টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শুরু, জুনের মাঝপথে শুরু হবে ইউরো। ২১ জুন শুরু হবে কোপা আমেরিকাও। ২০২৪ সালের জুন মাসটা মহাব্যস্ততায় কাটবে সবার। এর মাঝেই হাজির হচ্ছে আরেকটি বিশ্বকাপ। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে জুনেই আয়োজিত হবে পয়ত্রিশোর্ধ্ব বিশ্বকাপ।
ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে অবশ্য অংশগ্রহণকারী দলের সংখ্যা বেশ কম, মাত্র আট। কারণ, মূল ফুটবল বিশ্বকাপ জিতেছে এমন আটটি দলই শুধু অংশ নেবে এই টুর্নামেন্টে।
ডেইলি মেইলের দাবি। এলিট প্লেয়ারস গ্রুপ আয়োজিত টুর্নামেন্টে ইংল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল। ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও উরুগুয়ে অংশ নেবে।
এলিট প্লেয়ারস গ্রুপের প্রতিষ্ঠাতারা সবাই নিজ নিজ দেশের অধিনায়কত্ব করবেন। ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন সাবেক রেয়াল মাদ্রিদ তারকা স্টিভ ম্যাকম্যানামান। আর্জেন্টিনার নেতৃত্বে থাকবে এস্তেবান ক্যাম্বিয়াসো, ব্রাজিলের অধিনায়ক হবে সাবেক অধিনায়ক এমারসন। ফ্রান্সের অধিনায়কত্বেও সাবেক মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ান কারেমবেউ।
ইতালির অধিনায়কত্ব করবেন, জিনেদিন জিদানের ঢুস-কাণ্ডের জন্য বিখ্যাত বিশ্বকাপজয়ী মার্কো মাতেরাৎসি, স্পেনের অধিনায়কত্ব করবেন আরেক সাবেক মাদ্রিদ খেলোয়াড় মিখেল সালগাদো, উরুগুয়ের অধিনায়ক দিয়েগো লুগানো এবং জার্মানির নেতৃত্বে থাকবেন কেভিন কুরানি।
এই টুর্নামেন্টের দলে থাকতে হলে খেলোয়াড়ের বয়স অবশ্যই ৩৫-এর বেশি হতে হবে। সে সঙ্গে সে দেশের জাতীয় দলে খেলতে হবে এবং যদি সেক্ষেত্রে পর্যাপ্ত খেলোয়াড় না পাওয়া যায়, তবে শীর্ষ পর্যায়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
আপাতত সম্ভাব্য খেলোয়াড় হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাতে বেশ জমজমাট এক টুর্নামেন্ট হবে বলে মনে হচ্ছে। বালন দ’র জয়ী রোনালদিনিও, কাকা, মাইকেল ওয়েন ও ফ্যাবিও কানাভারোর নাম শোনা যাচ্ছে।
অবশ্য সমর্থকদের আগ্রহ কাফু, রবের্তো কার্লোস, ফ্রান্সেস্কো টট্টি, থিয়েরি অরি, মেসুত ওজিল, দাভিদ ভিয়া, দিয়েগো ফোরলান, কার্লোস পুয়োল, মার্সেল দেশাই, হারনান ক্রেসপো, স্যামি খেদিরা, পাবলো জাবালেতাদের নিয়েও থাকবে।
শুধু ইংল্যান্ড দলে থাকা নামগুলোই তো আগ্রহ জমিয়ে তুলছে। ইংল্যান্ড ফুটবলের অতি পরিচিত নাম অ্যাশলি কোল, জো কোল, রিও ফার্ডিনান্ড, ডেভিড জেমস, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও রবি ফাওলার নাকি থাকবেন।
বলা হচ্ছে ইংল্যান্ডের একটি স্টেডিয়ামেই সব ম্যাচ হবে। ১১ জনের ম্যাচ হলেও বয়স বিবেচনায় ম্যাচের দৈর্ঘ্য ৭০ মিনিটে নামিয়ে আনা হবে। যখন ইচ্ছা যে কেউ উঠতে বা নামতে পারবেন। স্কোয়াডে থাকবেন ১৮ জন খেলোয়াড়।
কবে শুরু হচ্ছে, এ নিয়ে এখনো নির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে ফাইনাল হবে ১১ জুন। কোয়ার্টার ফাইনাল হবে ৪ ও ৫ জুন। আর সেমিফাইনাল হবে ৮ জুন।