আগের লেগে রেয়াল সোসিয়েদাদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল ম্যান ইউনাইটেড। ইউরোপা লিগের কোয়ার্টারে উঠতে ঘরের মাঠে ফিরতি লেগে তাই জয়ের বিকল্প ছিল না রেড ডেভিলদের। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে ফিরতি লেগের শুরুতেই বড় ধাক্কা খায় রুবেন আমোরিমের দল। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ১০তম মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওইয়ারসাবালের গোলে পিছিয়ে পড়ে ম্যান ইউনাইটেড। ম্যাচের তখনো ৮০ মিনিট বাকি থাকলেও ইংলিশ ক্লাবটির শেষ আটের স্বপ্ন ধূসর হতে থাকে।
তবে সেই স্বপ্নকে বেশিক্ষণ রংহীন থাকতে দেননি ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। খাদের কিনারে দাঁড়িয়ে দলের ত্রাতা হয়ে ওঠেন পর্তুগিজ মিডফিল্ডার। তুলে নেন দারুণ এক হ্যাটট্রিক। ফের্নান্দেসের হ্যাটট্রিকের সঙ্গে দিয়োগো দালোতের যোগ করা সময়ের গোলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। তাতে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আমোরিমের দল।
দলের প্রয়োজনের সময় এমন দুর্দান্ত পারফম্যান্সের পর কোচের প্রশংসায় ভাসছেন ফের্নান্দেস। পর্তুগিজ তারকাকে সেরা অধিনায়ক উল্লেখ করে আমোরিম জানিয়েছেন, ফের্নান্দেসকে শিরোপার স্বাদ এনে দিতে সহযোগিতা করবে তাঁর দল।
শুধু এ ম্যাচ নয়, গত কয়েক ম্যাচ ধরেই ইউনাইটেডকে বলতে গেলে একাই টানছেন ফের্নান্দেস। ক্লাবটির সর্বশেষ ১৩ গোলের ১১টিতেই প্রত্যক্ষ অবদান রেখেছেন তিনি। ক্লাবের হয়ে সর্বশেষ ৬ ম্যাচেই গোলের দেখা পেয়েছেন।
সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচেও পর্তুগিজ মিডফিল্ডারের এমন চোখধাঁধানো পারফরম্যান্সের পর আমোরিম বলেছেন, ‘আমরা ইতোমধ্যে অনেকবার ফের্নান্দেসকে নিয়ে কথা বলেছি। আমরা জানি যে, কখনো কখনো ও হতাশ হয়ে যায়। এটাও জানি, ও খুব করে জিততে চায়। এ কারণে যখন সবকিছু ঠিকঠাক যায় না, তখন বল পেতে পজিশন পরিবর্তন করেন। কখনো কখনো ওকে সতীর্থদের ওপর বিশ্বাস রাখতে হয়। কিন্তু আমাদের দরকারে ওকে সবসময় পাওয়া যায়।’
ম্যান ইউনাইটেড কোচ যোগ করেন, ‘ও বল পায়ে এগোতে পারে, গোল করতে পারে, রক্ষণ সামলাতে পারে। ও আমাদের দলের জন্য পারফেক্ট অধিনায়ক এবং ওকে শিরোপা জিততে আমাদের সহযোগিতা করতে হবে।’
এদিকে ফের্নান্দেসের হ্যাটট্রিকে ইউনাইটেড যেমন প্রত্যাবর্তনের গল্প লিখেছে, তেমনি রোমার স্বপ্ন ভেঙে ইউরোপা লিগের শেষ আটে উঠে গেছে অ্যাথলেটিকো বিলবাও। এর আগে প্রথম লেগে ইতালিয়ান ক্লাবটির মাঠে ২-১ ব্যবধানে হেরেছে বিলবাও। তবে ফিরতি লেগে নিকো উইলিয়ামসের জোড়া গোলে ঘরের মাঠে ৩-১ ব্যবধানের জয় তুলে নেয় স্প্যানিশ ক্লাবটি। তাতে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানের জয়ে কোয়ার্টারের টিকিট পায় বিলবাও।