ঠিক বাদ পড়েছেন তিনি, এমনটা বলা যায় না। প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন, এরপর অনুশীলনে এক সপ্তাহ তাঁকে দেখার পর বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার মনে হয়েছে, এখনই জাতীয় দলের জন্য ঠিক তৈরি নন ফাহামেদুল ইসলাম। ইতালি প্রবাসী ১৮ বছর বয়সী ফরোয়ার্ডকে তিনিই খুঁজে বের করেছেন জানিয়ে গতকাল সংবাদ সম্মেলনেও কাবরেরা বলেছেন, ফাহামেদুল ‘দারুণ প্রতিভাবান’ এবং আগামীতে জাতীয় দলে থাকার মতো মান তাঁর আছে।
বাংলাদেশ কোচের কথার সুরটা বুঝতে কষ্ট হয় না। এখনই তৈরি না হলেও ফাহামেদুলকে আগামীর জাতীয় দলের অংশ হিসেবেই দেখেন তিনি। কিন্তু সৌদি আরবে অনুশীলন ক্যাম্প থেকে আবার ইতালি ফিরতে হওয়া ফাহামেদুল ইসলামকে কেন বাদ দেওয়া হলো, এ নিয়ে গত কয়েকদিনে বাংলাদেশের ফুটবল অঙ্গন সরগরম!
এসবের মধ্যে আজ ফেসবুকে নিজের অফিশিয়াল পেইজে একটা স্ট্যাটাস দিয়েছেন ইতালির চতুর্থ বিভাগ সেরি ডি-র দল অলবিয়া কালচোতে খেলা ফাহামেদুল। বাংলাদেশের মানুষকে তাঁদের এমন অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে ফাহামেদুল লিখেছেন, তাঁর সফরটা কোনোভাবেই শেষ হয়ে যায়নি। আগামীতে বাংলাদেশ লাল-সবুজ জার্সি তাঁর গায়ে উঠবে, এমন আশার কথা জানিয়েছেন ফাহামেদুল।
‘আমি, ফাহামেদুল ইসলাম, বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন ও উৎসাহের জন্য তাঁদের প্রতি সত্যিই কৃতজ্ঞ। আমার ওপর আপনাদের অটল বিশ্বাস আমার এই যাত্রাপথে অনেক বড় একটা শক্তি হয়ে আছে, যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন সবাইকে মনের গভীর থেকে ধন্যবাদ জানাই’ – ফেসবুক স্ট্যাটাসের শুরুতে লিখেছেন ফাহামেদুল।
বাংলাদেশ দলে তাঁর যাত্রা শেষ যে হয়ে যায়নি, সেটাই মনে করিয়ে দিয়েছেন ১৮ বছর বয়সী তরুণ, ‘বাংলাদেশ ফুটবল দলে খেলার জন্য প্রস্তুত হচ্ছিলাম আমি। কিন্তু দুর্ভাগ্যবশত এবার সবকিছু পরিকল্পনামতো এগোয়নি। তবে আমি বিশ্বাস করি, যা হয় সেটা কোনো না কোনো কারণেই হয় এবং (বাংলাদেশ দলে) আমার পথচলা কোনোভাবেই শেষ হয়ে যায়নি।’
সামনের দিনগুলোতে নিজেকে যে বাংলাদেশের জার্সিতেই দেখেন, সেই আশা জানিয়ে স্ট্যাটাসের সমাপ্তি টেনেছেন ফাহামেদুল, ‘ইনশাআল্লাহ, যদি সৃষ্টিকর্তা চান, একদিন আমি সবুজ ও লাল জার্সিটা গায়ে জড়াব, মাঠে নামব এবং আমার দেশ এবং সেই দেশের আবেগী সমর্থকদের জন্য সবটুকু উজাড় করে দেব। ততদিন পর্যন্ত, আমি কঠোর পরিশ্রম করে যাব এবং স্বপ্নটার পেছনে ছুটব।’
ফাহামেদুলকে নিয়ে বিতর্কের উল্টো পিঠে গত কদিনে বাংলাদেশের ফুটবল ভাসছে হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনায়। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার থেকে বর্তমানে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ডে খেলা হামজাকে নিয়েই আজ ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচটির জন্য আজ সকালেই শিলংয়ের উদ্দেশে রওনা দিয়েছে হামজাকে নিয়ে গড়া বাংলাদেশ দল।