সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ব্রাজিল ৭ বদল কীভাবে করল?

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম

বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে পেয়েছে ব্রাজিল। রাফিনিয়া-ভিনিসিয়ুসের গোলে সেলেসাওরা জয় পেলেও বিতর্ক তৈরি হয়েছে সেই ম্যাচ নিয়ে। বিতর্কটা অবশ্য ব্রাজিলের ম্যাচ জয়ে নিয়ে নয়, বরং দলটির খেলোয়াড় বদলের সংখ্যা নিয়ে।

কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলিয়ান কোচ দরিফাও জুনিয়র ম্যাচে ৭টি পরিবর্তন এনেছে। যা নিয়ে মাঠেই কলম্বিয়ান ফুটবলাররা প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ম্যাচ অফিসিয়ালদের ব্যাখ্যা মেনে নেয় কলম্বিয়া।

ম্যাচে যখন ১-১ ব্যবধানে সমতা, তখন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার ও কলম্বিয়ার ডিফেন্ডার দাভিনসন সানচেসের মধ্যে সংঘর্ষ হয়। দুজনই আঘাত নিয়ে মাঠ ছাড়েন। ব্যথা পাওয়ায় দুজনের কেউই খেলা চালিয়ে যেতে পারেননি।

এদিকে ব্রাজিল ম্যাচের ২৮তম মিনিটে আরেকটি বদল করে রেখেছিল। যেখানে চোট পেয়ে মাঠ ছাড়েন মিডফিল্ডার গেরসন, তার বদলি হিসেবে নামেন জোয়েলিনতন।

ফলে ৭১তম মিনিটে আলিসনও চোট পেয়ে মাঠ ছাড়লে ব্রাজিলের দুই বদলি ফুটবলারের নামের পাশে কনকাশন সাব শব্দটি যুক্ত হয়ে যায়। আর এখানেই ব্রাজিলের কোচ দরিফাও জুনিয়র নিয়মের ভেতরে থেকে সুযোগ লুফে নেন।

২০২৪ সাল থেকে ফিফার নিয়মানুযায়ী, ফুটবলার কনকাশন সাব (মাথায় চোট পেয়ে) হয়ে মাঠ ছাড়লে তাঁর পরিবর্তে বাড়তি বদলি ফুটবলার মাঠে নামানো যাবে। সেই নিয়মে আরও বলা আছে, এক দলের কোনো ফুটবলার চোট পেয়ে মাঠ ছাড়লে সেই দলের কোচ যদি বাড়তি বদলি ফুটবলার মাঠে নামায় সেক্ষেত্রে প্রতিপক্ষের দলের কোচও আরেকটি বাড়তি বদল করতে পারবে।

ব্রাজিলের কোচ দুজন বাড়তি বদলি ফুটবলারের সুযোগটি কাজে লাগান ম্যাচের ৭৯তম মিনিটে ভেন্ডারসনের পরিবর্তে ওয়েসলিকে মাঠে নামিয়ে। যেটি ছিল ব্রাজিলের ষষ্ঠ বদল। ম্যাচের একদম শেষ দিকে যখন ব্রাজিলের ২-১ গোলে জয়ে নিশ্চিত, তখন অতিরিক্ত সময়ে সপ্তম বদল হিসেবে ভিনিসিউসকে তুলে ডিফেন্ডার অরচিসকে নামান দরিফাও জুনিয়র। 

ব্রাজিলের কোচ নিয়মের ভেতরে থেকে সুযোগের ব্যবহার করলেও কলম্বিয়ান কোচ তা করেননি। ২-১ গোলের জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। ১৩ ম‍্যাচে ২১ পয়েন্ট তাদের।  

এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে।

স্প্যানিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের দাবি
লা লিগা আর চ্যাম্পিয়নস লিগে বেহাল পারফরম্যান্সে মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সে আলোচনা আরও জোর পেয়েছে কোপা দেল রের ফাইনালে হারের পর। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ...
সিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্টের চতুর্থ দিন। ডিপিএলে মাঠে গড়াচ্ছে তিনটি ম্যাচ। রাতে প্রিমিয়ার লিগে নামবে আর্সেনাল, লা লিগায় থাকছে রেয়াল মাদ্রিদের ম্যাচ। 
আল হিলালে মাঠের চেয়ে গ্যালারিতেই বেশি সময় পার করেছেন। এবার নিজের ক্লাব সান্তোসে ফিরেও সেই দর্শকের আসনেই থাকতে নেইমার জুনিয়রকে। কারণটাও সেই পুরেনো, ফের ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
প্রায় এক বছর ধরে কোচিংয়ের বাইরে থাকা ক্লপকে শুধু স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নয়, জড়ানো হচ্ছে ব্রাজিল জাতীয় দলের সঙ্গেও। সম্প্রতি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর...
বাড়িতে যদি সহজ উপায়ে রেস্টুরেন্টের স্বাদ পেতে চান, তাহলে বানিয়ে নিতে পারেন সুস্বাদু চিকেন কারি। এটি মূলত দক্ষিণ এশীয় কুজিনের খাবার। যার মূল উৎস ভারতীয় উপমহাদেশই। অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান...
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.