৫ রানে ৭ উইকেট হারিয়ে প্রথম ওয়ানডেতে শোচনীয় হারের সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। সিরিজে ঘুরে দাঁড়াতে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজদের। তবে কলম্বোতে দ্বিতীয় ওয়ানডের আগে এক প্রকার ধাক্কা খেল বাংলাদেশ।
সিরিজ বাঁচানোর ম্যাচে হেড কোচ ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। দলকে শ্রীলঙ্কায় রেখে আজ শুক্রবার লন্ডনে যাচ্ছেন প্রধান কোচ ফিল সিমন্স। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সিরিজের মাঝপথে ঠিক কোন কারণে দলকে ছেড়ে লন্ডনে গেলেন সিমন্স? ক্রিকবাজ লিখেছে, একটা গুঞ্জন ছড়িয়েছিল যে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম কোচদের পারফরম্যান্স রিভিউয়ের অংশ হিসেবে সিমন্সকে ডেকে পাঠাচ্ছেন। তবে সিমন্সের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। আনুষ্ঠানিকভাবে জানা গেছে, চিকিৎসক দেখাতেই ইংল্যান্ডে যাচ্ছেন ক্যারিবিয়ান এই কোচ।
বাংলাদেশের টিম ম্যানেজার নাফিস ইকবালের বরাত দিয়ে ক্রিকবাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, সিমন্স দুই দিনের ছুটিতে যাচ্ছেন। তৃতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দেবেন।
সিমন্সের সিরিজের মাঝপথে ইংল্যান্ডে যাওয়ার বিষয়টি আগে থেকে ঠিক করা ছিল জানিয়ে নাফিস ইকবাল বলেন, ‘ব্যক্তিগত কারণে দুই দিনের সফরে গেছেন ফিল সিমন্স। ফেব্রুয়ারিতে তাঁর ডাক্তারের সাক্ষাতের সময় ঠিক করা ছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে তখন তিনি সেটা করতে পারেননি। এখন চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সময় পরিবর্তন করা যাচ্ছে না। (অ্যাপয়েন্টমেন্ট) পরিবর্তন করার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু কোনো কারণে তা করা যায়নি। সফর শুরুর আগে তিনি এই বিষয়ে বোর্ডের সাথে কথা বলেছেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করেছেন। তিনি আজ যাচ্ছেন এবং ৭ জুলাই ফিরে আসবেন।’
আগামীকাল কলম্বোতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামবে মেহেদী হাসান মিরাজরা।