কদিন আগেই নিজ দেশকে ইউরো জিতিয়েছেন। ১৭ বছর বয়সে স্পেনের হয়ে ইউরো জিতে রেকর্ডবুকে নিজের নাম লেখানো লামিনে ইয়ামাল এখন অবশ্য স্বস্তিতে নেই। গতকাল রাতে বার্সেলোনার এই তারকা ফুটবলারের বাবাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
ইএসপিএনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্প্যানিশ পুলিশ। ইয়ামালের বাবা মুনির নাসরাউইকে বার্সেলোনার কাছে একটি পার্কিং লটে ছুরিকাঘাত করেছেন দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্সেলোনা থেকে ৩০ কিলোমিটার দূরের মাতারো শহরে মুনিরকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় সময় বুধবার রাত ৯টা ১০ মিনিটের দিকে পুলিশ ডাকা হয় বলে ইএসপিএন তাদের প্রতিবেদনে জানিয়েছে।
অন্যদিকে কেন ইয়ামালের বাবা ছুরিকাঘাতের শিকার হয়েছেন তা জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম ‘লা ভানগার্দিয়া।’ তাদের প্রকাশিত প্রতিবেদন বলছে, মাতারো শহরে কুকুরকে নিয়ে রাস্তায় ঘোরার সময় কিছু স্থানীয় লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয় ইয়ামালের বাবার। যা থেকে ঝগড়ার সূত্রপাত। এরপর মুনিরকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয়। মাটিতে লুটিয়ে পড়া মুনিরকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তিনি বিপদমুক্ত আছেন।
এই ঘটনাটি ধরা পড়েছে একাধিক সিসি ক্যামেরাতে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন আরেক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।