সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ফিফার কংগ্রেসে সিদ্ধান্ত  

ফিলিস্তিনের দাবি মেনে ইসরায়েলকে ‘একঘরে’ করা হবে? সিদ্ধান্ত ২০ জুলাই

আপডেট : ১৭ মে ২০২৪, ০৮:১৩ পিএম

বর্ণবাদী আচরণ ঠেকাতে করণীয় বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, মেয়েদের ২০২৭ বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব দেওয়া হয়েছে ব্রাজিলকে…ব্যাংককে ফিফার চলমান কংগ্রেসে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ফিফা, আন্তর্জাতিক রাজনীতিতে যা মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ফিলিস্তিন দাবি জানিয়েছে ইসরায়েলকে নিষিদ্ধ করার, সে নিয়ে আজ ফিফার কংগ্রেসে ২১১ সদস্যদেশের সামনে দুই পক্ষের যুক্তি-তর্কও উপস্থাপিত হয়েছে। এরপর ফিফা জানিয়েছে, এ ব্যাপারে কাজ করতে স্বাধীন আইনি পরামর্শকের সাহায্য নেবে তারা। এরপর ইসরায়েলকে নিষিদ্ধ করা হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী ২০ জুলাই ফিফার বিশেষ সভাও ডাকা হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘আপাতত ফিফা আনুষ্ঠানিকভাবে স্বাধীন আইনি পরামর্শকের সাহায্য নেবে, যাঁরা (ফিলিস্তিন অ্যাসোসিয়েশনের) তিনটি অনুরোধ পর্যালোচনা করে দেখবে, এবং এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাতে ফিফার সাংবিধানিক ধারা ঠিকভাবে মেনে চলা হয় সেটা নিশ্চিত করবে।’

এর পরের প্রক্রিয়াও জানিয়ে দিয়েছেন ইনফান্তিনো, ‘আইনি সেই পর্যালোচনার ক্ষেত্রে দুই সদস্য দেশেরই (ফিলিস্তিন ও ইসরায়েল) যুক্তি ও দাবিগুলোকে বিবেচনায় নেওয়া হবে। এরপর সেই পর্যালোচনার ফল এবং সে অনুযায়ী আইনি পরামর্শকের সুপারিশ পাঠানো হবে ফিফার কাউন্সিলে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে, (আইনি পরামর্শকের) সুপারিশ নিয়ে আলাপ-আলোচনা এবং সে অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যে আগামী ২০ জুলাইয়ের আগেই একটি বিশেষ ফিফা কাউন্সিলের আহ্বান করা হবে।’

হামাস-ইসরায়েল সংঘর্ষ শুরুর পর থেকে ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলার প্রেক্ষিতে ইসরায়েলি দলগুলোকে যেকোনো ধরনের আয়োজনে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ফিফার ২১১ সদস্য দেশকেই আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশন। কাউন্সিল উপলক্ষ্যে মাসখানেক আগে ফিফার প্রকাশিত নথিতেই সেটা লেখা ছিল। ইসরায়েলকে নিষিদ্ধ করার যুক্তিতে ফিলিস্তিনের ফেডারেশন তুলে ধরেছে মানবাধিকার সংরক্ষণ নিয়ে ফিফার সাংবিধানিক বাধ্যবাধকতার কথা।

তাঁদের দাবিতে আলজেরিয়া, ইরান, জর্ডান, সিরিয়া ও ইয়েমেনের ফেডারেশনের সমর্থন আছে বলেও জানিয়েছে ফিলিস্তিন। তবে আজ ব্যাংককে ফিফার কাউন্সিলে ফিলিস্তিনি অ্যাসোসিয়েশনের নেতা জিব্রিল রাজুব বলেছেন, এই দাবি উত্থাপন করার কারণে তাঁকে জেলে আটকে রাখার হুমকিও দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী!  

 

মাদ্রিদের এ জয়ে বড় অবদান রেখেছেন থিবো কোর্তোয়া। নর্থ ক্যারোলাইনার শার্টলে গতকাল একের পর এক আক্রমণ করা পাচুকা শট নিয়েছিল ২৫টি, এর ১১টিই ছিল গোলমুখে। তবে গোলবারের নিচে চীনের প্রাচীর তুলে ১০টি সেভ...
জাতীয় দলগুলোর বিশ্বকাপের পর এবার নতুন ঢংয়ে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ যখন চলমান, সেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবগুলোর পারফরম্যান্স দেখে মনে হবে, যেন এমবাপ্পেকে অনুচ্চারে জবাব দিয়ে চলেছে দুই দেশের...
ক্যালিফোর্নিয়ার রোস বোলে প্রায় ৫৪ হাজার দর্শকের সামনে আক্রমণ আর বল দখলে তেমন পাত্তাই পায়নি বোতাফোগে। ম্যাচের ৭৫ শতাংশ বলের দখল রাখা পিএসজির ১৬ শটের বিপরীতে বোতাফোগো শট নিতে পেরেছে ৪টি। উল্লেখ...
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় সোমবার ‘ট্রুথ সোশ্যাল’ নামক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।...
আমেরিকার ঘাঁটিতে হামলার শঙ্কার মধ্যেই কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.