সেকশন

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
Independent Television
 

রামোসের লাল কার্ড

অন্য দেশে গেলেন ঠিকই, তাঁর অভ্যাসটা গেল না

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৮:৪৫ পিএম

গত দেড় দশকে বিশ্বের সেরা ডিফেন্ডারদের তালিকায় তাঁর নাম ওপরের সারিতেই থেকেছে। শুধু ডিফেন্ডিং কেন, প্রতিপক্ষ বক্সে গিয়ে কর্নার বা ফ্রি-কিকে হেডে গোল করাতেও যে সের্হিও রামোসের জুড়ি মেলা ভার। ২০১৪ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ৯৩তম মিনিটে রামোসের এক হেড থেকেই পরের দশকে চ্যাম্পিয়নস লিগে রেয়াল মাদ্রিদের অবিশ্বাস্য যাত্রার শুরু!

তবে এই ডিফেন্ডিং আর গোল করার দক্ষতার পাশাপাশি আরেকটি কারণেও নিয়মিত খবরের শিরোনামে ছিলেন রামোস – লাল কার্ড দেখে। কখনো কড়া ট্যাকল করে, কখনোবা মেজাজ হারিয়ে লাথি-ঘুষি মেরে। ৩৮ বছর বয়সে এখন স্পেন ছেড়ে মেক্সিকোর ক্লাব মন্তেরেইতে খেলছেন রামোস, কিন্তু সেখানেও অভ্যাসটা বদলায়নি।

গতকাল মেক্সিকোর লিগে পুমাস ইউএনএএমের বিপক্ষে মন্তেরেইয়ের ৩-১ গোলে জয়ের ম্যাচে ৯২তম মিনিটে লাল কার্ড দেখেছেন রামোস। মন্তেরেইয়ের জার্সিতে তাঁর প্রথম লাল কার্ড এটি, পেশাদার ক্যারিয়ারের ৩০তম।

ম্যাচজুড়েই বেশ কয়েকবার প্রতিপক্ষের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়ান রামোস। তবু ৯০ মিনিট পার করে যখন যোগ করা সময়ের খেলা চলছিল, মন্তেরেই সমর্থকেরা হয়তো ভেবেছিলেন, এই ম্যাচটা ভালোয় ভালোয় পার হয়ে গেল বুঝি! আর হলো কই!

যোগ করা সময়ে, মন্তেরেই যখন ৩-১ গোলে এগিয়ে, তখন পুমাসের গিয়ের্মো মার্তিনেসকে অযথাই লাথি মারেন রামোস। তা-ও কখন? যখন বল এরই মধ্যে টাচলাইনের বাইরে চলে গেছে! পড়বি তো পড় মালির ঘাড়ে – সহকারী রেফারি তখন অকুস্থলেই দাঁড়ানো। তিনি মূল রেফারিকে জানান, মূল রেফারি এসেই লাল কার্ড দেখিয়ে দেন রামোসকে।

তাতে লাল কার্ডের সংখ্যায় ৩০-এর ঘরে যাওয়ার ‘মাইলফলক’ ছোঁয়া হয়ে গেল রামোসের। রেয়াল মাদ্রিদে ২৬টি, পিএসজিতে ২টি আর সেভিয়ায় ১টি লাল কার্ড দেখেছিলেন এর আগে। আশ্চর্যজনক মনে হতে পারে, স্পেনের জার্সিতে কখনো লাল কার্ড দেখেননি রামোস।

সেভিয়ায় শুরু ক্যারিয়ারে ২০০৫ সাল থেকে ১৬টি সাফল্যে মোড়ানো বছর রেয়াল মাদ্রিদে কাটিয়ে রামোস গিয়েছিলেন পিএসজিতে, খেলেছেন মেসি-নেইমার-এমবাপ্পের সঙ্গে। সেখানে দুই বছর কাটিয়ে আবার ফেরেন স্পেনে, নিজের প্রথম ক্লাব সেভিয়ায়। তবে এক বছরই ছিলেন। গত মৌসুম শেষে সেভিয়ার সঙ্গে চুক্তিটা আর নবায়ন না হওয়ায় ‘ফ্রি এজেন্ট’ হয়ে পড়েন রামোস। এর মধ্যে সৌদি আরব, যুক্তরাষ্ট্র – এমনকি মাঝে নভেম্বর-ডিসেম্বরে একের পর এক সেন্টারব্যাকের চোটের কারণে ঝামেলায় পড়া রেয়াল মাদ্রিদের সঙ্গে দলবদলের গুঞ্জনে তাঁর নাম জড়ালেও রামোসের আর কোথাও যোগ দেওয়া হয়নি। শেষ পর্যন্ত গত ফেব্রুয়ারিতে যোগ দেন মন্তেরেইয়ে।

সেখানেই ভালোই খেলছিলেন। রক্ষণের পাশাপাশি গোলস্কোরিংয়ে দক্ষতার প্রমাণ রেখে চলছিলেন। চার ম্যাচেই ৩ গোল করে ফেলেছেন। লাল কার্ড দেখা আর বাকি থাকে কেন!

শেষ মুহূর্তে ভালভার্দের গোলে জয় মাদ্রিদের
নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় মনে হয়েছিল, অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে কার্লো আনচেলত্তির দলকে। তবে সে শঙ্কা উড়িয়ে দিয়েছেন ফেদেরিকো ভালভার্দে। যোগ করার সময়ের...
আর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হারের পর রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করে নিয়েছেন, নিজের ভবিষ্যৎ এখন আর তাঁর হাতে নেই। এমনকি আজও ছাঁটাই হতে পারেন তিনি। এই...
গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হেরেছে রেয়াল মাদ্রিদ। দুই লেগের ১৮০ মিনিটে কখনোই মনে হয়নি মাদ্রিদ এই দ্বৈরথে এগিয়ে আছে। এর পেছনে কোচ কার্লো...
ম্যাচটা সান্তিয়াগো বার্নাব্যু বলেই যা একটু আশা ছিল, না হলে প্রথম লেগে ৩-১০ গোলে হেরে যাওয়ার পরই রেয়াল মাদ্রিদের সম্ভাবনা শেষ বলে ধরে নেওয়া উচিত ছিল। গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে...
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবি করে মধ্যরাতে শাহবাগ অবরোধ করেছে একদল শিক্ষার্থী। ‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’ নামের এ কর্মসূচিতে অংশ নেওয়ারা ঢাকা...
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন জানান, শহিদুল নামের এক ব্যক্তির মাধ্যমে তারা কক্সবাজার আসে। এরপর শহিদুল কৌশলে ছয়জনকেই টেকনাফ নিয়ে আটকে রাখে।
ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবে প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার দোহায় এ তথ্য নিশ্চিত করেন।  
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত হচ্ছে বর্ণিল বৈশাখী মেলা। আগামী ২৬ এপ্রিল, শনিবার কুয়ালালামপুর মহারাজা লেলা মনোরেল স্টেশনের পাশে কুয়ালালামপুর ও সেলাঙ্গর চাইনিজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.