আগামীকাল কলম্বোতে সিরিজের শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে আজ বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স জানিয়ে দিয়েছেন শান্ত ঠিক আছেন।
গতকাল ক্যাচ অনুশীলনের সময় আঙুলের পুরোনো ব্যথায় বল লেগেছিল শান্তর। আঙুলে ব্যথা পাওয়ায় গতকাল ব্যাটিং অনুশীলন করেননি। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্তর না খেলার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কোচ সিমন্স, উল্টো জানিয়েছেন টেপ পেঁচিয়ে খেলতে পারেন বাংলাদেশ অধিনায়ক।
শান্তর চোট নিয়ে সিমন্স বলেন, ‘শান্ত ঠিক আছে। শুধু আঙুলে একটা ছোট চোট পেয়েছে। টেপ পেঁচিয়ে খেলতে পারবে। তাই, অধিনায়ককে নিয়ে চিন্তার কিছু নেই।’
এদিকে শান্তকে নিয়ে শঙ্কা না থাকলেও মধুর এক সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় টেস্টের জন্য মিরাজ সম্পূর্ণ ফিট থাকায় কলম্বোতে তাঁর ফেরা প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে আগের টেস্টে ৫ উইকেট পাওয়া নাঈম হাসানকেও একাদশে রাখতে হলে কে বাদ পড়বে তা নিয়ে চলছে আলোচনা।
নাঈমের প্রসঙ্গে কোচ ফিল সিমন্সের ভাষ্য, ‘গলে নাইম সে চমৎকার একটি ম্যাচ খেলেছে। তাই এখন তাকে বাদ দেওয়াটা একটু কঠিন, কিন্তু আবার, সবাই শুরু থেকেই জানে যে এটাই ঘটছে এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে সবাই একই অবস্থানে আছে। তাই যদি কোনো সিদ্ধান্ত নিতেই হয়, তাহলে মানুষ বোঝে যে এটা দলের জন্য যেটা সেরা, সেটার জন্যই।’
অনেকেই ধারণা করছেন গল টেস্টে বাজে পারফর্ম করা ওপেনার এনামুল হক বিজয় বাদ পড়তে পারেন।
কিন্তু এই ব্যাপারে কোচ বিজয়ের জন্য খানিকটা আশার আলো রেখে বলেছেন, ‘এনামুল হক সবে টেস্ট ক্রিকেটে ফিরেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সে ভালো ব্যাটিং করেছে। সে একটি টেস্ট খেলেছে। এখানে দুই ইনিংস পেয়েছে। আমি নিশ্চিত সে ভালোভাবে ফিরবে।’
একাদশ নিয়ে টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সিমন্স, ‘উইকেট দেখে বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে। আগে কন্ডিশন দেখব, তারপর ঠিক করব বোলিং কম্বিনেশন-তিনজন পেসার খেলাব, না তিনজন স্পিনার।’
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।