শাবি আলোনসো রেয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন – এটাকে সম্ভবত আর ‘খবর’ হিসেবে দাবি করার উপায় নেই। কে না জানে সেটা! কার্লো আনচেলত্তি মৌসুম শেষে মাদ্রিদ ছাড়ছেন, এমনকি তাঁর বিদায়টা মৌসুম শেষের আগেই হয়ে যেতে পারে, আর ইতালিয়ান কোচের বদলে মাদ্রিদের দায়িত্ব নিতে যাচ্ছেন আলোনসো – এসব তো এখন ইউরোপের ফুটবল নিয়ে কিছুটা খোঁজখবর রাখা যে কেউই জানেন।
সে ক্ষেত্রে বরং আজ ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানো যা বলছেন, বা স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা যা জানাচ্ছে, সেটাকে খবর বলে দাবি করা যায়। খবরটা এই, আলোনসো কোচ তো হচ্ছেনই, জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপেই মাদ্রিদের ডাগআউটে থাকবেন তিনি। মাদ্রিদের ঘরের ছেলের ‘ঘরে’ ফেরার সময় এগিয়ে এল এক মাস।
আনচেলত্তি মৌসুম শেষের আগেই চলে যেতে পারেন, আর আলোনসো দায়িত্ব নেবেন আগামী মৌসুমে – এমনই ধারণা ছিল এতদিন। সে ক্ষেত্রে এবার জুন-জুলাইয়ে ৩২ দল নিয়ে যে ক্লাব বিশ্বকাপ হতে যাচ্ছে, সেখানে মাদ্রিদের কোচ কে হবেন, সেটাই ছিল বড় প্রশ্ন। উত্তরে মাদ্রিদের যুবদল কাস্তিয়ার কোচ ও ক্লাবটির কিংবদন্তি স্ট্রাইকার রাউল গনসালেস কিংবা বর্তমানে ক্লাবের ক্রীড়া পরিচালক ও ক্লাবের সাবেক খেলোয়াড়-কোচ সান্তিয়াগো সোলারির নাম এসেছিল আলোচনায়।
মাঝে অবশ্য আনচেলত্তির হাতেই ক্লাব বিশ্বকাপের দায়িত্ব দেওয়ার কথা উঠেছিল। তবে সেখানে শর্ত ছিল, লিগে গতকাল হয়ে যাওয়া এল ক্লাসিকোর ওপর সবকিছু নির্ভর করবে। গতকাল এল ক্লাসিকোতে বার্সেলোনার মাঠে ৪-৩ গোলে হেরে লিগ শিরোপার দৌড় থেকে একেবারেই ছিটকে গেছে মাদ্রিদ। ফলে আনচেলত্তির সময় শেষ, এটা বলে দেওয়াই যায়। রোমানো জানিয়েছেন, এই সপ্তাহ থেকেই আনচেলত্তির বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বিদায়ের সময় বিশেষ সংবর্ধনাও আনচেলত্তিকে দেওয়ার পরিকল্পনা মাদ্রিদের।
সে না হয় হলো, কিন্তু ক্লাব বিশ্বকাপ নিয়ে প্রশ্নটা তো থেকেই গিয়েছিল। তবে মার্কার পাশাপাশি রোমানোও জানাচ্ছেন, পরিকল্পনা বদলে এখন আলোনসোর হাতে ক্লাব বিশ্বকাপ থেকেই দায়িত্ব তুলে দিতে যাচ্ছে মাদ্রিদ। হয়তো হিসেবটা এই যে, আগামী মৌসুমে লিগ-চ্যাম্পিয়নস লিগের পরিকল্পনার আগে ক্লাব বিশ্বকাপে দলটাকে দেখে নিতে পারলেন আলোনসো, তাতে পরের মৌসুমের পরিকল্পনা কষতে সুবিধা হবে।
তা মাদ্রিদের কোচ হতে আর কত দেরি তাঁর? রোমানো জানিয়েছেন, চুক্তিপত্র তৈরি হয়েই গেছে, শুধু সইয়ের অপেক্ষা। চুক্তিটা হতে যাচ্ছে ২০২৮ সালের জুন পর্যন্ত।