সেকশন

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
Independent Television
 

পর্তুগাল দলে রোনালদোকে নিয়ে হ্যাসেলব্যাঙ্ক

সরে না গিয়ে সে নিজের ভালোর চেয়ে ক্ষতিই করছে বেশি

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৯:১৬ পিএম

এই তো, গত ৫ ফেব্রুয়ারি তিনি পা দিয়েছেন ৪০-এ। যেখানে ৩৫-৩৬ বছর বয়স হতে হতেই অন্যরা ক্যারিয়ারের শেষ টেনে দেন, ক্রিস্টিয়ানো রোনালদো এ বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। ক্লাব ফুটবলে ইউরোপ ছেড়ে হয়তো সৌদি আরবে থিতু হয়েছেন আরও দুবছর আগে, তবে পর্তুগাল জাতীয় দলে এখনো খেলে চলেছেন। আগামী বছর বিশ্বকাপেও তাঁর খেলার কথা।

কিন্তু চেলসির সাবেক স্ট্রাইকার জিমি ফ্লয়েড হ্যাসলব্যাঙ্ক এ ব্যাপারটা ভালোভাবে নিতে পারছেন না। পর্তুগাল জাতীয় দলে রোনালদো এখনো খেলে যাচ্ছেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ডাচ এই সাবেক স্ট্রাইকার মেসি-রোনালদোর মধ্যে তুলনায় রোনালদোকেই এগিয়ে রাখেন, তবে তাঁর চোখে, রোনালদো এখনো পর্তুগাল দল থেকে সরে না গিয়ে নিজের লিগ্যাসি নষ্ট করছেন। হ্যাসেলব্যাঙ্কের ধারণা, গত দেড় দশক ফুটবল মাতিয়ে রাখা দ্বৈরথে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি অবসর নেওয়ার পরই জাতীয় দল ছাড়বেন রোনালদো।  

রোনালদো এই মুহূর্তে পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগে ব্যস্ত। গতকাল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের মাঠে ১-০ গোলে হেরে গেছে পর্তুগাল। ম্যাচে ডেনমার্কের গোলটি করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার রাসমুস হইলুন উদ্‌যাপন করেছেন রোনালদোর ঢংয়েই। এ নিয়ে ম্যাচের পর অবশ্য হইলুন নিজেকে রোনালদো-ভক্ত দাবি করে বলেছেন, রোনালদোকে খোঁচা মারতে ওভাবে উদ্‌যাপন করেননি তিনি।

তা গতকালের ম্যাচেও পুরো সময় খেলেও অনেকটা নিষ্প্রভ থাকা রোনালদোকে নিয়ে হ্যাসেলব্যাঙ্ক মন্তব্যটা করেছেন ‘গ্যাম্বলিং জোন’-এ। তাঁর কথা, ‘২০২৬ বিশ্বকাপে রোনালদোকে দরকার নেই ফুটবলের। রোনালদো অনেক লম্বা সময় ধরে সেরাদের একজন ছিল, ইতিহাসেরই সেরাদের একজন। আমার মনে হয়, পর্তুগাল দল থেকে সরে না গিয়ে সে নিজের ভালোর চেয়ে ক্ষতিই করছে বেশি, ওর লিগ্যাসি নষ্ট হচ্ছে।’

নিজেকে অবশ্য রোনালদ-ভক্ত বলেই দাবি করেছেন হ্যাসলব্যাঙ্ক, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, মেসি না রোনালদো – আমি সব সময়ই বলব রোনালদো, সেটা এই পর্যায়ে যেতে এবং সেখানে নিজেকে ধরে রাখতে ওকে যা যা করতে হয়েছে সেটার জন্যই বলব।’

তবে এখন রোনালদোর অন্তত জাতীয় দলে শেষ টানার সময় হয়ে গেছে বলে মনে হচ্ছে হ্যাসলব্যাঙ্কের, ‘…একটা সময় আসে যখন আপনাকে সরে যেতে হবে। আমার মনে হয় ওর সেই সময়টা আরও আগেই হয়ে গেছে, ওর উচিত অন্য কাউকে এই জায়গাটা ছেড়ে দেওয়া।’

পর্তুগালের জন্য রোনালদো বোঝা হয়ে উঠেছেন, এমন আলোচনা তো ২০২২ কাতার বিশ্বকাপের সময় থেকেই আওয়াজ পেয়েছে। হ্যাসলব্যাঙ্কও সে সুরেই কথা বলেছেন, ‘আমার মনে হয় না এই মুহূর্তে পর্তুগালের (আক্রমণে) যত খেলোয়াড় আছে, তাদের কারও চেয়ে সে (রোনালদো) ভালো বিকল্প। কিছু কিছু ম্যাচে আপনাকে প্রেস করতে হয়, কিছু ম্যাচে ভিন্ন কিছু করার চেষ্টা করতে হয়, আমার মনে হয় না ও আর সেসব করার ক্ষমতা রাখে। এটা মেনে নিতে লজ্জার কিছু নেই। ও যে ৪০ বছর বয়সে এখনো খেলে যাচ্ছে, এটাই তো একটা মাইলফলক!’

জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও রোনালদো তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মেসির দিকে একটা চোখ রাখছেন বলে মনে হচ্ছে হ্যাসলব্যাঙ্কের, ‘আমার মনে হয় ওই (রোনালদোর জাতীয় দল থেকে অবসরের) সময়টা আসবে যখন মেসিও সরে যাবে। মেসি যখন বিদায় নেবে, রোনালদোও বিদায় বলে দেবে।’

দুটো কোপা আমেরিকা (২০২১ ও ২০২৪) জেতার মাঝে জিতেছেন বিশ্বকাপও। এ টুর্নামেন্টগুলোতে আর্জেন্টিনার ম্যাচ যতবার টাইব্রেকারে গড়িয়েছে, প্রতিবার প্রথম শটটাই নিয়েছেন মেসি। যার মধ্যে আছে কাতার বিশ্বকাপ...
রোনালদোর দ্বিতীয় গোলটা চোখে লেগে থাকার মতো। এ গোলেও অবদান আছে মানের। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে দুই ডিফেন্ডারকে ড্রিবল করে বক্সের ভেতর কাটব্যাক করেন সেনেগাল তারকা। রিয়াদ ডিফেন্ডার আহমেদ আসিরি সেটা...
২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের প্রস্তাব
২০২৬ সালে উত্তর আমেরিকায় ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের পর ২০৩০ বিশ্বকাপ আয়োজিত হবে তিন মহাদেশে। মূল আয়োজক পর্তুগাল, স্পেন আর মরক্কো হলেও দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও হবে...
সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রাতে হিলালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে স্তেফানো পিওলির শিষ্যরা। কিংডম অ্যারেনাতে নাসরকে জেতাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন রোনালদো। পর্তুগিজ মহাতারকা জোড়া গোল করেছেন। নাসরের...
২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগামে ঘটে যায় এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা। যেখানে নিহত হন অন্তত ২৬ জন, যাদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় পর্যটক এবং একজন...
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ২ নারী শিক্ষার্থীকে আটক করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া...
লক্ষ্মীপুরের সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও একজন মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে।
কাশ্মীরের পেহেলগামে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছে ভারতকে। ২৬ পর্যটকের প্রাণহানির এই ঘটনার শোক ছুঁয়ে গেছে সবাইকেই। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.