বর্ণবাদী আচরণ ঠেকাতে করণীয় বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, মেয়েদের ২০২৭ বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব দেওয়া হয়েছে ব্রাজিলকে…ব্যাংককে ফিফার চলমান কংগ্রেসে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ফিফা, আন্তর্জাতিক রাজনীতিতে যা মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ফিলিস্তিন দাবি জানিয়েছে ইসরায়েলকে নিষিদ্ধ করার, সে নিয়ে আজ ফিফার কংগ্রেসে ২১১ সদস্যদেশের সামনে দুই পক্ষের যুক্তি-তর্কও উপস্থাপিত হয়েছে। এরপর ফিফা জানিয়েছে, এ ব্যাপারে কাজ করতে স্বাধীন আইনি পরামর্শকের সাহায্য নেবে তারা। এরপর ইসরায়েলকে নিষিদ্ধ করা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী ২০ জুলাই ফিফার বিশেষ সভাও ডাকা হবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘আপাতত ফিফা আনুষ্ঠানিকভাবে স্বাধীন আইনি পরামর্শকের সাহায্য নেবে, যাঁরা (ফিলিস্তিন অ্যাসোসিয়েশনের) তিনটি অনুরোধ পর্যালোচনা করে দেখবে, এবং এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাতে ফিফার সাংবিধানিক ধারা ঠিকভাবে মেনে চলা হয় সেটা নিশ্চিত করবে।’
এর পরের প্রক্রিয়াও জানিয়ে দিয়েছেন ইনফান্তিনো, ‘আইনি সেই পর্যালোচনার ক্ষেত্রে দুই সদস্য দেশেরই (ফিলিস্তিন ও ইসরায়েল) যুক্তি ও দাবিগুলোকে বিবেচনায় নেওয়া হবে। এরপর সেই পর্যালোচনার ফল এবং সে অনুযায়ী আইনি পরামর্শকের সুপারিশ পাঠানো হবে ফিফার কাউন্সিলে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে, (আইনি পরামর্শকের) সুপারিশ নিয়ে আলাপ-আলোচনা এবং সে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যে আগামী ২০ জুলাইয়ের আগেই একটি বিশেষ ফিফা কাউন্সিলের আহ্বান করা হবে।’
হামাস-ইসরায়েল সংঘর্ষ শুরুর পর থেকে ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলার প্রেক্ষিতে ইসরায়েলি দলগুলোকে যেকোনো ধরনের আয়োজনে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ফিফার ২১১ সদস্য দেশকেই আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশন। কাউন্সিল উপলক্ষ্যে মাসখানেক আগে ফিফার প্রকাশিত নথিতেই সেটা লেখা ছিল। ইসরায়েলকে নিষিদ্ধ করার যুক্তিতে ফিলিস্তিনের ফেডারেশন তুলে ধরেছে মানবাধিকার সংরক্ষণ নিয়ে ফিফার সাংবিধানিক বাধ্যবাধকতার কথা।
তাঁদের দাবিতে আলজেরিয়া, ইরান, জর্ডান, সিরিয়া ও ইয়েমেনের ফেডারেশনের সমর্থন আছে বলেও জানিয়েছে ফিলিস্তিন। তবে আজ ব্যাংককে ফিফার কাউন্সিলে ফিলিস্তিনি অ্যাসোসিয়েশনের নেতা জিব্রিল রাজুব বলেছেন, এই দাবি উত্থাপন করার কারণে তাঁকে জেলে আটকে রাখার হুমকিও দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী!