সেকশন

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
Independent Television
 

শেষে এসে ভিনির ঝলক, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি ব্রাজিলের

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৯:১৬ এএম

ম্যাচের যোগ করা সময়ের নবম মিনিটের খেলা চলছে। যোগ করা সময়ের খেলা শেষ হতে ঘড়ির কাটায় আর ৯০ সেকেন্ডের মতো বাকি। তখন পর্যন্ত স্কোরলাইন ১-১। ব্রাজিলের আক্রমণগুলো যেভাবে ব্যর্থ হচ্ছিল, তাতে মনে হয়েছিল, ম্যাচটা ড্র হতে যাচ্ছে। এমন সময় ব্রাজিলের ত্রাতা হয়ে হাজির হন ভিনিসিয়ুস। বক্সের বাইরে থেকে দূরপাল্লার দারুণ এক শটে কলম্বিয়ার জালে বল জড়ান রেয়াল মাদ্রিদ উইঙ্গার। তাতে ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে দরিফাউ জুনিয়রের দল।

ব্রাজিলের জন্য আজকের ম্যাচটি ছিল প্রতিশোধের। এর আগে ২০২৩ সালের নভেম্বরে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের দেখায় ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। তবে লিড ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ঘরের মাঠে ম্যাচের ৭৫ আর ৭৯ মিনিটে লুইস দিয়াসের জোড়া গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় পেয়েছিল কলম্বিয়া।

আজ নিজেদের মাঠে একই ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে প্রতিশোধটা দারুণভাবে নিল ব্রাজিল। স্বস্তির এ জয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল ব্রাজিল। আর সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে কলম্বিয়া। এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে। 

আজ অ্যারেনা বিআরবি মানে গারিঞ্চাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের চতুর্থ মিনিটে ভিনিসিয়ুসকে বক্সের ভেতর ফেলে দেন কলম্বিয়া রাইটব্যাক দানিয়েল মুনোস। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি অ্যালেক্সিস অ্যরেরা। স্পটকিকে কলম্বিয়া গোলকিপারকে বিপরীতদিকে পাঠিয়ে ঠান্ডা মাথায় স্কোরলাইন করেন ১-০ বার্সা উইঙ্গার।

শুরুতেই গোল পেয়ে উজ্জীবিত ব্রাজিল ধাক্কা খায় ম্যাচের ২৭তম মিনিটে। পেশীতে টান লাগায় হঠাৎ মাঝমাঠে শুয়ে পড়েন গেরসন। অস্বস্তি ফুটে ওঠে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের চোখে-মুখে। মাঠে ছুটে যায় চিকিৎসক দল। তাতে আশাব্যঞ্জক কিছু হয়নি। মাঠ ছেড়ে উঠে যান গেরসন। বদলি হিসেবে মাঠে নামেন জোলেনিন্তন। আর বদলি নামা জোয়েলিন্তনের ভুলেই বিরতির আগে গোল হজম করে বসে ব্রাজিল!

ম্যাচের ৪১ মিনিটে কলম্বিয়াকে সমতায় ফেরানো গোলটা করেন লুইস দিয়াস। এ গোলে জোয়েলিন্তনের অবদান কম নয়! সতীর্থকে পাস দিতে গিয়ে বিলম্ব করেন নিউনিক্যাসল ইউনাইটেডে খেলা এ মিডফিল্ডার। এ সুযোগে জোয়েলিন্তনের পা থেকে বল কেড়ে নিয়ে ডি বক্সের বাঁ প্রান্তে থাকা দিয়াসকে বল বাড়ান হামেস রদ্রিগেস। সে বল নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে পজিশন তৈরি করে দারুণ শটে স্কোরলাইন ১-১ করেন লিভারপুল স্ট্রাইকার।

২ মিনিট পর আবারও গোলের খুব কাছে চলে গিয়েছিল কলম্বিয়া। কিন্তু দারুণ আক্রমণ হলেও ডি বক্সের ভেতর থেকে ঠিকঠাক শট নিতে পারেননি জন আরিয়াস। প্রথমার্ধের শেষ দিকে গোলের জন্য মরিয়া কলম্বিয়া বেশ কিছু চেষ্টা চালালেও তা আটকে যায় ব্রাজিল রক্ষণে। এতে ১-১ সমতায় বিরতিতে যায় দুদল।

বিরতির পর ব্রাজিল প্রথম বড় সুযোগটা পায় ম্যাচের ৫৩ মিনিটে। বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন রাফিনিয়া। সেটা ঠেকিয়ে দেন কলম্বিয়া গোলকিপার কামিলো ভারগাস। ফিরতি বল পেয়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু রেয়াল মাদ্রিদ উইঙ্গারের শটও ঠেকান ভারগাস। এরপরও বল ছিল ভিনিসিয়ুসের সামনে। তবে জটলা থাকায় আর শট নিতে পারেননি। এরপরও পজিশন তৈরি করার চেষ্টা চালিয়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু বেশি সময় নেওয়ায় দাভিনসন সানচেস কলম্বিয়াকে বিপদমুক্ত করেন। 

