সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
Independent Television
 

বার্সা তো আরামে আছে, রেয়াল মাদ্রিদ পড়েছে দুশ্চিন্তায়   

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৮:০৭ পিএম

কিলিয়ান এমবাপ্পে কি খেলবেন আজ রেয়াল মাদ্রিদের হয়ে? খেললেও শুরু থেকেই খেলতে পারবেন?

আতলেতিকো মাদ্রিদের মাঠে আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের আগে এই প্রশ্নগুলোই এখন দুশ্চিন্তায় ফেলে দিয়েছে রেয়াল মাদ্রিদের ভক্তদের। প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়নস লিগে এখন আর অ্যাওয়ে গোলের নিয়ম নেই বলে অবশ্য আতলেতিকোর গোলটা আলাদা খাতির পাচ্ছে না। তবে আতলেতিকোর মাঠে তো খেলতে হবে! সেখানে এমবাপ্পের মতো বড় অস্ত্রকে নিয়ে অনিশ্চয়তা রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির কপালে ভাঁজ না ফেলে পারে না।

একদিকে গতকাল রাতে মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আয়েশি এক জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, বেনফিকাকে কাল দ্বিতীয় লেগে হারিয়েছে ৩-১ গোলে (দুই লেগ মিলিয়ে জয় ৪-১ ব্যবধানে)। অন্য দিকে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকোর বিপক্ষে মাদ্রিদকে কিনা গোলের জন্য দলের সবচেয়ে বড় ভরসাকে নিয়েই দুশ্চিন্তায় থাকতে হচ্ছে!

যদিও সংবাদমাধ্যম ইএসপিএন যা জানাচ্ছে, তাতে বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটার আগে মাদ্রিদ সমর্থকদের উদ্বেগ কিছুটা কমতে পারে। সূত্রের কাছ থেকে পাওয়া তথ্য জানিয়ে ইএসপিএন লিখেছে, এমবাপ্পে খেলবেন, এবং শুরু থেকেই খেলবেন।

গত রোববার লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে মাদ্রিদের ২-১ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছেন এমবাপ্পে। গতকাল মঙ্গলবারও দলের সঙ্গে অনুশীলন করেননি ফরাসি ফরোয়ার্ড। ইএসপিএন লিখেছে, আজ ম্যাচের আগে শেষ মুহূর্তে এমবাপ্পের ফিটনেস টেস্ট হবে। তাতে টিকে গেলেই একাদশে থাকবেন এমবাপ্পে।

এমবাপ্পে অবশ্য আজ বুধবার মাদ্রিদের ভালদেবেবাস ট্রেইনিং গ্রাউন্ডে অনুশীলনের একটি ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে। যা তাঁকে মাদ্রিদের একাদশে দেখতে পাওয়ার আশা আরও বাড়িয়েছে মাদ্রিদ সমর্থকদের।

প্রথম লেগে রদ্রিগোর গোলে এগিয়ে যায় মাদ্রিদ, এরপর হুলিয়ান আলভারেসের গোলে সমতায় ফেরে আতলেতিকো। তবে ব্রাহিম দিয়াসের গোল শেষ পর্যন্ত হয়ে থাকে মাদ্রিদের জয়সূচক। তবে সে ম্যাচে এমবাপ্পে ছিলেন নিষ্প্রভ, যা নিয়ে মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি বলেছিলেন, ‘টানা দুই ম্যাচ গোল না পাওয়ার পর ওর জন্য দিনগুলো কঠিন যাচ্ছে, এমন আলাপ যে করতে হচ্ছে, এটাই অবিশ্বাস্য। কিলিয়ানের কারও কাছ থেকে পরামর্শের দরকার নেই। ও এরই মধ্যে অনেক গোল করেছে, আরও অনেক গোল করবে।’

এই মৌসুমেই মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পে লস ব্লাঙ্কোসের হয়ে চ্যাম্পিয়নস লিগে বলার মতো পারফরম্যান্স উপহার দিয়েছেন শেষ ষোলোর প্লে-অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, যেখানে সান্তিয়াগো বের্নাবাউয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এরপর রোববার লিগে রায়োর বিপক্ষেও গোল পেয়েছেন এমবাপ্পে, যে গোল নিয়ে মৌসুমে মাদ্রিদের জার্সিতে তাঁর গোলের সংখ্যা হয়েছে ২৯টি।

জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচ শেষে টানা সূচির ধকল নিয়ে আবারও ক্ষোভ ঝেড়েছেন আনচেলত্তি। মাদ্রিদ কোচ বলেছেন, ‘আমার মনে হয় এটাই শেষ ম্যাচ, যেখানে আমরা (দুই ম্যাচের মধ্যবর্তী সময়) ৭২ ঘণ্টার আগে খেলতে নেমেছি।...
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে গতকাল আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে রেয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ২-২ ব্যবধানে শেষ হওয়া ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তের দেখা মিলেছে পেনাল্টি...
সাংবাদিকদের প্রশ্ন সিমেওনের
রেয়াল মাদ্রিদের বিপক্ষে হার মেনে নিতে এমনিতেই কষ্ট হয় দিয়েগো সিমেওনের। বায়ার্ন মিউনিখের পর কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নস লিগের নকআউটে হেরে যাওয়ার রেকর্ড গড়ার পর নিজের রাগ...
গতকাল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে রেয়াল মাদ্রিদ। প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতেছিল মাদ্রিদ। গতকাল দ্বিতীয় লেগে ওয়ান্দা মেত্রোপলিতানোয় নির্ধারিত...
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াই শ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি...
আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির...
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.