সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

কীভাবে ব্যাটিং বিপর্যয়ে ডেকে আনতে হয় আবার দেখিয়ে দিল বাংলাদেশ 

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম

প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া বাংলাদেশ আজও সে ধারা ধরে রেখেছে। আগের ম্যাচে ৫ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশ, আজ ১৪ রানে হারিয়েছে ৪ উইকেট। তবে এবার দ্বিতীয় ওয়ানডেতে দৃশ্যপট খানিকটা ভিন্ন ছিল। ৩৮তম ওভারে দুই শ রান পার করে বাংলাদেশ, হাতে ছিল ৫ উইকেট। তাওহীদ হৃদয় ও জাকের আলী ক্রিজে থাকায় বড় সংগ্রহের স্বপ্ন তখন স্বাভাবিকভাবেই দেখছিল মেহেদী হাসান মিরাজের দল। 

কিন্তু ৩৯তম ওভার থেকে ১৭ বলের ব্যবধানে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে সেই স্বপ্নে পানি ঢেলে দেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারের ২৫ বল আগে অলআউট হওয়া বাংলাদেশ শেষ দিকে তানজিম সাকিবের ৩৩ রানের ইনিংসে ২৪৮ রানের সংগ্রহ পায়।  

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালো করতে পারেননি আগের ম্যাচে ফিফটি পাওয়া ওপেনার তানজিদ হাসান তামিম। ইনিংসের তৃতীয় ওভারে ৭ রানে আসিথা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। শুরুর ধাক্কা অবশ্য দ্বিতীয় উইকেটে সামাল দেন নাজমুল হোসেন শান্ত ও আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। 

দ্বিতীয় উইকেটে পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন শান্ত-ইমন জুটি। ইনিংসের নবম ওভারেই দলীয় পঞ্চাশ রান করে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৬৫ রান তোলে সফরকারীরা। 

পাওয়ার প্লেতে ভালো সূচনা পেলেও নিজের ইনিংস বেশি বড় করতে পারেননি শান্ত। ইনিংসের ১২তম ওভারে লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কার অফ স্পিনে ব্যক্তিগত ১৪ রানে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। তৃতীয় উইকেটে ইমনের সঙ্গী হন তাওহীদ হৃদয়। 

শান্ত বিদায় নিলেও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়ে যান ইমন। ৪৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ফিফটি পূরণ করেন এই বাঁহাতি ওপেনার। আগ্রাসী ইমনের ব্যাটে ১৬তম ওভারেই এক শ রান পার করে বাংলাদেশ।

ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি ইমন। ইনিংসের ২০তম ওভারে ৬৯ বলে ৬৭ রান করে হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে ফেরেন। দলীয় ১১০ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ মাঝ ওভারে আরও চাপে পড়ে যায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শামীম হোসেনকে দ্রুত হারিয়ে। 

আগের ম্যাচে ব্যর্থ আজ মিরাজ ফিরেছেন মাত্র ৯ রান করে। সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া শামীম ফিরেছেন ২২ রানে। ১৫৯ রানে ৫ উইকেট হারিয়ে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু ষষ্ঠ উইকেটে হৃদয় ও জাকের আলী বাংলাদেশকে পথ দেখান। ৩৮তম ওভারেই দলকে দুই শ রান পার করান এ জুটি। 

ইমনের মতো জাকের আলী অনিকও ক্রিজে লম্বা সময় কাটিয়ে নিজের উইকেট দিয়ে এসেছেন। ৪০ বলে ২৪ রান করা জাকের আসিথা ফার্নান্দোর বলে ৩৯তম ওভারে এলবিডব্লিউ হন।

দলীয় ২০৪ রানে ৬ উইকেট হারানোর পর আসা-যাওয়ার মিছিল শুরু হয় বাংলাদেশের। ফিফটি করা তাওহীদ হৃদয় (৫১ রান) ৪১তম ওভারে পেসার তানজিম হাসান সাকিবের সঙ্গে ভুল বুঝাবুঝির কারণে রান আউটের ফাঁদে পড়েন। আগের ম্যাচে ৫ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশ, আজ ১৪ রানে হারিয়েছে ৪ উইকেট। ২১৮ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশকে শেষ দিকে লড়াইয়ে পুঁজি এনে দিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। 

শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ১৮ বলে ৩০ রানের জুটি গড়েন সাকিব। ৪৬তম ওভারে হাসারাঙ্গার বলে মোস্তাফিজ এলবিডব্লিউ হলে ২৪৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। ২ চার ও ২ ছক্কায় ২১ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন সাকিব। 

শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো নেন ৪ উইকেট, হাসারাঙ্গা পান ৩ উইকেট।

শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
এই ম্যাচ দিয়ে এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁকে নিয়ে গত মাসে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টির দলের বিপরীতে হিসেব করলে বাংলাদেশের একাদশে...
আজ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের।  টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় এই সফর থেকে কিছু নিয়ে ফেরার এটাই শেষ সুযোগ। ওদিকে লর্ডস টেস্টে আজ মুখোমুখি ইংল্যান্ড-ভারত।...
সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ বিদায় নিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটও যেন ডুবছে। উদ্ধারকারী হিসেবে ফুটবলের মতো এখানেও একজন হামজা চৌধুরীর দরকার বলে মনে করেন আকরাম খান।
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া...
চীন ও কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে, তারা দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.