ম্যাচের ঘড়ির কাটা তখনও ৭ মিনিট স্পর্শ করেনি। ঘরের মাঠ মেত্রোপলিতানোতে উপস্থিত প্রায় ৬০ হাজার দর্শকের গ্যালারিকে তখনই উদযাপনের উপলক্ষ্য এনে দিলেন আলেক্সনান্দার সরলথ। বাঁপ্রান্ত থেকে পাবলো বারিওসের ক্রসে দারুণ এক ভলিতে রেয়াল সোসিয়েদাদের জালে বল জড়ান আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার।
গোলের রেশ কাটতে না কাটতেই ১০ মিনিটে আবারও গোল। এবার বক্সের ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে পরাস্ত করেন সোসিয়েদাদ গোলকিপার আলেক্স রেমিরোকে। পরের মিনিটে সোসিয়েদাদ ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে বল জালে জড়িয়ে রেকর্ড বইয়ের পাতা এলোমেলো করে ফেলেন সরলথ।
১১ মিনিট পূর্ণ না হতেই হ্যাটট্রিক, লা লিগার ইতিহাসে এত দ্রুত সময়ে এর আগে হ্যাটট্রিক করতে পারেননি আর কেউ। নরওয়েজিয়ান স্ট্রাইকার ভেঙে দেন ৯৬ বছর আগের রেকর্ড। ১৯২৯ সালে ম্যাচের মাত্র ১৫ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেছিলেন বেস্তিত। ১৯৪১ সালে ১৫ মিনিটের মধ্যে তিন গোল করে বেস্তিতের রেকর্ডে ভাগ বসান ভ্যালেন্সিয়া স্ট্রাইকার এদমুন্ড সুয়ারেস। গতকাল এ দুজনের যৌথ রেকর্ডটাকে অতীতে পাঠিয়ে দিলেন সরলথ।
শুধু হ্যাটট্রিক করেই সন্তুষ্ট থাকেননি সরলথ। ম্যাচের ৩০তম মিনিটে পেয়েছেন চতুর্থ গোলের দেখা। নরওয়ে স্ট্রাইকের এমন বিধ্বংসী পারফরম্যান্সের দিনে আতলেতিকো ম্যাচটা জিতেছে ৪-০ ব্যবধানে।
এ জয়ে ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তৃতীয় স্থানটা পাকাপোক্ত করল দিয়েগো সিমিওনের দল। এক ম্যাচ কম খেলে যথাক্রমে ৭৯ ও ৭৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ দুই স্থানে আছে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ।
সরলথের নামের পাশে আরও একটি বেশি গোল থাকতে পারত। কিন্তু ৫০ মিনিটে সরলথের একটি শট বারে লেগে ফেরত আসে।
গতকাল দ্রুততম হ্যাটট্রিকের পাশাপাশি আরও একটা রেকর্ডে নাম উঠেছে সরলথের। নরওয়ে তারকার হ্যাটট্রিকের পথে প্রথম ও তৃতীয় গোলের মধ্যে সময়ের ব্যবধান ছিল মোটে ৩ মিনিট ৫৭ সেকেন্ড। চলতি শতাব্দীতে লা লিগায় এত কম সময়ের ব্যবধানে তিন গোল করতে পারেননি আর কেউ।
এদমুন্দ সুয়ারেসের কাছে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডটা কেড়ে নিলেও দ্রুততম চার গোলের রেকর্ডটা সুয়ারেসের দখলেই থাকছে। ১৯৪১ সালে মাত্র ২০ মিনিটেই চার গোল করেছিলেন স্প্যানিশ স্ট্রাইকার।
সে রেকর্ডটা নিজের করতে না পারলেও খুব একটা আফসোস থাকার কথা নয় সরলথের। এর আগে গত মৌসুমেও একবার এক ম্যাচে চার গোল করেছিলেন নরওয়ের এ তারকা। সেবার ভিয়ারেয়ালের জার্সিতে মাদ্রিদের জালে ৪ গোল দিয়েছিলেন, কিন্তু জয়ের দেখা পাননি। সরলথের অবিশ্বাস্য কীর্তির পরও ভিয়ারেয়াল ম্যাচটা শেষ হয়েছিল ৪-৪ সমতায়। লা লিগায় একাধিকবার এক ম্যাচে চার গোলের কীর্তি। এমন কীর্তি এর আগে করতে পেরেছেন শুধু ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও লুইস সুয়ারেস।
এমন সব রেকর্ডের পাশে নাম লেখানোর পর খুব বেশি আবেগে ভেসে গেলেন না সরলথ। বরং সতীর্থদেরকেই বেশি কৃতিত্ব দিয়েছেন। সরলথের ভাষায়, ‘আজকের (গতকাল) দিনটা এমন একটা দিন ছিল যে, বলটা যেন নিজে থেকেই আমার পায়ের সামনে এসে পড়ছিল। সব শটই গোল হয়ে যাচ্ছিল। আর আমার সতীর্থদের পাসগুলো ছিল দুর্দান্ত।’
গতকাল বদলি হিসেবে উঠে যাওয়ার আগে ৭৪ মিনিট মাঠে ছিলেন সরলথ। এ সময় তাঁর নেওয়া ৫ শটের চারটি জালে আশ্রয় নিয়েছে, আর একটি ফেরত এসেছে বারে লেগে। সরলথ যে স্বপ্নের মতো দিন কাটিয়েছেন, সেটা তো তাঁর কথাতেই উঠে এসেছে। আর তাঁর কৃতজ্ঞতাতেও বারবার ছিলেন সতীর্থরা, ‘ওরা জানে আমি বক্সে থাকব। এমনকি ওদের দেখাও লাগে না। শুধু বক্সে ক্রস ফেললেই হয়।’
দ্বিতীয়বার এক ম্যাচে চারগোলের অনুভূতি জানাতে গিয়ে সরলথ বলেছেন, ‘গতবছর ভিয়ারেয়ালের জার্সিতেও একবার (চার গোল) করেছিলাম। যখন প্রতিটা শটই গোল হয়, আপনার সত্যিই অনেক ভালো লাগবে।’