সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

চার ম্যাচ পর গোল করলেন মেসি

আপডেট : ০৪ মে ২০২৫, ১১:০২ এএম

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ভ্যাঙ্কুভারের বিপক্ষে দুই লেগে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। এ দুই ম্যাচের মাঝে মেজর লিগ সকারে এফসি ডালাসের কাছে হেরে লিগে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি। সব মিলিয়ে টানা তিন ম্যাচে হার- বাজে সময়ের মধ্য দিয়েই যাচ্ছিল মায়ামি।

দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সময়টাও ভালো যাচ্ছিল না। আর্জেন্টাইন কিংবদন্তি সর্বশেষ গোল পেয়েছিলেন ১০ এপ্রিল। এরপর মায়ামির হয়ে ৪ ম্যাচ খেলেও আর জাল খুঁজে পাননি ৩৭ বছর বয়সী এ মহাতারকা।

অবশেষে গোলখরা কেটেছে মেসির। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে দারুণ একটি গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির গোলে ফেরার দিনে জয়ের ধারায় ফিরেছে মায়ামিও। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে রেড বুলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। মায়ামির হয়ে বাকি তিনটি গোল করেছেন ফাফা পিকাল্ট, মার্সেলো ভেইগান্ট ও লুইস সুয়ারেস।

এ জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে মায়ামি। বর্তমানে ১০ ম্যাচে ২১ পয়েন্ট মায়ামির। আর শীর্ষে থাকা কলম্বাস ক্রুয়ের পয়েন্ট ২৪। কলম্বাস অবশ্য একটা ম্যাচ বেশি খেলেছে।

বাংলাদেশ সময় আজ সকালে হওয়া ম্যাচের ৯ম মিনিটে এগিয়ে যায় মায়ামি। ম্যাচের ডানপ্রান্ত থেকে ভেইগান্টের ক্রস লুইস সুয়ারেসের মাথা ছুঁয়ে যায় পিকাল্টের সামনে। বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে সহজেই জালে জড়ান হাইতির এ ফরোয়ার্ড।

৩০ মিনিটে স্কোরলাইন ২-০ করে মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির দ্বিতীয় গোলটিও এসেছে ভেইগান্ট-পিকাল্ট জুটিতে। এবার বাঁপ্রান্ত থেকে ক্রস করেছিলেন পিকাল্ট। সে ক্রসে ভেইগান্টের হেড প্রথম দফায় আটকে দিয়েছিলেন রেড বুলসের গোলকিপার। তবে কার্লোস কলোনেলের হাত ফসকে যাওয়া বলে দ্বিতীয় দফার চেষ্টায় বল জালে জড়ান ভেইগান্ট।

শুরুতে রেফারি অফসাইডের বাঁশি বাজালেও পরে ভিএআর যাচাই করে গোলের বৈধতা দেন। ৩৯ মিনিটে আবারও গোল উৎসব করে মায়ামি। এবার গোলের খাতায় নাম লেখান সুয়ারেস। আর প্রথমার্ধের শেষ দিকে একটি গোল ফিরিয়ে দেয় রেড বুলস।

৩-১ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া মায়ামি দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় মেসির সৌজন্যে। ম্যাচের ৬৭ মিনিটে তেলাস্কো সেগোভিয়ার সঙ্গে ওয়ান-টু-ওয়ান করে বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ এক ভলিতে স্কোরলাইন ৪-১ করেন মেসি। ম্যাচের শেষ দিকে দুদল চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি।

ক্যারিয়ারে এটি ছিল মেসির ৬৮তম ফ্রি-কিক গোল। আর মায়ামির জার্সিতে এ নিয়ে ৫০বার গোল উদযাপন করলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এমএলএসের ক্লাবটির হয়ে ৬১তম ম্যাচে এসে এ মাইলফলক ছুঁলেন মেসি। এর আগে বার্সেলোনার...
ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে মায়ামি কিঞ্চিৎ এগিয়ে থাকলেও আক্রমণে এমএলএসের ক্লাবটির ওপর ছড়ি ঘুরিয়েছে আহলি। এ সময় মায়ামি ৪ শট নিয়েছিল বটে, কিন্তু কোনোটাই গোল হওয়ার মতো ছিল না। অন্যদিকে আহলি শট...
লিওনেল মেসির ইন্টার মায়ামি ও ফরাসি ক্লাব আল আহলির ম্যাচ দিয়ে এরই মধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হয়েছে। এ মুহূর্তে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়ছে মায়ামি আহলি।
ইয়ামালের স্পেনকে হারিয়ে নেশনস লিগ জিতেছে রোনালদোর পর্তুগাল। এক ম্যাচের টুর্নামেন্টকে হিসাবের বাইরে রাখলে সিনিয়র জাতীয় দলের হয়ে মেসির শিরোপাও ৩টি, রোনালদোরও তা-ই! তুলনাটায় শিরোপার মর্যাদার প্রশ্নও...
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিতে পারে ইরান। দেশের পার্লামেন্ট ইতোমধ্যেই প্রণালীটি বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন...
রাজবাড়ীর গোয়ালন্দে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপ‌জেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিস এলাকায় এই ঘটনা ঘ‌টে। পরে খবর পেয়ে আজ সোমবার সকাল ৯টার...
ইসরায়েলের পক্ষ হয়ে সরাসরি ইরানে হামলা চালানোর পর এবার নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ সোমবার বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়।
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে চরম ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস। হঠাৎ কেন এই চর্ম  রোগ ব্যাপকভাবে দেখা দিচ্ছে তা নিয়ে স্পষ্ট বক্তব্য নেই চিকিৎসকদের। তবে এটি প্রতিরোধে বাড়তি সচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছেন...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.