গুঞ্জন ছিল কদিন ধরেই। অবশেষে আজ আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সেটি সত্য হলো। এই বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসছে না ভারত। আগস্টে সাদা বলের দুই ফরম্যাটের সিরিজের জন্য বাংলাদেশ সফরে আসার কথা রোহিত শর্মাদের। তবে আজ বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে এই বছর নয়, আগামী বছর বাংলাদেশে আসবে ভারতীয় দল।
বিসিবি ও বিসিসিআই দুই বোর্ডের সম্মতিতেই আগস্টে হতে যাওয়া সিরিজ স্থগিত করা হয়েছে।
আজ বিসিসিআই তাদের বিবৃতিতে জানিয়েছে, 'আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে দুই দেশের ক্রিকেট বোর্ড ২০২৬ সালে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। ভারত ২০২৬ সালের সেপ্টেম্বরে সিরিজের জন্য বাংলাদেশ সফরে যাবে। পরবর্তীতে সূচি ঠিক করা হবে।'
এর আগে ৩০ জুন ভারতের এই সফর এ বছর না হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সে সময় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আলোচনা হচ্ছে কীভাবে আমরা সিরিজটা করতে পারি। যদি কোনো কারণে তারা এই মুহূর্তে আসতে না পারে.. আমাদের আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। তবে নেক্সট এভেইলবল উইন্ডোতে হবে এটা।’