এমন নয় যে এল ক্লাসিকোর উত্তেজনা ছড়িয়ে পড়তে কোনো সমীকরণের দরকার পড়ে। তবে বাংলাদেশ সময় আজ ৮টা ১৫ মিনিটে বার্সার মাঠে শুরু হতে যাওয়া এল ক্লাসিকোর উত্তেজনা পারদ চড়ছে সমীকরণের কারণে।
রেয়াল মাদ্রিদ জিতলে শিরোপার লড়াইয়ে প্রাণ থাকবে, বার্সেলোনা জিতলে লা লিগা বার্সার – এমন সমীকরণ নিয়ে শুরু হতে যাওয়া ক্লাসিকোর জন্য মাদ্রিদ একাদশ ঘোষণা করে দিয়েছে আরও ঘণ্টাখানেক আগেই। কিছুক্ষণ আগে বার্সাও তাদের একাদশ জানিয়ে দিয়েছে।
বলতে গেলে দিন ছয়েক আগে চ্যাম্পিয়নস লিগে ইন্তের মিলানের মাঠে হৃদয় ভাঙতে দেখা ম্যাচের একাদশই ‘কপি-পেস্ট’ করে নামিয়ে দিয়েছে বার্সা। গোলপোস্টে শেজনি, রক্ষণে এরিক গার্সিয়া-পাউ কুবার্সি-ইনিগো মার্তিনেস ও জেরার্দ মার্তিন। মাঝমাঠের ‘বেইজে’ ফ্রেঙ্কি দি ইয়ংয়ের পাশে পেদ্রি। অ্যাটাকিং মিডফিল্ডে দানি অলমো। আক্রমণে দুই পাশে লামিন ইয়ামাল ও রাফিনিয়া, আর স্ট্রাইকার হিসেবে ফেরান লোপেস।
এই একাদশ নামানো ছাড়া অবশ্য উপায়ও নেই বার্সার। একাদশে একের পর এক ডিফেন্ডার চোটে, লেফটব্যাক আলেহান্দ্রো বালদে অনুশীলনে ফিরলেও এখনো সরাসরি ম্যাচে নামার মতো অবস্থায় ফেরেননি – তাও এমন ম্যাচ! রোনালদ আরাউহো ফিট, তবে তাঁর ফর্মের কী অবস্থা সেটা ইন্তের মিলানের বিপক্ষে বার্সার জালে ঢোকা চার গোলের শেষ দুটি দেখলেই বোঝা যাবে। সে ম্যাচে আরাউহো নেমেছেন বদলি হিসেবেই, তিনি নামার পর বার্সা শেষ দুটি গোল খেয়েছে।
আক্রমণে রবার্ত লেভানদফস্কি চোট কাটিয়ে ফিরলেও তাঁকে শুরু থেকে নামাবেন কি না বার্সা কোচ হানসি ফ্লিক, এ নিয়ে শঙ্কা ছিল। ফ্লিক তাঁকে বেঞ্চেই রেখেছেন।