কী অদ্ভুত উপায়েই না ম্যাচটার আগে আলোচনায় চলে এলেন সের্হিও আগুয়েরো!
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগে গতকাল ইতিহাদে মুখোমুখি হলো ম্যানচেস্টার সিটি আর রেয়াল মাদ্রিদ। ম্যাচের আগে হঠাৎ ভাইরাল হয়ে গেল আগুয়েরোর বলে দাবি করা এক উক্তি। ইংল্যান্ডে ম্যান সিটি আর স্পেনে রেয়াল মাদ্রিদের দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব আতলেতিকো মাদ্রিদ আর বার্সেলোনায় খেলা আর্জেন্টাইন সাবেক স্ট্রাইকার নাকি দাবি করেছেন, রেয়াল মাদ্রিদ ম্যান সিটিকে হারাতে পারলে তিনি অন্ডকোষ ফেলে দেবেন!
দুবার এগিয়ে যাওয়া সিটিকে শেষ পর্যন্ত রেয়াল মাদ্রিদ তো ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। এরপর থেকে সিটি আর মাদ্রিদের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত হওয়ার সম্ভাবনা নিয়ে যত আলোচনা কিংবা গতকালের ম্যাচ নিয়ে যত বিশ্লেষণ হয়েছে, তার চেয়ে বেশি আলোচনায় আগুয়েরো। বলা বাহুল্য, ট্রলের বিষয়বস্তু হয়েই আলোচনায় তিনি!
কিন্তু আগুয়েরো কি আসলে কথাটা বলেছেন? বা বললেও আসলে কী বোঝাতে চেয়েছিলেন?
এ নিয়ে বিস্তারিত জানিয়েছে ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ট্রিবিউনা। প্রথমত আগুয়েরো যে কথাটা বলেছেনই, এর সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই বলে দাবি করেছে ওয়েবসাইটটি। গতকাল থেকে ছড়িয়ে পড়ে যে, আগুয়েরো নিজের পডকাস্টে বলেছেন, ‘রেয়াল মাদ্রিদ সিটিকে হারাতেই পারবে না। যদি ওরা সিটিকে হারায়, আমি তাহলে আমার অন্ডকোষ ফেলে দেব।’
অদ্ভুত বাজি! তবে কোন পডকাস্টে বলেছেন, সেটি নিয়ে কিছুটা সংশয় থেকেই যায়। আর যদি কথাটা বলেও থাকেন, তাহলে আসলে কি এটাই বলেছেন আগুয়েরো?
এখানে একটা কথার আঞ্চলিক অর্থের ভিন্নতা চলে আসে। আগুয়েরো স্প্যানিশে যা বলেছেন বলে দাবি করা হচ্ছে, সে কথাটা হলো, ‘…মে কোর্তো লাস পেলোতাস।’ কথাটা আক্ষরিক অনুবাদ করলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিসর্জনের কথাই আসে। তবে কথাটার আঞ্চলিক তাৎপর্য ভিন্ন। আর্জেন্টাইনরা এটা হরহামেশাই বলেন কোনো কিছুই হবেই কিংবা হবেই না এমনটা জোর দিয়ে বোঝাতে। কোনো কিছু হবেই বলে নিশ্চিত, এমন ক্ষেত্রে ইংরেজিতে যেমন ওটা না হলে ‘আই ইউল কিল মাইসেলফ’ জাতীয় বাক্য বলা হয়, তেমনই একটা কথার কথা হিসেবে আর্জেন্টিনায় প্রচলিত একটা উক্তি এটি। বাজি ধরা অর্থে কথাটা বোঝানো হয় না সাধারণত।
তবে রেয়াল মাদ্রিদ ভক্তদের এত বুঝতে বয়েই গেছে! আগুয়েরো বলেছেন কথাটা, এরপর রেয়াল মাদ্রিদই যেহেতু জিতেছে, ট্রল করতে আর কী লাগে!
তা শেষ পর্যন্ত আগুয়েরোর অঙ্গহানি নিয়ে আলোচনা বাদ দিলেও গত রাতে রেয়াল মাদ্রিদের জয়ে আগুয়েরো সত্যিই কিছু হারিয়েছেন – অর্থ! সিটির জয় নিয়ে অতি-আত্মবিশ্বাসী আগুয়েরো ১০ হাজার ডলার বাজি ধরেছিলেন সিটির জয়ের ওপর। সেটাও গচ্চা গেছে।
এর বাইরে ফুটবল মাঠেও একটা রেকর্ডে পিছিয়ে পড়েছেন আগুয়েরো, সেটা তাঁর সাবেক ক্লাব সিটিরই স্ট্রাইকার আর্লিং হলান্ডের কাছে। গতকাল সিটির দুটি গোলই করা হলান্ডের চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারের ৪৮ ও ৪৯তম গোল ছিল সে দুটি। চ্যাম্পিয়নস লিগে এতদিন আগুয়েরোর সমান ৪৭ গোল ছিল হলান্ডের। গতকালের দুই গোলে আগুয়েরোকে ছাপিয়ে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইব্রাহিমোভি ও আলফ্রেদো দে স্তেফানর সঙ্গে যৌথভাবে ১৩ নম্বরে উঠে এসেছেন হলান্ড। ৪৭ গোল নিয়ে আগুয়েরো পড়ে রইলেন ইউসেবিওর সঙ্গে যৌথভাবে তালিকার ১৬ নম্বরে।