সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

আর্জেন্টিনার সামনে নামার আগে ব্রাজিলের শুধু নেই আর নেই

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৬:৩০ পিএম

কলম্বিয়ার বিপক্ষে আজ যোগ করা সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ গোলে ২-১ ব্যবধানে জিতেছে ব্রাজিল। বড় পরীক্ষার আগে ভালো প্রস্তুতিই বলা চলে! বিশ্বকাপ বাছাইপর্বে এ মাসে ব্রাজিলের দুই ম্যাচের অন্যটি যে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। তবে আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টার সেই ম্যাচের আগে আজকের জয়ে কোথায় আত্মবিশ্বাসে জ্বালানি ভরবে, তা না করে উল্টো ব্রাজিলকে একের পর এক চোট আর নিষেধাজ্ঞার খবরে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে!

আজ ইনি নেই, তো কাল উনি নেই – ব্রাজিলের চোটের অবস্থাটা এখন যেন এমনই। বিশ্বকাপ বাছাইপর্বের এবারের ম্যাচগুলোর প্রাথমিক দল ঘোষণার সময়ে ব্রাজিলের যে উচ্ছ্বাস ছিল নেইমারকে ১৭ মাস পর আবার জাতীয় দলে দেখতে পাওয়ার সম্ভাবনায়, সেটি তো আগেই হাওয়ায় মিলিয়ে গেছে! শুধু নেইমারই নন, প্রাথমিক দলে থাকা গোলকিপার এদেরসন ও রাইটব্যাক দানিলোকেও সে সময় চোটের কাছে হারায় ব্রাজিল।

তবু আজ ভিনিসিয়ুস, রাফিনিয়াদের ঔজ্জ্বল্যে কলম্বিয়াকে হারিয়ে ব্রাজিল স্বস্তির নিশ্বাস ফেলার মতো পরিস্থিতি তৈরি করেছিল বটে। কিন্তু এই ম্যাচে এমন দুজন হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার কবলে পড়ছেন, যা দেখে ব্রাজিলের স্বস্তি বাতাসে মিলিয়ে যাওয়ার দশা।

ব্রাজিলের ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তে জানাচ্ছে, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ব্রাজিল কোচ দরিফাউ জুনিয়র পাচ্ছেন না ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়েস ও মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকেও! দুজনই আজ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন, যা তাঁদের আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলতে দেবে না।

শুধু নিষেধাজ্ঞাই তো নয়, চোটও তো আজকের ম্যাচে ব্রাজিলের কোচের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়িয়েছে। মিডফিল্ডার গেরসন বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়ে গেছেন। তাঁর এই ব্যথা আসলে কোনো চোট কি না, তা দেখতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে গ্লোবোএস্পোর্তে।

এর বাইরে গোলকিপার আলিসনকেও ডাক্তারের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ম্যাচে কলম্বিয়ার ডিফেন্ডার দাভিনসন সানচেসের সঙ্গে ধাক্কায় মাথায় ব্যথা পেয়েছেন আলিসন। তাঁর কনকাশন হয়েছে কি না, সেটা পরীক্ষা করা হবে।

ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) কনকাশনের ক্ষেত্রে যে নিয়ম মেনে চলে, তা হলো, কোনো খেলোয়াড়ের কনকাশন হলে তিনি পাঁচদিনের আগে মাঠে ফিরতে পারবেন না। অর্থাৎ, কনকাশনের লক্ষণ দেখা গেলে আলিসনকেও আর্জেন্টিনা ম্যাচে পাবে না ব্রাজিল।

ব্রাজিল আজ সকালে তো খেলে ফেলেছে, এদিকে আর্জেন্টিনা আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে নামবে উরুগুয়ের মাঠে।

স্প্যানিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের দাবি
লা লিগা আর চ্যাম্পিয়নস লিগে বেহাল পারফরম্যান্সে মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সে আলোচনা আরও জোর পেয়েছে কোপা দেল রের ফাইনালে হারের পর। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ...
গতকাল ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুর শোকে মুহ্যমান খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ফুটবল দুনিয়াও বাদ পড়েনি। গতকাল তাঁর বিদায়ের শোকে ইতালিতে পেশাদার...
আল হিলালে মাঠের চেয়ে গ্যালারিতেই বেশি সময় পার করেছেন। এবার নিজের ক্লাব সান্তোসে ফিরেও সেই দর্শকের আসনেই থাকতে নেইমার জুনিয়রকে। কারণটাও সেই পুরেনো, ফের ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
প্রায় এক বছর ধরে কোচিংয়ের বাইরে থাকা ক্লপকে শুধু স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নয়, জড়ানো হচ্ছে ব্রাজিল জাতীয় দলের সঙ্গেও। সম্প্রতি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.