ইংল্যান্ডের বিপক্ষে লিডস টেস্টে ভারতের ব্যাটিং লাইনআপ দুই ইনিংসেই একই সূত্র মেনে চলেছে। টপ অর্ডার ও মিডল অর্ডার দুর্দান্ত ভিত গড়ে দিলেও লেট মিডল অর্ডার ও লেট অর্ডার চরম ব্যর্থ হয়েছে। দুই ইনিংসেই শেষ দিকে ধস নেমেছিল ভারতের ইনিংসে।
গতকাল ঋষভ পন্ত যখন আরেকটি দুর্দান্ত সেঞ্চুরি করে ফিরে গেলেন, ৬ উইকেট হাতে নিয়ে ২৯৩ রানে এগিয়ে ছিল ভারত। কিন্তু শেষ সেশনে ৩৬৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এ নিয়ে বড় আক্ষেপ আকাশ চোপড়ার। কারণ, এতে শেষ দিনে কঠিন হলেও নাগালের মধ্যে থাকা ৩৫০ রানের লক্ষ্য নিয়ে নামতে পারছে ইংল্যান্ড।
২৭১ রানের লক্ষ্যে নেমে গতকালই ২১ রান তুলে নিয়েছে স্বাগতিক দল। অথচ, ভারতের টেল এন্ডাররা একটু ধরে খেললেই আজ আরেকটু কঠিন লক্ষ্য পেত ইংল্যান্ড। ভারত ৭৭ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে। প্রথম ইনিংসেও মাত্র ৪১ রানে পড়েছিল শেষ ৭ উইকেট।
চোপড়া ইউটিউবে দিনের বিশ্লেষণ করতে নেমে তাই আক্ষেপ করেছেন এ প্রসঙ্গে, ‘দুটি দুর্দান্ত সেঞ্চুরি এবং দুটি ধস। প্রথম ইনিংসে একটি ধস এবং দ্বিতীয় ইনিংসে আরেকটি। এত বেশি ধস, আমরা কি জেনগা (ভারসাম্যের দক্ষতার খেলা) খেলছি? ভারতের ক্রিকেটে ধস নিয়ম হয়ে উঠছে। সাধারণত সবার লেজ (টেল এন্ড ব্যাটিং) নড়ে, কিন্তু আমাদের লেজ এত ছোট। শুরু হতে না হতেই শেষ। এটা একটা সমস্যা। প্রথম ইনিংসে এক পর্যায়ে মনে হয়েছিল, ৫৫০-৫৭৫ হবে, কিন্তু হয়নি।’
চোপড়া বলেছেন, ‘এবারও অনেক বেশি রানের আশা ছিল, মনে হয়েছিল অনেক এগিয়ে যাবে। কিন্তু একের পর এক উইকেট পড়ায় তা হয়নি। করুন নায়ার ও শার্দূল ঠাকুরও এদের মধ্যে। রাভিন্দ্র জাদেজা খেলছিল, কিন্তু আমাদের তিন বা চারজন এগারো নাম্বার ব্যাটসম্যান আছে- বুমরা, সিরাজ, প্রসিধ। শার্দুলও এখন নয়ে নামা ব্যাটসম্যানের মতো খেলে, এটা দলের জন্য একটা সমস্যা।’