আজ থেকে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মাঠে গড়াচ্ছে। আন্তর্জাতিক ম্যাচের এই উইন্ডোর জন্য ইউরোপের বিভিন্ন দেশের প্রথম সারির ক্লাব ফুটবল ২৮ মার্চ পর্যন্ত বিরতিতে থাকবে। তবে সেই বিরতির মাঝেই অস্বস্তিতে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
লা লিগায় কদিন আগে বার্সেলোনার একটি ম্যাচ হঠাৎ বাতিল হয়ে যায়। ওসাসুনার বিপক্ষে সেই ম্যাচের আগে বার্সেলোনার টিম ডাক্তারের আকস্মিক মৃত্যু হয়। ফলে ৮ মার্চের সেই ম্যাচটি স্থগিত হয়ে যায়।
তবে গত সোমবার লা লিগা কর্তৃপক্ষ স্থগিত হওয়া সেই ম্যাচের সূচি প্রকাশ করেছে। আগামী ২৭ মার্চ বার্সেলোনার বিপক্ষে ওসাসুনার সেই ম্যাচটি রাখা হয়েছে। কিন্তু লা লিগা কর্তৃপক্ষের দেয়া এই নতুন সূচি নিয়েই বিরক্ত হয়ে গেছে কাতালান ক্লাবটি।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে বার্সেলোনা এই ম্যাচের সূচির জন্য আপিল করতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে স্প্যানিশ স্থানীয় কয়েকটি গণমাধ্যম। বার্সেলোনার এমন আপত্তির পেছনের কারণ অবশ্য আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততা।
আগামী ২৬ মার্চ ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে। যেখানে বার্সেলোনার হয়ে সেরা ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া জাতীয় দলের খেলায় ছুটিতে থাকবেন। ফলে একদিন বাদেই ২৭ মার্চ বার্সার জার্সি গায়ে নামা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই ব্রাজিলিয়ানের জন্য।
শুধু রাফিনিয়া নয়, বার্সেলোনার উরগুইয়ান সেন্টারব্যাক রোনাল্দ আরাউহো ২৬ মার্চ বলিভিয়ার বিপক্ষে জাতীয় দলের ম্যাচে ব্যস্ত সময় কাটাবেন।
লাতিন আমেরিকার দুই দেশে জাতীয় দলের ম্যাচ শেষ করে পরদিন বার্সেলোনার হয়ে মাঠে নামা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব বার্সার ফুটবলারদের জন্য।
এদিকে বার্সেলোনার সঙ্গে ওসাসুনারও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ম্যাচ। কারণ বার্সেলোনার বিপক্ষে এই ম্যাচের পরদিন ২৮ মার্চ আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষেও ম্যাচ রয়েছে ওসাসুনার। শেষ পর্যন্ত লা লিগা কর্তৃপক্ষ এই ম্যাচ নিয়ে কী সিদ্ধান্ত নেয় তা সময়ই বলে দিবে।
সূচি নিয়ে জটিলতা তৈরি হচ্ছে এমন এক সময়ে, যখন লিগের শেষ প্রান্তে এসে রেয়াল মাদ্রিদ আর আতলেতিকো মাদ্রিদের সঙ্গে শিরোপার জন্য ত্রিমূখী লড়াইয়ে আছে বার্সা। এই মুহূর্তে বার্সা ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে।দুইয়ে থাকা রেয়াল মাদ্রিদের পয়েন্ট বার্সার সমান হলেও তারা ম্যাচ খেলেছে একটি বেশি, পাশাপাশি গোল ব্যবধান ও মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত পিছিয়ে মাদ্রিদ (লিগে বার্সা-মাদ্রিদের একটি ম্যাচ বাকি আছে)। সর্বশেষ ম্যাচে বার্সার কাছে ৪-২ গোলে হেরে একটু পিছিয়ে পড়েছে তিনে থাকা আতলেতিকো। তাদের পয়েন্ট ২৮ ম্যাচে ৫৬।