সেকশন

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
Independent Television
 

বার্সার গোল বাতিল করতে পেরে রেফারি বললেন, ‘বাঁচা গেল’

আপডেট : ১২ মে ২০২৫, ১১:৪২ এএম

মৌসুমের শেষ এল ক্লাসিকোতে গতকাল রোববার রেয়াল মাদ্রিদকে ৪-৩ ব্যবধানে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের কাজটা প্রায় নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। স্কোরলাইন ৪-৩ এর জায়গায় ৫-৩ হতে পারত, যদি না শেষ মুহূর্তে হ্যান্ডবলের কারণে ফেরমিন লোপেসের গোলটা বাতিল হতো। গোলটা বাতিল হলেও ম্যাচের ফলে সেটা খুব বেশি প্রভাব ফেলেনি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ায় মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেছে বার্সা।

ম্যাচে প্রভাব না ফেললেও ওই হ্যান্ডবল যাচাইয়ের সময় ভিএআর কক্ষে রেকর্ড হওয়া একটি রহস্যজনক মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফাঁস হওয়া অডিওতে শোনা গেছে, লোপেসের হাতে বল লাগায় কেউ একজন ভিএআর কক্ষ থেকে বলেছেন, ‘থ্যাংক গুডনেস’ (বাঁচা গেল)!

ভিএআর যাচাইয়ে দায়িত্বে থাকা কারও থেকে এমন মন্তব্য সমালোচনার ঝড় তুলেছে। বিশেষ করে বার্সা সমর্থকেরা এ নিয়ে ক্ষোভ ঝাড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আলোচিত এ ঘটনা ফেরমিন লোপেসের গোলের পর। ম্যাচের যোগ করা ৬ মিনিটের পঞ্চম মিনিটে মাঠের বাঁপ্রান্তের সাইডলাইন অঞ্চলে ভালভার্দের থেকে বল কেড়ে নেন লোপেস। এরপর এঁকেবেঁকে দৌড়াতে থাকেন ডি বক্সের দিকে। সে পথে মাদ্রিদের দুই খেলোয়াড় লুকা মদ্রিচ ও ভিক্তর মুনেসের ফাঁক গলে বক্সে ঢুকে দূরের পোস্টে শট নেন। মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া বাঁদিকে ঝাপিয়েও সেটা ঠেকাতে পারেননি।

গোল করেই বাঁধভাঙা উদযাপনে মাতেন লোপেস। কিন্তু সে উদযাপনে জল ঢালে ভিএআর। টিভি রিপ্লেতে দেখা গেছে, ভালভার্দের থেকে বল কেড়ে নেওয়ার সময় হ্যান্ডবল হয়েছিল লোপেসের।

ম্যাচ রেফারি আলেহান্দ্রো হোসে এরনান্দেস এরনান্দেস যখন সাইডলাইনে গিয়ে সেই রিপ্লে দেখছিলেন, তখন ভিএআর রেফারি মার্তিনেস মুনুয়েরা তাঁকে (এরনান্দেসকে উদ্দেশ্য করে বলেন, “আমরা একটা হ্যান্ডবল শনাক্ত করেছি। দয়া করে দেখে নাও।’

ঠিক তখনই অজ্ঞাত একটি কণ্ঠস্বরে বলতে শোনা যায়, ‘(হাত) উঁচুতে আছে (শরীর থেকে দূরে)। যাক, (থ্যাংক গুডনেস) বাঁচা গেল। অবশ্যই (এটা হ্যান্ডবল)।’

এ সময় ম্যাচ রেফারি এরনান্দেসকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে। পারফেক্ট। এটা ওর হাতে লেগেছে। পুরো অ্যাকশনটা দেখাও। হাতটা স্পষ্ট উপরে। আমি গোলটা বাতিল করছি।’

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) নিয়মানুযায়ী, ম্যাচ শেষে ভিএআর কক্ষের অডিও প্রকাশ করে তারা। সে অডিওর ৩৭ সেকেন্ডে বিতর্কিত মন্তব্যটি (থ্যাংক গুডনেস) ধরা পড়ে। যে মন্তব্যকে বার্সা সমর্থকেরা পক্ষপাতমূলক উল্লেখ করে ভিএআরের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। তবে মন্তব্যটি কে করেছেন, সেটা এখনো অজানা। লা লিগা কর্তৃপক্ষও কিছু জানায়নি।

মাদ্রিদের এ জয়ে বড় অবদান রেখেছেন থিবো কোর্তোয়া। নর্থ ক্যারোলাইনার শার্টলে গতকাল একের পর এক আক্রমণ করা পাচুকা শট নিয়েছিল ২৫টি, এর ১১টিই ছিল গোলমুখে। তবে গোলবারের নিচে চীনের প্রাচীর তুলে ১০টি সেভ...
‘কারণ, ভাগ্যে এটাই লেখা ছিল,’ স্লামডগ মিলিয়নিয়ারের শেষে উত্তরটি দেওয়া হয়েছিল। আর প্রশ্নটি ছিল চলচ্চিত্রে শুরুতে- জামাল কীভাবে এত টাকা পেল? বাস্তবে এমন কিছু খুব কম ঘটে। কিন্তু যখন ঘটে...
ক্যামেরুন ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি স্যামুয়েল ইতোর সঙ্গে ঝামেলা হওয়ায় ১৩ হাজার পাউন্ড জরিমানা হয়েছে হয়েছে ক্যামেরুনিয়ান ফুটবলার ইউনিয়নের সভাপতি জেরেমির। সে সঙ্গে ফুটবল থেকে তাঁকে পাঁচ বছরের জন্য...
ইয়ামাল-ভাসকেসকে নিয়ে আলোচনার মধ্যেই নতুন বোমা ফাটিয়েছেন আরেক প্রাপ্ত বয়স্ক চলচ্চিত্র তারকা ক্লাউদিয়া বাভেল। ২৯ বছর বয়সী বাভেল অভিযোগ তুলেছেন, ইয়ামাল তাঁর সঙ্গেও সময় কাটাতে চেয়েছিলেন। এমনকি নিজ...
লক্ষ্মীপুরের কমলনগরে মোবাইল ফোনের মাধ্যমে খালা শাশুড়ির (৫৪) সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন ভাগনি জামাই মো. সেলিম (৪৭)। ঈদুল আজহার সময় বাড়িতে এসে মোবাইল ফোনেই সেলিম তাকে ডেকে নেন। ঘর থেকে বের করে...
ইতিবাচক দেশের দুই শেয়ার বাজার। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে ২২ দশমিক ছয় দুই পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদনেও বেড়েছে ৯৬ কোটি টাকার বেশি। শেয়ারদর বেড়েছে প্রায় ৫৮ ভাগ প্রতিষ্ঠানের। এদিকে,...
গুগলের সার্চ পরিষেবার ওপর নিয়ন্ত্রণ আরও বাড়ানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। আজ মঙ্গলবার (২৪ জুন) দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা ‘কম্পিটিশন এন্ড মার্কেট অথরিটি’ জানিয়েছে, তাঁরা গুগলকে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. আমির হোসেন শামীম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.