সেকশন

শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
Independent Television
 

টাকা কামানোয় মাদ্রিদ সেরা, বার্সাকে টানছে তাদের মেয়েরা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম

বিশ্বের প্রথম ক্লাব হিসেবে এক মৌসুমে এক শ কোটি রুপি আয় করার রেকর্ড গড়েছে রেয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ মৌসুমে ১০৪ কোটি ৫৫ লাখ ইউরো আয় করেছে। আর তাতেই ম্যানচেস্টার সিটির কাছ থেকে সবচেয়ে বেশি আয় করা ক্লাবের মুকুট ফিরিয়ে নিয়েছে তারা।

২০২৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী সিটি ৮৩ কোটি ১০ লাখ ইউরো আয় করে ডেলয়েট ফুটবল মানি ক্লাবের শীর্ষে উঠেছিল। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খোয়ালেও আয় ঠিকই বেড়েছে সিটির। তবে ৮৩ কোটি ৩৮ লাখ ইউরো আয় করলেও মাদ্রিদের ধারেকাছে নেই তারা।

গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে মাদ্রিদ। পুনর্নির্মিত সান্তিয়াগো বের্নাবেউ থেকে ম্যাচ ডের টিকিট ও স্মরণিকা বিক্রি বাবদ আয়ও বেড়েছে অনেক। ডেলয়েট বলছে, গত মৌসুমে ম্যাচ ডে আয় আগের বছরের দ্বিগুণ হয়ে ২৪ কোটি ৮০ লাখ ইউরো হয়েছে। এছাড়া নতুন স্পন্সরশীপ ও স্মরণিকা বিক্রি বাবদ ৪৮ কোটি ২০ লাখ ইউরো আয় করেছে মাদ্রিদ।

এদিকে সিটির আয় বাড়লেও ইতিহাসে এই প্রথম শীর্ষে থাকা দলের সঙ্গে দ্বিতীয় দলের ব্যবধান এত বেশি (২০ কোটি ৮০ লাখ ইউরো) ছিল না। এরপরই আছে পিএসজি (৮০ কোটি ৬০ লাখ), ম্যানচেস্টার ইউনাইটেড (৭৭ কোটি ১০ লাখ) ও বায়ার্ন মিউনিখ (৭৬ কোটি ৫০ লাখ)।

৬ কোটি ৩০ লাখ ইউরো আয় কমেছে বার্সেলোনার। তাতে ছয়ে নেমেছে তারা (৭৬ কোটি ৩ লাখ ইউরো)। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করতে না পারায় লিভারপুল, টটেনহাম ও চেলসির আয় কমেছে। তবু শীর্ষ দশে আছে তারা। শীর্ষ দশের ছয়টি ক্লাবই ইংল্যান্ডের। শীর্ষ দশে জায়গা হয়েছে আরও তিন ইংলিশ ক্লাবের।

মজার ব্যাপার মাদ্রিদ শীর্ষে থাকলেও শীর্ষে বিশে মাত্র তিনটি স্প্যানিশ ক্লাব আছে। ৪০ কোটি ৯৫ লাখ ইউরো নিয়ে ১২তম অবস্থানে আতলেতিকো মাদ্রিদ। ইতালি ও ফ্রান্সেরও আছে তিনটি করে ক্লাব। বাকি দুটি ক্লাব জার্মানির।

এদিকে মেয়েদের ক্ষেত্রে টানা তৃতীয়বারের মতো আয়ের শীর্ষে বার্সেলোনা। এক মৌসুমে ২৬% আয় বেড়ে ১ কোটি ৭৯ লাখ ইউরো আয় করেছে বার্সা ফেমেনি। প্রায় কাছাকাছি অঙ্ক নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। শীর্ষ পাঁচের বাকি ক্লাবগুলোও এই দুই দেশের- চেলসি (১ কোটি ৩৪ লাখ), ম্যান ইউনাইটেড (১ কোটি ৭ লাখ) ও মাদ্রিদ (১ কোটি ৫ লাখ)।

আজ থেকে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মাঠে গড়াচ্ছে। আন্তর্জাতিক ম্যাচের এই উইন্ডোর জন্য ইউরোপের বিভিন্ন দেশের প্রথম সারির ক্লাব ফুটবল ২৮ মার্চ পর্যন্ত বিরতিতে থাকবে। তবে সেই বিরতির মাঝেই...
প্রথমার্ধের শেষ মুহূর্তে হুলিয়ান আলভারেস ও ৭০ মিনিটে আলেক্সান্দার সরলথের গোলে এগিয়ে গিয়েছিল আতলেতিকো। পরের গল্পটা শুধুই বার্সেলোনার। ৭২ মিনিটে লেভানদফস্কির গোলে ব্যবধান কমানোর ৬ মিনিট পর স্কোরলাইন...
দুই দফা এগিয়ে গিয়েও ড্রয়ের ম্যাচে দুটো অনাকাঙ্ক্ষিত রেকর্ডে যুক্ত হয়েছে গার্দিওলার নাম। দীর্ঘ ১৭ বছরের কোচিং ক্যারিয়ারে এই প্রথম লিগে এক মৌসুমে ৪০ গোল হজম করল তাঁর দল। সেখানেই শেষ নয়, তাঁর অধীনে...
জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ শেষে টানা সূচির ধকল নিয়ে আবারও ক্ষোভ ঝেড়েছেন আনচেলত্তি। মাদ্রিদ কোচ বলেছেন, ‘আমার মনে হয় এটাই শেষ ম্যাচ, যেখানে আমরা (দুই ম্যাচের মধ্যবর্তী সময়) ৭২ ঘণ্টার আগে খেলতে নেমেছি।...
দেশের বাজারে নতুন দুটি স্মার্টফোন নিয়ে এলো শাওমি। ঈদকে সামনে রেখে আনা ফোন দুটি হলো- রেডমি নোট ১৪ প্রো এবং শাওমি রেডমি এ৫। ২০ মার্চ রাজধানীর এক অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই স্মার্টফোন...
শুধু নেইমারই নন, প্রাথমিক দলে থাকা গোলকিপার এদেরসন ও রাইটব্যাক দানিলোকেও আগেই চোটের কাছে হারায় ব্রাজিল। তবু আজ ভিনিসিয়ুস, রাফিনিয়াদের ঔজ্জ্বল্যে কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিল স্বস্তির নিশ্বাস ফেলার কথা...
গরমকাল আসতে না আসতেই ফ্যাশন দুনিয়ায় বইছে নতুন হাওয়া। চাঙ্কি স্নিকার্সের দিন বুঝি শেষ! এখন রাস্তায় রাজত্ব করছে স্লিম সোল স্নিকার্স। অ্যাডিডাসের সাম্বা ও পুমার স্পিডক্যাটের মতো রেট্রো স্টাইলের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.