সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ট্রেন্টকে নিয়ে মাদ্রিদের পরিকল্পনা

জুলাইয়ে যা পাওয়া যাবে ফ্রি-তে, জুনেই তা পেতে টাকা খরচেও রাজি দলটা

আপডেট : ০৬ মে ২০২৫, ০৩:২৬ পিএম

লিভারপুল ভক্তদের কেউ হতাশ, কেউ-বা ক্ষুব্ধ! গতকাল যে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড ঘোষণা দিয়েছেন, এই মৌসুম শেষে ক্লাব ছেড়ে যাবেন। তাঁর মতো লিভারপুলেই জন্ম, লিভারপুলেই বেড়ে ওঠা একজন ফ্রি ট্রান্সফারে কেন ক্লাব ছাড়ছেন, এ নিয়ে লিভারপুল ভক্তদের অনেকে ক্ষুব্ধও।

নদীর এ পাড় যখন ভাঙে, ও পাড় তো গড়ে। লিভারপুলের অনেক ভক্ত যখন ক্ষুব্ধ, রেয়াল মাদ্রিদ ভক্তরা উচ্ছ্বসিত। এখনো আনুষ্ঠানিক না হলেও মৌসুম শেষে ফ্রি ট্রান্সফারে ট্রেন্টের মাদ্রিদে যাওয়া যে বলতে গেলে নিশ্চিতই।

তবে মৌসুম শেষ মানে তো সেই জুলাইয়ে। লিভারপুলে ট্রেন্টের চুক্তির মেয়াদ তো জুন পর্যন্ত, তারপরই-না ফ্রি ট্রান্সফারে মাদ্রিদ যাবেন তিনি। মাদ্রিদ অত অপেক্ষা করতে রাজি নয়। তারা জুনেই ট্রেন্টকে দলে চায়। কারণও আছে, এবার যে জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ আছে! কিন্তু জুলাই থেকে ট্রেন্টের সার্ভিস পেতে যেখানে দলবদল ফি হিসেবে এক টাকাও খরচ হবে না, জুন থেকেই তা চাইলে তো লিভারপুলকে কিছু টাকা দিতে হবে! সে টাকাপয়সা খরচ করতে হলেও তাতে আপত্তি নেই মাদ্রিদের – এমনই জানাচ্ছে মাদ্রিদভিত্তিক ক্রীড়াদৈনিক মার্কা ও এএস।

লিভারপুল ছেড়ে ট্রেন্টের মাদ্রিদে যাওয়ার গুঞ্জন বছরখানেক পুরোনো। মাদ্রিদের দুই রাইটব্যাক দানি কারবাহাল আর লুকাস ভাসকেস – দুজনেরই বয়স ৩৩, এর মধ্যে কারবাহাল এসিএল চোট নিয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে। গত জানুয়ারিতেও তাই ট্রেন্টকে পেতে লিভারপুলের কাছে প্রস্তাব পাঠিয়েছিল মাদ্রিদ। লিভারপুল মৌসুমের মাঝপথে তাঁকে ছাড়েনি। মৌসুম শেষ হতে হতে ট্রেন্টের সঙ্গে লিভারপুল আবার চুক্তি করে ফেলে কি না, এ নিয়ে তখন কিছুটা শঙ্কাও ছিল মাদ্রিদ সমর্থকদের।

শঙ্কা অমূলক ছিল না। ট্রেন্ট ‘জেরার্ড’ হবেন, এমন আশা তো লিভারপুল সমর্থকদেরও ছিল। ক্লাব কিংবদন্তি স্টিভেন জেরার্ডের মতোই ট্রেন্টেরও জন্ম লিভারপুল শহরে, ক্লাব একাডেমিতেই বেড়ে ওঠা। তবে শেষ পর্যন্ত ট্রেন্ট আর ‘জেরার্ড’ হননি। জেরার্ড ক্যারিয়ারের চূড়ার পুরোটা লিভারপুলে কাটিয়ে একেবারে শেষ বয়সে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) গেলেও ট্রেন্ট লিভারপুল ছাড়ছেন ক্যারিয়ারের মধ্যগগণে – ২৬ বছর বয়সে।

