সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

মায়ামিতে এমন লজ্জা আগে পাননি মেসি

আপডেট : ১১ মে ২০২৫, ০৯:৩২ এএম

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন প্রায় দুই বছর হতে চলল। মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার পর গতকাল শনিবার রাতে মাঠে থেকে দলের সবচেয়ে বড় হারের সাক্ষী হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ঘরোয়া লিগের ম্যাচে গতকাল মিনোসাটা ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেছেন মেসি।

মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর গতকালের আগে এমএলএসে আর্জেন্টাইন অধিনায়কের উপস্থিতিতে মায়ামির সবচেয়ে বড় হারটা ছিল ৩-১ ব্যবধানের। গত বছরের মে মাসে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে এ ব্যবধানে হেরেছিল মায়ামি। গতকাল মিনেসোটার বিপক্ষে তার চেয়েও বড় লজ্জা পেল হ্যাভিয়ের মাশ্চেরানোর দল।

সম্প্রতি মাঠের খেলায় সময়টা মোটেও ভালো যাচ্ছে না মায়ামির। এ নিয়ে সর্বশেষ ৫ ম্যাচের চারটিতেই হেরে বসেছে ফ্লোরিডার ক্লাবটি।

গতকাল ম্যাচের মাত্র ১১ মিনিটেই টানি ওলুয়াসেয়ির গোলে পিছিয়ে পড়েছিল মায়ামি। তবে অফসাইডে মিনেসোটার গোলটি বাতিল হয়ে যায়। গোল বাতিল হলেও খুব বেশি সমস্যা হয়নি মিনেসোটার। ম্যাচের ৩২তম মিনিটে দলটির সাউথ আফ্রিকান রাইট উইঙ্গার বনগোখুলে হুয়াঙ্গওয়েনের গোলে এগিয়ে (১-০) যায় এরিক রামসের শিষ্যরা।

এ গোলটাই যেন ম্যাচের প্রতিচ্ছবি। হোয়াকুইন পেরেরা-হার্ভের পা ঘুরে বক্সের ভেতর বল পেয়ে গোল করেন হুয়াঙ্গওয়েন। কিন্তু গোল করার আগে মায়ামির রক্ষণভাগকে নাচিয়ে ছেড়েছে মিনেসোটা।

মিনিট ছয়েক পরে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল মায়ামি। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়ার মেসির দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন মিনেসোটা গোলকিপার সেইন্ট ক্লেয়ার।

মায়ামি সুযোগ কাজে লাগাতে না পারলেও ভুল করেনি মিনেসোটা। প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থোনি মার্কানিখের গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) করে দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য ব্যবধান (২-১) কমিয়েছেন মেসি। ম্যাচের ৪৮ মিনিটে ইয়র্দি আলবার ক্রসে বক্সের বাঁপ্রান্তে বল পেয়ে কোনাকুনি শটে জালে বল জড়ান আর্জেন্টাইন মহাতারকা। মায়ামি সমর্থকেরা হয়তো ম্যাচে ফেরার স্বপ্নও দেখছিলেন তাতে।

কিন্তু সে স্বপ্ন দ্রুতই দুঃস্বপ্নে রূপ নেয়। ম্যাচের ৬৮ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালেই বল জড়ান মায়ামির আর্জেন্টাইন রাইটব্যাক মার্সেলো ওয়েইগান্ত। এর দু মিনিট পরে ব্যবধান ৪-১ করেন ফিনল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার রবিন লদ। তাতে মেসির এমএলএস ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্যবধানের হারটাও নিশ্চিত হয়ে যায়।

এ হারে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন অঞ্চলের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানেই থাকল মায়ামি। অন্যদিকে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে আছে মিনেসোটা।

ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে মায়ামি কিঞ্চিৎ এগিয়ে থাকলেও আক্রমণে এমএলএসের ক্লাবটির ওপর ছড়ি ঘুরিয়েছে আহলি। এ সময় মায়ামি ৪ শট নিয়েছিল বটে, কিন্তু কোনোটাই গোল হওয়ার মতো ছিল না। অন্যদিকে আহলি শট...
ইয়ামালের স্পেনকে হারিয়ে নেশনস লিগ জিতেছে রোনালদোর পর্তুগাল। এক ম্যাচের টুর্নামেন্টকে হিসাবের বাইরে রাখলে সিনিয়র জাতীয় দলের হয়ে মেসির শিরোপাও ৩টি, রোনালদোরও তা-ই! তুলনাটায় শিরোপার মর্যাদার প্রশ্নও...
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্য আগামীকালের ম্যাচে বড় মাথাব্যথাই যে হয়ে উঠছে দলটার মিডফিল্ড। মেসি তো আর ঠিক মিডফিল্ডে খেলেন না, সে কারণে সে মাথাব্যথায় ‘নাপা’ হয়ে উঠতে পারছেন না তিনিও।
মেসির প্রত্যাবর্তনে একদিকে স্বস্তি থাকলেও আরেকদিকে টেনশন যেন কমছেই না আর্জেন্টিনার! ম্যাচের সময় ঘনিয়ে আসার সঙ্গে তালিকায় যুক্ত হচ্ছে নতুন দুঃশ্চিন্তা। সেখানে সর্বশেষ সংযোজন- জিওভানি লো সেলসোর চোট...
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে নেপাল। আজ রোববার মধ্যরাত থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। পিটিআইয়ের...
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তাঁর সমর্থকেরা। নগর ভবনে উপস্থিত রয়েছেন ইশরাক নিজেও। 
যশোরের অভয়নগরে হাসান শেখ (৩০) নামে এক প্রবাসীকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন যুবককে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.