দরিফাউ জুনিয়র চাইলে এটিকে চাপ ভাবতে পারেন, অথবা ভাবতে পারেন সুবর্ণ সুযোগ। নেইমার তো দীর্ঘ সময়ের জন্যই চোট নিয়ে মাঠের বাইরে চলে গেছেন, কোপা আমেরিকাতেও তাঁকে পাবে না ব্রাজিল। কিন্তু ওয়েম্বলিতে আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দরিফাউ জুনিয়রের চিন্তা তো শুধু এই একটাই নয়!
ইংল্যান্ড ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে দরিফাউ জুনিয়রের অধীনে ব্রাজিলের পথচলা, এ ম্যাচে চোটের কারণে মূল দুই গোলকিপার আলিসন ও এদেরসন, মিডফিল্ডার কাসেমিরো, মূল দুই ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়েস ও মারকিনিওস, উইঙ্গার গাব্রিয়েল মার্তিনেল্লি – এত এত খেলোয়াড়কে চোটের কারণে পাচ্ছেন না দরিফাউ।
তাহলে এটাকে ৬১ বছর বয়সী ব্রাজিল কোচের ‘সুবর্ণ সুযোগ’ ভাবার কী হলো?
সুবর্ণ সুযোগ এ কারণে যে, এত এত খেলোয়াড়ের জায়গায় নতুন অনেককে বাজিয়ে দেখতে পারবেন দরিফাউ। নেইমার-আলিসনরা ফিরলে তো তাঁরা কী করতে পারেন, সেটার জন্য ব্রাজিল কোচকে নতুন করে দেখার দরকার পড়ছে না। কিন্তু এই প্রীতি ম্যাচে নতুনদের কাউকে মনে ধরলে কোপা আমেরিকা – কিংবা ব্রাজিলের মূল লক্ষ্য বিশ্বকাপের আগে নেইমার-আলিসনদের সঙ্গে তাঁদেরও দলে পাবে ব্রাজিল।
তা সেদিকে চোখ রেখে আজ কাদের নিয়ে একাদশ সাজাচ্ছে ব্রাজিল? বিখ্যাত ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তে জানাচ্ছে সে খবর। তাদের হিসাব অনুযায়ী, মূলত ৪-২-১-৩ ছকে দল সাজাতে যাচ্ছেন দরিফাউ। যেখানে লেফট উইংয়ে রেয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস আর রাইট উইংয়ে বার্সেলোনার রাফিনিয়ার সঙ্গে স্ট্রাইকার হিসেবে রেয়াল মাদ্রিদেরই রদ্রিগোকে রাখবেন ব্রাজিল কোচ।
মাঝমাঠে নিউক্যাসলের ব্রুনো গিমারেস আর ওয়েস্ট হ্যামের লুকাস পাকেতার সঙ্গে দরিফাউ সুযোগ দিচ্ছেন উলভারহ্যাম্পটনের জোয়াও নেভেসকে।
রক্ষণেই সবচেয়ে বেশি আনকোরাদের সুযোগ দিতে হচ্ছে ব্রাজিল কোচকে। রাইটব্যাকে তবু চেনা নাম - ইউভেন্তুসের দানিলো, যিনি এই ম্যাচে অধিনায়কও থাকবেন। লেফটব্যাক জেনিত সেন্ত পিতার্সবুর্গের ওয়েন্দেল। আর দুই সেন্টারব্যাক হিসেবে দরিফাউ বেছে নিয়েছেন ফ্লামেঙ্গোর ফাব্রিসিও ব্রুনো ও পিএসজির লুকাস বেরালদোকে। আর গোলপোস্টে? আথলেতিকো পারানায়েন্সের বেন্তো।