আগামীকাল চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে আর্সেনালের মুখোমুখি রেয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-০ গোলে হেরে বসেছে মাদ্রিদ। তাই স্প্যানিশ পরাশক্তিকে অনেকেই বাদ বলে ধরে নিচ্ছে। তবে মাদ্রিদ সভাপতি হাল ছাড়েননি।
আগামীকাল আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারলে খেলোয়াড়দের লোভনীয় বোনাসের প্রস্তাব দিয়ে রেখেছেন ফ্লোরেন্তিনো পেরেজ।
গত সপ্তাহে আর্সেনালের মাঠে গিয়ে নাস্তানাবুদ হয়ে এসেছে মাদ্রিদ। সাধারণত দ্বিতীয় লেগ বার্নাব্যুতে হলে মাদ্রিদ কখনো হাল ছাড়েনি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদের ম্যাচ মানেই দুর্দান্ত প্রত্যাবর্তন। ৩-০ গোলে হারের পরও মাদ্রিদের পক্ষে কেউ কেউ হয়তো বাজি ধরতে চাইবেন।
কিন্তু এই মৌসুমে মাদ্রিদের খেলায় আগের সেই ক্ষুরধার ভাব নেই। বার্নাব্যুতেও আগের দাপট দেখা যাচ্ছে না। বিশেষ করে আর্সেনালের বিপক্ষে গত সপ্তাহে এক মুহূর্তের জন্যও মনে হয়নি মাদ্রিদ জিততে পারে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এবার আর্সেনালের রক্ষণও সবচেয়ে ভাল।
কিন্তু আনচেলত্তি চেষ্টার কমতি রাখছেন না। এরই মধ্যে মাঠে যতটা সম্ভব বিরুদ্ধ পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন। ম্যাচের ছয় ঘণ্টা আগে স্টেডিয়ামের ছাদ বন্ধ করে দেওয়া হবে। এবং যুদ্ধাংদেহী আবহ সৃষ্টি করতে ১৮ বছরের কম ও ৪০ বছরের বেশি বয়সীদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না।
কিন্তু গ্যালারি যাই করুক না কেন, মাঠে তো কাজটা করতে হবে ফুটবলারদের। তাই ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেদের উদ্বুদ্ধ করতে তাই পেরেজ বোনাসের পথে হাঁটছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে এ খবর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববার আলাভেসের বিপক্ষে বহু কষ্টে পাওয়া ১-০ গোলের জয়ের পর মাদ্রিদের ড্রেসিংরুমে গিয়েছিলেন পেরেজ। সে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন এমবাপ্পে। মাদ্রিদের খেলা দেখে অধিকাংশ সমর্থক সেদিনই আর্সেনাল ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ নিয়ে আশা ছেড়ে দিয়েছেন।
পেরেজ তাই ম্যাচ শেষেই হাজির হয়েছে ড্রেসিংরুমে। সরাসরি এমবাপ্পের নাম উল্লেখ করে সবাইকে বলেছেন, আর্সেনালকে টপকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেতে পারলেই ‘লোভনীয়’ বোনাস পাবেন খেলোয়াড়রা। স্পোর্তের দাবি, পেরেজ বলেছেন, ‘যদি যেত এবং সেমিফাইনালে ওঠ, ক্লাব তোমাদের পুরস্কার দেবে।’
অবশ্য কোয়ার্টার ফাইনালে ওঠার পথেও পুরস্কার ঘোষণা করা হইয়েছিল। আতলেতিকো মাদ্রিদকে হারানোর পুরস্কার পেয়েছেন এমবাপ্পেরা। আর্সেনালকে হারাতে পারলে আরও বড় পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে।