সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
Independent Television
 

অন্য কিছুতে কাজ হচ্ছে না, তাই টাকার লোভ দেখালেন তিনি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৮:০৫ পিএম

আগামীকাল চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে আর্সেনালের মুখোমুখি রেয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-০ গোলে হেরে বসেছে মাদ্রিদ। তাই স্প্যানিশ পরাশক্তিকে অনেকেই বাদ বলে ধরে নিচ্ছে। তবে মাদ্রিদ সভাপতি হাল ছাড়েননি। 

আগামীকাল আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারলে খেলোয়াড়দের লোভনীয় বোনাসের প্রস্তাব দিয়ে রেখেছেন ফ্লোরেন্তিনো পেরেজ।

গত সপ্তাহে আর্সেনালের মাঠে গিয়ে নাস্তানাবুদ হয়ে এসেছে মাদ্রিদ। সাধারণত দ্বিতীয় লেগ বার্নাব্যুতে হলে মাদ্রিদ কখনো হাল ছাড়েনি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদের ম্যাচ মানেই দুর্দান্ত প্রত্যাবর্তন।  ৩-০ গোলে হারের পরও মাদ্রিদের পক্ষে কেউ কেউ হয়তো বাজি ধরতে চাইবেন।

কিন্তু এই মৌসুমে মাদ্রিদের খেলায় আগের সেই ক্ষুরধার ভাব নেই। বার্নাব্যুতেও আগের দাপট দেখা যাচ্ছে না। বিশেষ করে আর্সেনালের বিপক্ষে গত সপ্তাহে এক মুহূর্তের জন্যও মনে হয়নি মাদ্রিদ জিততে পারে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এবার আর্সেনালের রক্ষণও সবচেয়ে ভাল।

কিন্তু আনচেলত্তি চেষ্টার কমতি রাখছেন না। এরই মধ্যে মাঠে যতটা সম্ভব বিরুদ্ধ পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন। ম্যাচের ছয় ঘণ্টা আগে স্টেডিয়ামের ছাদ বন্ধ করে দেওয়া হবে। এবং যুদ্ধাংদেহী আবহ সৃষ্টি করতে ১৮ বছরের কম ও ৪০ বছরের বেশি বয়সীদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না।

কিন্তু গ্যালারি যাই করুক না কেন, মাঠে তো কাজটা করতে হবে ফুটবলারদের। তাই ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেদের উদ্বুদ্ধ করতে তাই পেরেজ বোনাসের পথে হাঁটছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে এ খবর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববার আলাভেসের বিপক্ষে বহু কষ্টে পাওয়া ১-০ গোলের জয়ের পর মাদ্রিদের ড্রেসিংরুমে গিয়েছিলেন পেরেজ। সে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন এমবাপ্পে। মাদ্রিদের খেলা দেখে অধিকাংশ সমর্থক সেদিনই আর্সেনাল ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ নিয়ে আশা ছেড়ে দিয়েছেন। 

পেরেজ তাই ম্যাচ শেষেই হাজির হয়েছে ড্রেসিংরুমে। সরাসরি এমবাপ্পের নাম উল্লেখ করে সবাইকে বলেছেন, আর্সেনালকে টপকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেতে পারলেই ‘লোভনীয়’ বোনাস পাবেন খেলোয়াড়রা। স্পোর্তের দাবি, পেরেজ বলেছেন, ‘যদি যেত এবং সেমিফাইনালে ওঠ, ক্লাব তোমাদের পুরস্কার দেবে।’

অবশ্য কোয়ার্টার ফাইনালে ওঠার পথেও পুরস্কার ঘোষণা করা হইয়েছিল। আতলেতিকো মাদ্রিদকে হারানোর পুরস্কার পেয়েছেন এমবাপ্পেরা। আর্সেনালকে হারাতে পারলে আরও বড় পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে। 

সালাহ তো জানুয়ারির পর থেকেই ক্ষণে ক্ষণে তাঁর লিভারপুল ছাড়ার সম্ভাবনার কথা জানিয়ে আসছিলেন, ফন ডাইকও গত মার্চেই বলেছিলেন, তিনি মৌসুম শেষে লিভারপুলে থাকবেন কি না – এ ব্যাপারে তাঁর ‘কোনো ধারণাই নেই!’...
গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হেরেছে রেয়াল মাদ্রিদ। দুই লেগের ১৮০ মিনিটে কখনোই মনে হয়নি মাদ্রিদ এই দ্বৈরথে এগিয়ে আছে। এর পেছনে কোচ কার্লো...
ম্যাচটা সান্তিয়াগো বার্নাব্যু বলেই যা একটু আশা ছিল, না হলে প্রথম লেগে ৩-১০ গোলে হেরে যাওয়ার পরই রেয়াল মাদ্রিদের সম্ভাবনা শেষ বলে ধরে নেওয়া উচিত ছিল। গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে...
ম্যাচের শুরুর দিকে ভিলার টানা আক্রমণের মধ্যে ১১ মিনিটে প্রতিআক্রমণে উঠে বাঁ প্রান্ত থেকে ক্রস করেছিলেন পিএসজি লেফট ব্যাক নুনো মেন্দেস। বক্সের ভেতর আসা সে ক্রস ধরতে মার্তিনেস এগিয়ে যাবেন নাকি যাবেন...
একদিক থেকে দেখলে, ভারতের কারণে কদিন আগে ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফিতে যে ঝামেলায় পড়েছিল টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান, এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের কারণে ঠিক একই ঝামেলায় পড়তে যাচ্ছে...
ফ্রাঙ্কফুর্টে গতকাল ইউরোপা লিগের ম্যাচটা শেষ হতেই তাই যেন বুক ভরে অক্সিজেন নেওয়ার সুযোগ হলো পস্তেকগলুর। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্রয়ের পর ফ্রাঙ্কফুর্টে গিয়ে গতকাল যে ৪৩...
একাত্তরে গণহত্যার ক্ষমা চাওয়া আহ্বান, বকেয়া অর্থ ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে পাকিস্তানের কাছে। বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক...
রাজনৈতিক দলগুলোর নানা মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়, এক আলোচনায়। নতুন বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিকাশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.