গতকাল এসেছে সেই সম্পর্ক শেষ হওয়ার খবর। লিভারপুলের সঙ্গে ২০ বছরের সম্পর্কটা শেষ করার বিবৃতিতে ট্রেন্ট বলেছেন, লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা ছিল তাঁর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।

তা এক অধ্যায় তো শেষ হলো, ট্রেন্টের এর পরের অধ্যায়টা কোথায়, সেটাও ‘ওপেন সিক্রেট’ই – রেয়াল মাদ্রিদ! কিন্তু সেই অধ্যায়টা কবে শুরু হবে, তা নিয়ে দেখা দিয়েছে নাটকীয়তা। লিভারপুলের সঙ্গে ট্রেন্টের চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত। চুক্তি শেষে ট্রেন্টকে ফ্রি-এজেন্ট হিসেবে পাবে মাদ্রিদ। তবে ‘সাইনিং বোনাস’ বাবদ ট্রেন্টকে ২ কোটি ইউরো দেবে মাদ্রিদ – এমনটাই জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম। কিন্তু এতটুকু ছিল গতকালের খবর। আজ মার্কা ও এএস জানাচ্ছে, জুলাইয়ে নয়, জুনেই ট্রেন্টকে চায় মাদ্রিদ।

এবারের মৌসুমের দলবদলটা ঠিক অন্যসব মৌসুমের মতো নয়। নতুন সংস্করণে হাজির হওয়া ৩২ দলের ক্লাব বিশ্বকাপের কারণে এবার দুটি ট্রান্সফার উইন্ডোর অনুমোদন দিয়েছে ফিফা। সে অনুসারে, আগামী ১ থেকে ১০ জুন পর্যন্ত শুরু হবে প্রথমভাগের বিশেষ গ্রীষ্মকালীন দলবদল। পরের ধাপে দলবদল চলবে ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।

এদিকে ক্লাব বিশ্বকাপে মাদ্রিদ নিজেদের প্রথম ম্যাচটা খেলবে ১৮ জুন, আল হিলালের বিপক্ষে। লিভারপুলের সঙ্গে ট্রেন্টের চুক্তির মেয়াদ জুনের শেষ পর্যন্ত থাকায় এ ম্যাচের আগে ইংলিশ রাইটব্যাককে চাইলেও বিনামূল্যে নিতে পারবে না মাদ্রিদ।

সেক্ষেত্রে জুনের প্রথমভাগের দলবদলে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিতে চাইলে লিভারপুলের সঙ্গে চুক্তি আগেভাগেই ভাঙতে হবে ট্রেন্টকে। অথবা চুক্তির আগেই ট্রেন্টকে দলে টানার জন্য লিভারপুলকে ক্ষতিপূরণ দিতে আইনত বাধ্য থাকবে মাদ্রিদ। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। মার্কার প্রতিবেদন অনুসারে, ট্রেন্টকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়তে বাধা দেবে না লিভারপুল। তবে ক্ষতিপূরণ হিসেবে ট্রান্সফার ফি দাবি করছে ইংলিশ ক্লাবটি।

ইংল্যান্ডের বেশকিছু সংবাদমাধ্যমের দাবি, ট্রেন্টকে জুনের শুরুতেই দলে টানতে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ ইউরোর প্রস্তাব দিয়েছিল মাদ্রিদ। কিন্তু লস ব্লাঙ্কোসের প্রস্তাবে সন্তুষ্ট না হওয়ায় সাড়া দেয়নি লিভারপুল। অ্যানফিল্ডের সূত্রের বরাতে মার্কা জানিয়েছে, এখনো কোনো ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি মাদ্রিদ।

এ জটিলতা কাটানোর আরও একটা উপায় বাতলে দিয়েছে মার্কা। সেক্ষেত্রে ট্রেন্টকে নিজে থেকেই আগেভাগে লিভারপুলের সঙ্গে চুক্তি ভাঙতে হবে। তাতে জুনের শুরুতেই ফ্রি-এজেন্ট হয়ে যাবেন ইংলিশ তারকা। আর তাঁকে ফ্রি-তেই নিতে পারবে মাদ্রিদ। আর এমনটা হলে মাদ্রিদের জন্য তো বটেই, লিভারপুলের জন্যও আর্থিকভাবে লাভজনক উপায় হতে পারে।

