কেন তুলনাটা করতেই হবে, সে এক বড় প্রশ্ন বটে।
সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই তর্কসাপেক্ষে সবচেয়ে বড় তারকা। বিশ্বজুড়ে বাংলাদেশের ক্রিকেটের মুখও বাঁহাতি অলরাউন্ডার। বিপরীতে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো ফুটবলার, বাংলাদেশের জার্সিতে তাঁকে পাওয়াই এতদিন ছিল স্বপ্নের মতো। সেই হামজা বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছেন, অপেক্ষাটা বছর-মাস ঘুরে এখন দিনের হিসেবে আসতে আসতে এ দেশের ক্রীড়াপ্রেমীদের অনেকে তুলনায় মেতেছেন – কে বড় তারকা, সাকিব না হামজা!
সে তুলনায় দোষ নেই। তবে খেলাটা যখন ভিন্ন, সাকিব আর হামজার বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর পথে চলার গল্পটা যখন দুই রকম, বাংলাদেশের জার্সিতে দুজনের গল্পটাও যখন একেবারে বিপরীতমুখী – সাকিবকে বাংলাদেশের জার্সিতে আর দেখতে পাওয়ার সম্ভাবনাই শূন্যের কোঠায়, আর হামজার বাংলাদেশের জার্সিতে ম্যাচের সংখ্যাই এখনো শূন্য… সে ক্ষেত্রে এই তুলনা নিয়ে বাড়াবাড়ির কারণও নেই। হামজাও সেভাবেই ভাবেন।
ক্রীড়ামোদিদের মন হয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্ক জাগানো তুলনাটা আজ সাংবাদিকের প্রশ্ন হয়ে গেল হামজার সামনেই। হামজা অবশ্য এই তুলনাতে যেতেই রাজি নন। তাঁর সোজা উত্তরে মিলল পরিমিতিবোধের প্রমাণ, ‘আমার মনে হয় না ওখানে গেছি এখনো। সাকিব আল হাসান মেগাস্টার। তিনি বিশ্ব পর্যায়ে অনেক বছর দাপট দেখিয়েছেন। আমার মনে হয় না (তাঁর সঙ্গে তুলনা করা ঠিক)।’