কলম্বিয়ার বিপক্ষে আজ যোগ করা সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ গোলে ২-১ ব্যবধানে জিতেছে ব্রাজিল। বড় পরীক্ষার আগে ভালো প্রস্তুতিই বলা চলে! বিশ্বকাপ বাছাইপর্বে এ মাসে ব্রাজিলের দুই ম্যাচের অন্যটি যে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। তবে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টার সেই ম্যাচের আগে আজকের জয়ে কোথায় আত্মবিশ্বাসে জ্বালানি ভরবে, তা না করে উল্টো ব্রাজিলকে একের পর এক চোট আর নিষেধাজ্ঞার খবরে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে!
আজ ইনি নেই, তো কাল উনি নেই – ব্রাজিলের চোটের অবস্থাটা এখন যেন এমনই। বিশ্বকাপ বাছাইপর্বের এবারের ম্যাচগুলোর প্রাথমিক দল ঘোষণার সময়ে ব্রাজিলের যে উচ্ছ্বাস ছিল নেইমারকে ১৭ মাস পর আবার জাতীয় দলে দেখতে পাওয়ার সম্ভাবনায়, সেটি তো আগেই হাওয়ায় মিলিয়ে গেছে! শুধু নেইমারই নন, প্রাথমিক দলে থাকা গোলকিপার এদেরসন ও রাইটব্যাক দানিলোকেও সে সময় চোটের কাছে হারায় ব্রাজিল।
তবু আজ ভিনিসিয়ুস, রাফিনিয়াদের ঔজ্জ্বল্যে কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিল স্বস্তির নিশ্বাস ফেলার মতো পরিস্থিতি তৈরি করেছিল বটে। কিন্তু এই ম্যাচে এমন দুজন হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার কবলে পড়ছেন, যা দেখে ব্রাজিলের স্বস্তি বাতাসে মিলিয়ে যাওয়ার দশা।
ব্রাজিলের ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তে জানাচ্ছে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ব্রাজিল কোচ দরিফাউ জুনিয়র পাচ্ছেন না ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়েস ও মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকেও! দুজনই আজ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন, যা তাঁদের আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলতে দেবে না।
শুধু নিষেধাজ্ঞাই তো নয়, চোটও তো আজকের ম্যাচে ব্রাজিলের কোচের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়েছে। মিডফিল্ডার গেরসন বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়ে গেছেন। তাঁর এই ব্যথা আসলে কোনো চোট কি না, তা দেখতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে গ্লোবোএস্পোর্তে।
এর বাইরে গোলকিপার আলিসনকেও ডাক্তারের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ম্যাচে কলম্বিয়ার ডিফেন্ডার দাভিনসন সানচেসের সঙ্গে ধাক্কায় মাথায় ব্যথা পেয়েছেন আলিসন। তাঁর কনকাশন হয়েছে কি না, সেটা পরীক্ষা করা হবে।
ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) কনকাশনের ক্ষেত্রে যে নিয়ম মেনে চলে, তা হলো, কোনো খেলোয়াড়ের কনকাশন হলে তিনি পাঁচদিনের আগে মাঠে ফিরতে পারবেন না। অর্থাৎ, কনকাশনের লক্ষণ দেখা গেলে আলিসনকেও আর্জেন্টিনা ম্যাচে পাবে না ব্রাজিল।
ব্রাজিল আজ সকালে তো খেলে ফেলেছে, এদিকে আর্জেন্টিনা আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে নামবে উরুগুয়ের মাঠে।