‘আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। যার মাঝে অনেক সম্ভবনা আছে, তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করত আমার বিশ্বাস। এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেওয়াতে জানি না ভবিষ্যতে ফাহমিদুল লাল সবুজের জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কিনা সেটা দেখার বিষয়?’- হতাশ হয়ে এভাবেই ফেসবুক পোস্ট দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য।
বাংলাদেশের ফুটবল অঙ্গন গতকাল ছিল হামজা চৌধুরী-ময়। তবে একদিন বাদে আজ ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামের দলে না থাকা সমর্থকদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। সাবেক ফুটবলার থেকে ধরে ফুটবলপ্রেমী সবাইকে অবাক করেছে এমন সিদ্ধান্ত। ফাহামেদুলকে দলে না রাখায় বাফুফে ভবনের সামনে ফুটবলপ্রেমীরা বিক্ষোভের ডাকও দিয়েছেন।
এশিয়ান বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলের চূড়ান্ত স্কোয়াডে যোগ না দিয়েই ফাহামেদুল সৌদি আরবের ক্যাম্প থেকে ইতালি চলে গেছেন। কোচ হ্যাভিয়ের কাবরেরা গণমাধ্যমকে জানিয়েছেন, ফাহামেদুলের বয়স কম, মানিয়ে নিতে সময় লাগবে বলেই আপাতত নেই। এরপর আবার একবার চোটের কথা বলে আরেকবার শৃঙ্খলাভঙ্গের কথা বলে সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বাফুফে।
এর প্রতিক্রিয়ায় বাফুফে ভবনের সামনে বিক্ষোভের ডাক দেয় ফুটবলপ্রেমীরা। বিক্ষোভ যখন চলমান তখন নিজের ইনস্টাগ্রামে ফাহামেদুলকে নিয়ে একটি স্টোরি দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন কোচ হ্যাভিয়ের কাবরেরার নামের একটি ইনস্টাগ্রাম আইডি।
ফাহামেদুলের ছবি পোস্ট করে তিন ঘণ্টা আগে সেই পোস্টে লেখা, ‘ফাহামেদুল শিগগিরই ফিরবে।’
এমন পোস্ট আলোচনার জন্ম দিলেও ফাহামেদুলের দলে ফেরা নিয়ে এখন পর্যন্ত বাফুফে কোনো মন্তব্য করেনি। এর মধ্যেই কাবরেরার আইডি থেকে আরও দুটি স্টোরি পোস্ট করা হয়। প্রথম স্টোরিতে লেখা হয়, ‘সমস্যা নেই খুব দ্রুত ভালো খবর শুনবেন আপনারা। এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই। স্প্যাম করবেন না। আমি হাভিয়ের না। আমি অ্যাকাউন্ট ম্যানেজার। আমি কিছু বদলাতে পারব না। হাভিয়েরের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।’
সমর্থকদের টানা কমেন্টে পরের স্টোরিতে লেখা হয়, ‘আমি নিজে হাভিয়েরের সঙ্গে যোগাযোগ করছি। আতঙ্কিত না হয়ে একটু ধৈর্য ধরুন। আমি নিজে হাভিয়েরকে রাজি করাব ফাহামেদুলকে দলে ফেরাতে। শুধু স্প্যাম করবেন না। আমি নিযে সর্বোচ্চ চেষ্টা করব হাভিয়েরকে রাজি করতে।’
এই ইনস্টগ্রাম হ্যান্ডেলের বায়োতে নিজেকে বাংলাদেশ দলের হেড কোচ দাবি করা হলেও সেটি ভেরিফায়েড অ্যাকাউন্ট নয়।