সেটা কীভাবে? প্রিমিয়ার লিগে তথা চলতি মৌসুমে লিভারপুল নিজেদের শেষ ম্যাচ খেলবে আগামী ২৫ মে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এদিকে গতকাল ট্রেন্টের ক্লাব ছাড়ার বিষয়ে লিভারপুলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ৩০ জুন আর্নল্ডের চুক্তির মেয়াদ শেষ হবে। অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহে ইংলিশ ক্লাবটির জার্সিতে শেষ ম্যাচ খেললেও চুক্তি অনুযায়ী অনেকটা বসে থেকেই পরের মাসের বেতন পাবেন ট্রেন্ট। এখন ইংলিশ রাইটব্যাক যদি নিজে থেকে আগেই চুক্তির ইতি টানেন, সেক্ষেত্রে ওই মাসের বেতন দেওয়া থেকে বেঁচে যাবে লিভারপুল! তাতে আগামী ক্লাব বিশ্বকাপেই মাদ্রিদের জার্সিতে দেখা যাবে ট্রেন্টকে।

চ্যাম্পিয়নস লিগ-কোপা দেল রের স্বপ্ন শেষ হওয়ার পর চলতি মৌসুমে লা লিগার শিরোপাদৌড়েও বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে মাদ্রিদ। তাই ক্লাব বিশ্বকাপকেই পাখির চোখ করছে ক্লাবটা। সেই স্বপ্ন পূরণের পথে ট্রেন্টকে পাওয়া স্প্যানিশ ক্লাবটির জন্য বড় খবরই হবে। এছাড়া চোটে পড়ে পুনর্বাসনে থাকা দানি কারভাহাল ও এদের মিলিতাওকেও বৈশ্বিক টুর্নামেন্টের আগেই পাওয়ার আশা করছে মাদ্রিদ।

মাদ্রিদের এ জয়ে বড় অবদান রেখেছেন থিবো কোর্তোয়া। নর্থ ক্যারোলাইনার শার্টলে গতকাল একের পর এক আক্রমণ করা পাচুকা শট নিয়েছিল ২৫টি, এর ১১টিই ছিল গোলমুখে। তবে গোলবারের নিচে চীনের প্রাচীর তুলে ১০টি সেভ...
ক্যামেরুন ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি স্যামুয়েল ইতোর সঙ্গে ঝামেলা হওয়ায় ১৩ হাজার পাউন্ড জরিমানা হয়েছে হয়েছে ক্যামেরুনিয়ান ফুটবলার ইউনিয়নের সভাপতি জেরেমির। সে সঙ্গে ফুটবল থেকে তাঁকে পাঁচ বছরের জন্য...
ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে রেয়াল মাদ্রিদ। সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা মাদ্রিদ তাদের দ্বিতীয় ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে। ক্লাবটির ফরাসি তারকা কিলিয়ান...
ক্লাব বিশ্বকাপে সহজ গ্রুপে পড়েছে রেয়াল মাদ্রিদ। গ্রুপে ইউরোপিয়ান পরাশক্তি নেই, নেই দক্ষিণ আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিলের কোনো ক্লাব। হাসতে হাসতে পরের রাউন্ডে চলে যাবে স্প্যানিশ দলটি-এমন...
লঙ্কানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে আজ বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স জানিয়ে দিয়েছেন শান্ত ঠিক আছেন। 
যুক্তরাষ্ট্র ও ইউএইসহ বিশ্বের ৪৫টি দেশে ইমিগ্রেন্ট ভিসা বিষয়ক পরামর্শ সেবা দেবে ভিএফএস গ্লোবাল। বাংলাদেশে ইমিগ্রেশন বিষয়ক পরামর্শ সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ রায়াদ গ্রুপের সাথে যৌথভাবে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.