সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

বলছেন আকাশ চোপড়া

সবাই নাড়ে, কিন্তু ভারতের লেজ ছোট, শুরু হতে না হতেই শেষ

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৪:৫৭ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে লিডস টেস্টে ভারতের ব্যাটিং লাইনআপ দুই ইনিংসেই একই সূত্র মেনে চলেছে। টপ অর্ডার ও মিডল অর্ডার দুর্দান্ত ভিত গড়ে দিলেও লেট মিডল অর্ডার ও লেট অর্ডার চরম ব্যর্থ হয়েছে। দুই ইনিংসেই শেষ দিকে ধস নেমেছিল ভারতের ইনিংসে।

গতকাল ঋষভ পন্ত যখন আরেকটি দুর্দান্ত সেঞ্চুরি করে ফিরে গেলেন, ৬ উইকেট হাতে নিয়ে ২৯৩ রানে এগিয়ে ছিল ভারত। কিন্তু শেষ সেশনে ৩৬৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এ নিয়ে বড় আক্ষেপ আকাশ চোপড়ার। কারণ, এতে শেষ দিনে কঠিন হলেও নাগালের মধ্যে থাকা ৩৫০ রানের লক্ষ্য নিয়ে নামতে পারছে ইংল্যান্ড।

২৭১ রানের লক্ষ্যে নেমে গতকালই ২১ রান তুলে নিয়েছে স্বাগতিক দল। অথচ, ভারতের টেল এন্ডাররা একটু ধরে খেললেই আজ আরেকটু কঠিন লক্ষ্য পেত ইংল্যান্ড। ভারত ৭৭ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে। প্রথম ইনিংসেও মাত্র ৪১ রানে পড়েছিল শেষ ৭ উইকেট।

চোপড়া ইউটিউবে দিনের বিশ্লেষণ করতে নেমে তাই আক্ষেপ করেছেন এ প্রসঙ্গে, ‘দুটি দুর্দান্ত সেঞ্চুরি এবং দুটি ধস। প্রথম ইনিংসে একটি ধস এবং দ্বিতীয় ইনিংসে আরেকটি। এত বেশি ধস, আমরা কি জেনগা (ভারসাম্যের দক্ষতার খেলা) খেলছি? ভারতের ক্রিকেটে ধস নিয়ম হয়ে উঠছে। সাধারণত সবার লেজ (টেল এন্ড ব্যাটিং) নড়ে, কিন্তু আমাদের লেজ এত ছোট। শুরু হতে না হতেই শেষ। এটা একটা সমস্যা। প্রথম ইনিংসে এক পর্যায়ে মনে হয়েছিল, ৫৫০-৫৭৫ হবে, কিন্তু হয়নি।’

চোপড়া বলেছেন, ‘এবারও অনেক বেশি রানের আশা ছিল, মনে হয়েছিল অনেক এগিয়ে যাবে। কিন্তু একের পর এক উইকেট পড়ায় তা হয়নি। করুন নায়ার ও শার্দূল ঠাকুরও এদের মধ্যে। রাভিন্দ্র জাদেজা খেলছিল, কিন্তু আমাদের তিন বা চারজন এগারো নাম্বার ব্যাটসম্যান আছে- বুমরা, সিরাজ, প্রসিধ। শার্দুলও এখন নয়ে নামা ব্যাটসম্যানের মতো খেলে, এটা দলের জন্য একটা সমস্যা।’

৩ উইকেটে ১৪৫ রানে তৃতীয় দিন শুরু করা ভারত এগিয়ে ছিল দিনের শেষ সেশনের আগ পর্যন্ত। লোকেশ রাহুলের সেঞ্চুরি (১০০) এবং ঋষভ পন্ত (৭৪) ও রাভীন্দ্র জাদেজার (৭২) ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে...
‘নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উদ্বেগের’ কারণে আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসি সভায় প্রতিনিধি দল পাঠাতে অনিচ্ছুক ভারত। বোর্ড সূত্র জানিয়েছে, বিসিসিআই তাদের উদ্বেগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে...
  ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ৩৩৬ রানের বিশাল জয় পেয়েছে ভারত। নতুন অধিনায়ক শুবমান গিল সে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর পরের ইনিংসেও দেড় শ রান করেছেন...
সব শঙ্কা উড়িয়ে দিয়ে আজ বৃষ্টিতে ঘণ্টাখানেক পণ্ড হতে দেখা পঞ্চম দিনের এক সেশনেরও বেশি হাতে রেখেই জিতে গেল ভারত। সব প্রশ্ন, সব সমালোচনা, সব শঙ্কার উত্তর দিল রেকর্ড গড়া জয়ে। ৬০৮ রানের লক্ষ্যে নামা...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.