সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়া আর কারা খেলবে বুড়োদের বিশ্বকাপে?

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শুরু, জুনের মাঝপথে শুরু হবে ইউরো। ২১ জুন শুরু হবে কোপা আমেরিকাও। ২০২৪ সালের জুন মাসটা মহাব্যস্ততায় কাটবে সবার। এর মাঝেই হাজির হচ্ছে আরেকটি বিশ্বকাপ। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে জুনেই আয়োজিত হবে পয়ত্রিশোর্ধ্ব বিশ্বকাপ।

ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে অবশ্য অংশগ্রহণকারী দলের সংখ্যা বেশ কম, মাত্র আট। কারণ, মূল ফুটবল বিশ্বকাপ জিতেছে এমন আটটি দলই শুধু অংশ নেবে এই টুর্নামেন্টে।

ডেইলি মেইলের দাবি। এলিট প্লেয়ারস গ্রুপ আয়োজিত টুর্নামেন্টে ইংল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল। ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও উরুগুয়ে অংশ নেবে।
এলিট প্লেয়ারস গ্রুপের প্রতিষ্ঠাতারা সবাই নিজ নিজ দেশের অধিনায়কত্ব করবেন। ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন সাবেক রেয়াল মাদ্রিদ তারকা স্টিভ ম্যাকম্যানামান। আর্জেন্টিনার নেতৃত্বে থাকবে এস্তেবান ক্যাম্বিয়াসো, ব্রাজিলের অধিনায়ক হবে সাবেক অধিনায়ক এমারসন। ফ্রান্সের অধিনায়কত্বেও সাবেক মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ান কারেমবেউ। 
ইতালির অধিনায়কত্ব করবেন, জিনেদিন জিদানের ঢুস-কাণ্ডের জন্য বিখ্যাত বিশ্বকাপজয়ী মার্কো মাতেরাৎসি, স্পেনের অধিনায়কত্ব করবেন আরেক সাবেক মাদ্রিদ খেলোয়াড় মিখেল সালগাদো, উরুগুয়ের অধিনায়ক দিয়েগো লুগানো এবং জার্মানির নেতৃত্বে থাকবেন কেভিন কুরানি।

এই টুর্নামেন্টের দলে থাকতে হলে খেলোয়াড়ের বয়স অবশ্যই ৩৫-এর বেশি হতে হবে। সে সঙ্গে সে দেশের জাতীয় দলে খেলতে হবে এবং যদি সেক্ষেত্রে পর্যাপ্ত খেলোয়াড় না পাওয়া যায়, তবে শীর্ষ পর্যায়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

আপাতত সম্ভাব্য খেলোয়াড় হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাতে বেশ জমজমাট এক টুর্নামেন্ট হবে বলে মনে হচ্ছে। বালন দ’র জয়ী রোনালদিনিও, কাকা, মাইকেল ওয়েন ও ফ্যাবিও কানাভারোর নাম শোনা যাচ্ছে। 

অবশ্য সমর্থকদের আগ্রহ কাফু, রবের্তো কার্লোস, ফ্রান্সেস্কো টট্টি, থিয়েরি অরি, মেসুত ওজিল, দাভিদ ভিয়া, দিয়েগো ফোরলান, কার্লোস পুয়োল, মার্সেল দেশাই, হারনান ক্রেসপো, স্যামি খেদিরা, পাবলো জাবালেতাদের নিয়েও থাকবে। 

শুধু ইংল্যান্ড দলে থাকা নামগুলোই তো আগ্রহ জমিয়ে তুলছে। ইংল্যান্ড ফুটবলের অতি পরিচিত নাম অ্যাশলি কোল, জো কোল, রিও ফার্ডিনান্ড, ডেভিড জেমস, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও রবি ফাওলার নাকি থাকবেন।

বলা হচ্ছে ইংল্যান্ডের একটি স্টেডিয়ামেই সব ম্যাচ হবে। ১১ জনের ম্যাচ হলেও বয়স বিবেচনায় ম্যাচের দৈর্ঘ্য ৭০ মিনিটে নামিয়ে আনা হবে। যখন ইচ্ছা যে কেউ উঠতে বা নামতে পারবেন। স্কোয়াডে থাকবেন ১৮ জন খেলোয়াড়। 

কবে শুরু হচ্ছে, এ নিয়ে এখনো নির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে ফাইনাল হবে ১১ জুন। কোয়ার্টার ফাইনাল হবে ৪ ও ৫ জুন। আর সেমিফাইনাল হবে ৮ জুন।

অস্ত্রযুদ্ধে দুই পক্ষের মুহুর্মুহু গুলি বিনিময়ের কথা তো অনেকই শুনেছেন। কাল উয়েফা অনূর্ধ্ব-১৯ ইউরোর সেমিফাইনালে জার্মানি আর স্পেনের মধ্যে ৯০ মিনিটের পর যা হলো, সেটাকে বলা যায় মুহুর্মুহু গোল-বিনিময়!
ইয়ামাল-ভাসকেসকে নিয়ে আলোচনার মধ্যেই নতুন বোমা ফাটিয়েছেন আরেক প্রাপ্ত বয়স্ক চলচ্চিত্র তারকা ক্লাউদিয়া বাভেল। ২৯ বছর বয়সী বাভেল অভিযোগ তুলেছেন, ইয়ামাল তাঁর সঙ্গেও সময় কাটাতে চেয়েছিলেন। এমনকি নিজ...
অথচ ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচের শুরুটা ভালোই হয়েছিল চেলসির। ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের খুব কাছে চলে গিয়েছিল ইংলিশ ক্লাবটি। তবে লিয়াম দিলাপের শট ঠেকিয়ে সে যাত্রায় চেলসিকে...
জাতীয় দলগুলোর বিশ্বকাপের পর এবার নতুন ঢংয়ে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ যখন চলমান, সেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবগুলোর পারফরম্যান্স দেখে মনে হবে, যেন এমবাপ্পেকে অনুচ্চারে জবাব দিয়ে চলেছে দুই দেশের...
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিতের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র আন্দোলন। ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছে সংগঠনটি। 
বাংলাদেশের জন্য দুই কিস্তিতে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে, দুই কর্মসূচির চলমান ঋণচুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ...
সিরাজগঞ্জের রায়গঞ্জে চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজান গ্রামে এই ঘটনা হয়। সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ...
আমেরিকার রাস্তায় দেখা গেল ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা’র চালকবিহীন ট্যাক্সি পরিষেবা ‘রোবোট্যাক্সি’। টেক্সাসের অস্টিন শহরের সাউথ কংগ্রেস এলাকায় গত রোববার (২২ জুন) সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.