হারানোর পর হ্যাটট্রিক বল খেলতে এসে প্রথমেই বাউন্ডারি মেরে...
এজবাস্টনে আজ দ্বিতীয় দিনে নেমে যা করলেন তা রীতিমত একের পর রেকর্ডবুকে গিলের নাম লিখিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেশনেই আজ ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন গিল। 
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া...
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.