সেকশন

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
Independent Television
 

নেইমার চোটে, আলিসন-কাসেমিরোও চোটে, ব্রাজিল আজ নামবে কোন ১১ জনকে নিয়ে

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৭:২৪ পিএম

দরিফাউ জুনিয়র চাইলে এটিকে চাপ ভাবতে পারেন, অথবা ভাবতে পারেন সুবর্ণ সুযোগ। নেইমার তো দীর্ঘ সময়ের জন্যই চোট নিয়ে মাঠের বাইরে চলে গেছেন, কোপা আমেরিকাতেও তাঁকে পাবে না ব্রাজিল। কিন্তু ওয়েম্বলিতে আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দরিফাউ জুনিয়রের চিন্তা তো শুধু এই একটাই নয়!  

ইংল্যান্ড ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে দরিফাউ জুনিয়রের অধীনে ব্রাজিলের পথচলা, এ ম্যাচে চোটের কারণে মূল দুই গোলকিপার আলিসন ও এদেরসন, মিডফিল্ডার কাসেমিরো, মূল দুই ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়েস ও মারকিনিওস, উইঙ্গার গাব্রিয়েল মার্তিনেল্লি – এত এত খেলোয়াড়কে চোটের কারণে পাচ্ছেন না দরিফাউ।

তাহলে এটাকে ৬১ বছর বয়সী ব্রাজিল কোচের ‘সুবর্ণ সুযোগ’ ভাবার কী হলো?

সুবর্ণ সুযোগ এ কারণে যে, এত এত খেলোয়াড়ের জায়গায় নতুন অনেককে বাজিয়ে দেখতে পারবেন দরিফাউ। নেইমার-আলিসনরা ফিরলে তো তাঁরা কী করতে পারেন, সেটার জন্য ব্রাজিল কোচকে নতুন করে দেখার দরকার পড়ছে না। কিন্তু এই প্রীতি ম্যাচে নতুনদের কাউকে মনে ধরলে কোপা আমেরিকা – কিংবা ব্রাজিলের মূল লক্ষ্য বিশ্বকাপের আগে নেইমার-আলিসনদের সঙ্গে তাঁদেরও দলে পাবে ব্রাজিল।

এটাই হতে পারে আজ ব্রাজিলের একাদশ। ছবি: সংগৃহীত

তা সেদিকে চোখ রেখে আজ কাদের নিয়ে একাদশ সাজাচ্ছে ব্রাজিল? বিখ্যাত ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তে জানাচ্ছে সে খবর। তাদের হিসাব অনুযায়ী, মূলত ৪-২-১-৩ ছকে দল সাজাতে যাচ্ছেন দরিফাউ। যেখানে লেফট উইংয়ে রেয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস আর রাইট উইংয়ে বার্সেলোনার রাফিনিয়ার সঙ্গে স্ট্রাইকার হিসেবে রেয়াল মাদ্রিদেরই রদ্রিগোকে রাখবেন ব্রাজিল কোচ।

মাঝমাঠে নিউক্যাসলের ব্রুনো গিমারেস আর ওয়েস্ট হ্যামের লুকাস পাকেতার সঙ্গে দরিফাউ সুযোগ দিচ্ছেন উলভারহ্যাম্পটনের জোয়াও নেভেসকে।

রক্ষণেই সবচেয়ে বেশি আনকোরাদের সুযোগ দিতে হচ্ছে ব্রাজিল কোচকে। রাইটব্যাকে তবু চেনা নাম - ইউভেন্তুসের দানিলো, যিনি এই ম্যাচে অধিনায়কও থাকবেন। লেফটব্যাক জেনিত সেন্ত পিতার্সবুর্গের ওয়েন্দেল। আর দুই সেন্টারব্যাক হিসেবে দরিফাউ বেছে নিয়েছেন ফ্লামেঙ্গোর ফাব্রিসিও ব্রুনো ও পিএসজির লুকাস বেরালদোকে। আর গোলপোস্টে? আথলেতিকো পারানায়েন্সের বেন্তো।

৪৯ বছর বয়সী ব্রাজিলিয়ান কোচের এমন কাণ্ড ঝড় তোলে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে। অধিকাংশের ধারণা ছিল, হয়তো কোথাও ভুল হয়েছে। তবে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুই...
কাম্পেওনাতো পাউলিস্তায় আজ নোভোরিজোন্তিনোর বিপক্ষে সান্তোস গোলশূন্য ড্র করেছে। শুরু থেকে নেমে নেইমার ৭৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। কিন্তু পায়ের জাদু তো পরের কথা, নেইমারকে দেখে সান্তোস সমর্থকদের...
সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে ফাইনাল স্টেজে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। আরেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে...
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে এখনো অবশ্য মেসির আর্জেন্টিনা পয়েন্ট তালিকার শীর্ষেই আছে। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের, দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১২ ম্যাচে ২০। নেইমারকে ছাড়াই মূলত এতদিন...
ইউক্রেন যুদ্ধ বন্ধে অবিলম্বে আলোচনা শুরু করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সৌদি আরবে এ-সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫-এ যোগ দিতে দুবাই পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।‌ বুধবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান বলে জানিয়েছেন...
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলার প্রস্তাব (অফার) করেছেন চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই-কে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির মালিক প্রতিষ্ঠান ওপেনএআই অবশ্য এরুপ কোনো...
আহমদ আল–শারার নেতৃত্ব সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানের মুখে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ৮ ডিসেম্বর রাশিয়ায় পালিয়ে যান। স্বৈরশাসক আসাদের পরিবার প্রায় ২৫ বছর ধরে দেশটি শাসন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.