সেকশন

শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
Independent Television
 

প্রথমে খুশি করে পরে গর্তে ফেলা দেওয়া হয়েছে তাদের 

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:৪৩ পিএম

পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর থেকে ম্যানচেস্টার সিটর জন্য চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হয়ে উঠেছিল আনুষ্ঠানিকতার। এর মধ্যেই যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেত দলটি। এই মৌসুম থেকে নতুন ফরম্যাটে শুরু হয়েছে চ্যাম্পিয়নস লিগ। আর তাতে প্রথমবারেই বিপাকে পড়ে গেছে সিটি।

এই মৌসুমে ৩৬ দলের মধ্যে প্রথম ২৪টি দলেরই নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে। বড় দলগুলোকে বাড়তি সুবিধা দিতেই এই সিদ্ধান্ত। এরপরও প্রথম ৬ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে বাদ পড়ার শঙ্কায় পড়ে সিটি। গতকাল পিএসজির বিপক্ষে তাই বাঁচামরার লড়াইয়ে নেমেছিল সিটি। এবং ৫৩ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরে গেছে সিটি। তাতে শীর্ষ ২৪ থেকে ছিটকে গেছে সিটি। 

এমনিতেই পিএসজি-সিটি ম্যাচটি হয়ে উঠেছিল মহারণ। কারণ, পেট্রোডলারে ধন্য অন্য ক্লাব পিএসজির অবস্থাও ছিল করুণ। ৬ ম্যাচ শেষে ৭ পয়েন্ট ছিল পিএসজির। ২০১২ সালের পর থেকে কখনো গ্রুপ পর্ব থেকে বাদ না পড়া পিএসজি ও সিটির লড়াইয়ে গতকাল স্বাগতিক দলই শেষ হাসি হেসেছে।

আগামী ২৯ জানুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে এখন ক্লাব ব্রুগার বিপক্ষে জিততেই সিটিকে। এবং এরপরও অন্য ক্লাবগুলোর ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
মাঝে ভয়ংকর বাজে সময় কাটানো সিটি ঘরোয়া পর্যায়ে সে ধাক্কা কাটিয়ে উঠেছে। সর্বশেষ চার ম্যাচে ২০ গোল করা সিটি অবশ্য গতকাল ব্যাকফুটে ছিল।

গার্দিওলার হতাশা কাটছে না। ছবি: রয়টার্স

বল দখলের রাখার জন্য বিখ্যাত গার্দিওলার দল গতকাল বল দখলে রাখা বা পাস দেওয়া-সবকিছুতেই পিছিয়ে ছিল লুইস এনরিকের পিএসজির বিপক্ষে। সিটির চেয়ে ২৫৯টি বেশি পাস দিয়েছে পিএসজি। নিখুঁত পাস দেওয়াতেও ৯% এগিয়ে ছিল তারা। আর চিটি যেখানে ৩৬ ভাগ সময় বল দখলে রেখেছে, পিএসজি রেখেছে ৬৪ ভাগ সময়!

গার্দিওলা তাই মেনে নিয়েছেন গতকাল পিএসজিই সেরা ছিল, ‘আমরা আমাদের মুহূর্ত পেয়েছি, ওরা ওদের। কিন্তু ওরাই ভালো ছিল। ওরাই দ্রুত খেলেছে, লড়াই জিতেছে, আমরা সেটা সামাল দিতে পারেনি। ওরা খুব দ্রুত ছিল। সেরা দল জিতেছে। আমরা যেমন চেয়েছি, ম্যাচ কখনো এমন ছিল না।’

তবু খেলার ধারার বিপরীতে এগিয়ে গেছে সিটি। ৫০ মিনিটে বদলি নামা গ্রিলিশ গোল করেন। ৩ মিনিট পর হলান্ড ব্যবধান বাড়ান। কিন্তু আরেক বদলি দেমবেলে আবার ৩ মিনিট না যেতেই ব্যবধান কমিয়ে ফেলেন। ৬০ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান বারকোলা। ৭৮ মিনিটে প্রাপ্য গোলটা পান জোয়াও নেভেস। যোগ করা সময়ে জয় নিশ্চিত করেছেন গনসালো রামোস।

গত নভেম্বরে ফেইনুর্ডের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থাকার পরও জিততে ব্যর্থ হয়েছিল সিটি। গতকাল তো হেরেই বসল তারা। সিটি তাই মেনে নিয়েছেন, নকআউটে না যাওয়ার শঙ্কাটা উড়িয়ে দিতে পারছেন না তিনি, ‘এটা হতে পারে। দেখি না। ব্রাগার বিপক্ষে জিততে না পারলে এটা আমাদের প্রাপ্য না। সব অ্যাওয়ে ম্যাচই কঠিন। কিন্তু এটাই বাস্তবতা, আমরা যথেষ্ট পয়েন্ট পাইনি।’ 

দুই দফা এগিয়ে গিয়েও ড্রয়ের ম্যাচে দুটো অনাকাঙ্ক্ষিত রেকর্ডে যুক্ত হয়েছে গার্দিওলার নাম। দীর্ঘ ১৭ বছরের কোচিং ক্যারিয়ারে এই প্রথম লিগে এক মৌসুমে ৪০ গোল হজম করল তাঁর দল। সেখানেই শেষ নয়, তাঁর অধীনে...
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে গতকাল আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে রেয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ২-২ ব্যবধানে শেষ হওয়া ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তের দেখা মিলেছে পেনাল্টি...
গতকাল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে রেয়াল মাদ্রিদ। প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতেছিল মাদ্রিদ। গতকাল দ্বিতীয় লেগে ওয়ান্দা মেত্রোপলিতানোয় নির্ধারিত...
গতকাল রাতে মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আয়েশি এক জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, বেনফিকাকে কাল দ্বিতীয় লেগে হারিয়েছে ৩-১ গোলে (দুই লেগ মিলিয়ে জয় ৪-১ ব্যবধানে)। অন্য দিকে...
২০২২ সালে রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা শুরু করে তখন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও উদ্বিগ্ন কণ্ঠে বলেছিলেন, ‘আজ ইউক্রেন আক্রান্ত হয়েছে, আগামীকাল পূর্ব এশিয়া আক্রান্ত হতে...
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধ্য টিয়াখালী গ্রামে সুদের টাকা পরিশোধ করতে না পেরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ৪০ বছরের যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই মেয়ের ফুফু জোর করে এই বিয়ে দিয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.