ম্যাচের ৬৩ মিনিটে একবার ব্রাজিলের গোললাইন অতিক্রম করেছিল বল। হামেস রদ্রিগেসের ফ্রি-কিকে দুর্বল হেড করেছিলেন সানচেস। উপরে ওঠা বল হাত দিয়ে ঠেলে দিয়েছিলেন আলিসন বেকার। কিন্তু সে বলটা সামনে দাঁড়ানো জোয়েলিন্তনের পায়ে লেগে উল্টো ব্রাজিলের গোললাইনই অতিক্রম করে। গোলের আনন্দে মাতে কলম্বিয়া। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি। তাতে এ যাত্রায় বেঁচে যায় ব্রাজিল।

পরের মিনিটে দারুণ প্রতিআক্রমণে গোলের খুব কাছে চলে গিয়েছিল ব্রাজিল। কিন্তু শেষ মুহূর্তে ভিনিসিয়ুসের বলে ঠিকঠাক পা লাগাতে পারেননি রাফিনিয়া।

এরপর ম্যাচের সময় যত গড়িয়েছে, দুদলই শারীরিক ফুটবলে মনোযোগী হয়েছে। এর মধ্যে ম্যাচের ৭১ মিনিটে ফ্রি-কিক ঠেকাতে গোলপোস্ট থেকে কিছুটা এগিয়ে পাঞ্চ করেন আলিসন। দুর্ভাগ্যবশত ব্রাজিল গোলকিপারের সঙ্গে সংঘর্ষ হয় দাভিনসন সানচেসের। এতে মাঠে পড়ে যান সানচেস। চিকিৎসক দল এসে বেশ কিছু সময় নিয়ে চেষ্টা চালানোর পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় কলম্বিয়া ডিফেন্ডারকে।

সংঘর্ষে আঘাত পেয়েছেন আলিসনও। লিভারপুল গোলকিপারকে তুলে নিয়ে বেন্তোকে মাঠে নামান দরিফাউ। একইসঙ্গে রদ্রিগো, গিমারেস, ভেন্দেরসনকেও তুলে নিয়ে সাভিনিও, আন্দ্রে ও ওয়েসলেকে মাঠে নামান ব্রাজিল কোচ। তাতে ব্রাজিলের আক্রমণের ধার কিছুটা বাড়ে বটে, কিন্তু ভিনিসিয়ুস-রাফিনিয়াদের দারুণ সব আক্রমণ পরিণতি পাচ্ছিল না বাজে ফিনিশিংয়ের কারণে।

নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের পরিণতি যখন ড্র বলে ধরে নেওয়া হচ্ছিল, ঠিক তখনই ব্রাজিলকে উদ্ধার করতে হাজির হন ভিনিসিয়ুস। দৃষ্টিনন্দন গোলে আর্জেন্টিনা ম্যাচের প্রস্তুতিটাও নিয়ে রাখলেন মাদ্রিদ উইঙ্গার। পরের ম্যাচে আগামী বুধবার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে দরিফাউ জুনিয়রের শিষ্যরা

আল হিলালে মাঠের চেয়ে গ্যালারিতেই বেশি সময় পার করেছেন। এবার নিজের ক্লাব সান্তোসে ফিরেও সেই দর্শকের আসনেই থাকতে নেইমার জুনিয়রকে। কারণটাও সেই পুরেনো, ফের ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
আর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হারের পর রেয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করে নিয়েছেন, নিজের ভবিষ্যৎ এখন আর তাঁর হাতে নেই। এমনকি আজও ছাঁটাই হতে পারেন তিনি। এই...
চোট সারিয়ে মাত্রই ফিরেছেন নেইমার। এই মৌসুমে প্রথমবারের মতো সান্তোসের একাদশে নেমেছেন কাল। কিন্তু ম্যাচের ৩৪ মিনিট যেতে না যেতেই চোট পেয়ে আবার কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন নেইমার।  ফ্লুমিনেন্সের...
নিরাপত্তা শঙ্কায় পরের ম্যাচ স্থগিত
কোলো কোলোর দর্শকরা হুড়োহুড়ি করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। স্বাগতিক দর্শকের চাপ এতটাই ছিল যে, মাঠে ঢুকতে গিয়ে অনেকে হোঁচট খেয়ে নিচে পড়ে যান। ভিড় গুরুতর পর্যায়ে পৌঁছালে, দুই দর্শক সেখানেই মারা...
২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগামে ঘটে যায় এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা। যেখানে নিহত হন অন্তত ২৬ জন, যাদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় পর্যটক এবং একজন...
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ২ নারী শিক্ষার্থীকে আটক করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া...
লক্ষ্মীপুরের সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও একজন মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে।
কাশ্মীরের পেহেলগামে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছে ভারতকে। ২৬ পর্যটকের প্রাণহানির এই ঘটনার শোক ছুঁয়ে গেছে সবাইকেই। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.