কী অবিশ্বাস্য এক মৌসুমই না কাটাচ্ছে বায়ার লেভারকুসেন। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগা শিরোপা আগেই নিশ্চিত হয়েছিল শাবি আলোসনোর দলের। ইউরোপীয়ান ক্লাব ফুটবলে অপরাজিত থাকার রেকর্ডটাও নিজেদের করে নিয়েছে জার্মান ক্লাবটি। এবার বুন্দেসলিগার রেকর্ড বইটাও নতুন করে লিখতে বাধ্য করেছে লেভারকুসেন।
গতকাল ঘরের মাঠ বে অ্যারেনাতে অগসবুর্গের বিপক্ষে লিগের শেষ ম্যাচে অগসবুর্গকে ২-১ ব্যবধানে হারিয়েছে লেভারকুসেন। বুন্দেসলিগা ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে অপরাজিত থেকে লিগ জেতার রেকর্ডটাও গড়ে ফেলল আলোনসোর দল। পাশাপাশি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুসেনের অপরাজিত যাত্রা দাঁড়াল ৫১ ম্যাচ।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে অন্তত ৩০ ম্যাচের মৌসুমে চলতি শতকে এ নিয়ে তৃতীয়বার অপরাজিত চ্যাম্পিয়ন দেখা মিলল। এর আগে ২০০৩–০৪ মৌসুমে আর্সেনাল ও ২০১১–১২ মৌসুমে ইউভেন্তাস ৩৮ ম্যাচের লিগ জিতেছিল অপরাজিত থেকে।
বর্তমান সময়ে এসে লিগগুলোতে যে হারে প্রতিযোগিতা বেড়েছে, তাতে অপরাজিত থেকে মৌসুম শেষ করা সহজ কথা নয়। লা লিগাতে ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনা একবার অপরাজিত থেকে লিগ জয়ের দ্বারপ্রান্তে গিয়েছিল। কিন্তু ৩৭তম রাউন্ডে দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে স্কোয়াডে না রেখে বিশ্রাম দিয়েছিলেন তৎকালীন বার্সা কোচ ভালভার্দে।
এর মাশুল দিতে হয়েছিল কাতালান ক্লাবটিকে। লেভান্তের বিপক্ষে সে ম্যাচে ৫-৪ ব্যবধানে হেরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করেছিল বার্সা। এ মৌসুমে রেয়াল মাদ্রিদ দুর্দান্ত এক লিগ কাটালেও আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বসায় তাদেরও ইনভিন্সিবল ট্যাগ পাওয়ার কোনো সুযোগ নেই।
এদিকে লেভারকুসেনের রেকর্ডটি চলতি শতাব্দীতে তৃতীয়বার হলেও অন্তত ৩০ ম্যাচের লিগ শুরু হওয়ার পর থেকে হিসেব টানলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া চতুর্থ দল লেভারকুসেন। ১৯৯১-৯২ মৌসুমে সেরি আ-র ৩৪ ম্যাচে অপরাজিত থেকে শিরোপা জিতে প্রথমবার এ রেকর্ড গড়েছিল এসি মিলান।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে অন্তত ৩০ ম্যাচের মৌসুমে প্রথমবার অপরাজিত থেকে মৌসুম শেষ করেছিল পেরুজা। সেরি-আতে ১৯৭৮-৭৯ মৌসুমে দলটি লিগে ৩০ ম্যাচ খেলে একটিতেও হারেনি। কিন্তু এরপরও পয়েন্ট তালিকায় দুইয়ে থেকে মৌসুম শেষ করেছিল বলে অপরাজিত চ্যাম্পিয়নের তালিকায় আসতে পারেনি ইতালির দলটি।
সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানাচ্ছে, অন্তত ৩০ ম্যাচের পরিবর্তে যেকোনো দৈর্ঘ্যের হিসেব ধরলে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে অপরাজিত থেকে মৌসুম শেষ করা অষ্টম দল লেভারকুসেন। যদিও শুরুতে বেশিরভাগ লিগ শেষ হতো ১৮/২০ ম্যাচে।
চলতি মৌসুমে ৩৪ ম্যাচের বুন্দেসলিগায় ২৮ জয় ও ৬ ড্র-র বিপরীতে একটি ম্যাচও হারেনি লেভারকুসেন। লিগে ৯০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করল শাবির দল। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে জার্মান লিগ শেষ করার রেকর্ডটা অল্পের জন্য নিজেদের করে নিতে পারেনি লেভারকুসেন। এর আগে ২০১২-১৩ মৌসুমে শিরোপা জেতার পথে বুন্দেসলিগার রেকর্ড ৯১ পয়েন্ট আদায় করেছিল বায়ার্ন মিউনিখ।
বায়ার্নের এ রেকর্ডটা হাতছাড়া হলেও ক্লাব ইতিহাসে প্রথমবার ট্রেবল জয়ের সুযোগ আছে লেভারকুসেনের সামনে। আগামী ২২ মে ডাবলিনে আতালান্তার বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে খেলবে লেভারকুসেন। এর তিন দিন পর বার্লিনে জার্মান কাপের ফাইনালে এফসি কাইজারস্লটার্নের মুখোমুখি হবে শাবির দল।