দায়িত্ব নেওয়ার পাঁচ মাসও এখনো হয়নি। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল মাঠে ক্লাবটাকে আমূল বদলে আবার ইংল্যান্ডের সেরা ক্লাবগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত করার। কিন্তু এখনই তাঁর হাতে কত সময় আছে, সেটার হিসাব শুরু করে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম!
প্রিমিয়ার লিগে গতকাল নটিংহ্যাম ফরেস্টের মাঠে ম্যান ইউনাইটেডের ১-০ গোলে হারের পর আমোরিমের কথায় তো তেমনই ইঙ্গিত! লিগে মৌসুমে ইউনাইটেডের ১৩তম হারের পর পর্তুগিজ কোচ বললেন, তিনি খুব বেশি সময় পাবেন না, যা ঠিক করার দ্রুতই ঠিক করতে হবে।
‘ম্যানচেস্টার ইউনাইটেডে আপনি কখনোই বেশি সময় পাবেন না। আমি অত সময় পাব না, যা ঠিক করার দ্রুতই ঠিক করতে হবে আমাদের’ – গতকাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেছেন আমোরিম।
কী ঠিক করতে হবে? সে বয়ানে গেলে আমোরিমের ‘করণীয়’র ফিরিস্তি আর শেষ হবে না। ম্যান ইউনাইটেডের সমস্যার যে শেষ নেই। পুরো দলের প্রায় সবাইকেই যদি বাদ দিয়ে নতুন খেলোয়াড় আনার সম্ভাবনার কথা বলা হয়, সম্ভবত ইউনাইটেডের বেশিরভাগ সমর্থকই তাতে একবাক্যে রাজি হয়ে যাবেন। ইউনাইটেডের খেলার ধরনে কোনো স্বকীয়তা নেই, যা ম্যান সিটি-লিভারপুল বা আর্সেনালের আছে। আর সব ছাপিয়ে যা একেবারে জ্বলজ্বলে সত্য, তা হলো, এই ইউনাইটেড জিততে জানে না।
এই যেমন, গতকালের হারের পরই এমন এক রেকর্ড সামনে এল, যা আলাদা করে খুব বেশি মানুষ খেয়াল করার কথা নয়, কিন্তু হঠাৎ দেখার পর চমকের মতো লাগবে – প্রিমিয়ার লিগে এবার মৌসুমে ৩০ ম্যাচ খেলে ফেলেছে ইউনাইটেড, এখনো টানা দুই ম্যাচে জয় কখনো দেখেনি! গতকালের হারের পর বরং আরেক লজ্জার রেকর্ডের মুখে দাঁড়িয়েছে দলটা, এক মৌসুমে সর্বোচ্চ ১৪ হারের রেকর্ড ছুঁতে আর এক ম্যাচে হারলেই চলবে! তা ওই রেকর্ডটাও ইউনাইটেড গড়েছিল কখন? গত মৌসুমে!
শুধু এসব রেকর্ডের জন্যই নয়, গতকাল ফরেস্টের মাঠে হারটা ইউনাইটেডকে পোড়াবে আরেকটি কারণেও – ফরেস্টের গোলটা যিনি করেছেন, সেই অ্যান্থনি এলাঙ্গার বেড়ে ওঠা যে ইউনাইটেডেরই একাডেমিতে। প্রতিভাবান ভাবা হতো তাঁকে, কিন্তু ইউনাইটেড তাঁকে বেড়ে ওঠার সুযোগ দেয়নি। ফরেস্টে গিয়ে ইউনাইটেডের গায়েই থাবাটা বসালেন এলাঙ্গা।