সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

আর্জেন্টিনায় স্কালোনি যা পান, তার ৪ গুণ বেতনে ব্রাজিলে আনচেলত্তি

আপডেট : ১২ মে ২০২৫, ১০:৩০ পিএম

দুই বছর আগেও ব্রাজিল তাঁকে কোচ করে পেতে চেয়েছিল, তখন বলে-পায়ে হয়নি। শেষ পর্যন্ত আজ ব্রাজিলের অপেক্ষার অবসান হয়েছে। রেয়াল মাদ্রিদ এখনো তাঁর সঙ্গে চুক্তি বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে তার আগেই ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে – ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি!

তা এত অপেক্ষা আর নাটকের পর যাঁকে পাচ্ছে, তাঁর বেতন কত দেবে ব্রাজিল? সেটি ফাঁস করে দিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তে। তাদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে ব্রাজিলের কোচ হিসেবে বছরে আনচেলত্তি পাবেন ১ কোটি ইউরো! বাংলাদেশি মুদ্রায় বছরে ১৩৫ কোটি টাকার কাছাকাছি।

ফুটবলে খেলোয়াড়দের তুলনায় কোচদের বেতন নস্যিই, সেখানেও আবার ক্লাব ফুটবলের তুলনায় জাতীয় দলের কোচদের বেতন তো ‘৫০০ টাকা কিছুই না’ মনে হওয়ার মতো। সেদিক থেকে দেখলে আনচেলত্তির বেতনের অঙ্কটা চোখ কপালে তোলার মতোই!

তুলনাটা যদি টানা হয় ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী এবং বর্তমানে বিশ্বকাপ ও টানা দুবারের কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনার কোচের বেতনের সঙ্গে, আনচেলত্তির বেতনটাকে আকাশছোঁয়া মনে হবে। আর্জেন্টিনায় স্কালোনির বেতন যে এখন ২৫ লাখ ইউরো! আনচেলত্তি ব্রাজিলে পাবেন এর চার গুণ! আর ব্রাজিলে এর আগের কোচ দরিফাউ জুনিয়রের বেতন ছিল বছরে ৪০ লাখ ইউরো।

শুধু জাতীয় দলের হিসেব করলে বর্তমানে সবচেয়ে বেশি বেতনও আনচেলত্তিরই। গত বছরের অক্টোবরে সৌদি আরবের দায়িত্ব ছেড়ে দেওয়া রবের্তো মানচিনি পেতেন বছরে ২ কোটি ইউরোর মতো। তিনি দায়িত্বটা ছাড়ার পর এতদিন জাতীয় দলের কোচদের মধ্যে সবচেয়ে বেশি বেতনভোগী ছিলেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল – বছরে তাঁর বেতন প্রায় ৬০ লাখ ইউরো।

ব্রাজিলে শুধু বেতনই নয়, বড় অঙ্কের প্রণোদনাও থাকছে আনচেলত্তির জন্য। গ্লোবোএস্পোর্তে লিখেছে, ২০২৬ বিশ্বকাপ জিততে পারলে বোনাস হিসেবে আরও ৫০ লাখ ইউরো পাবেন ইতালিয়ান কোচ।

সাধারণত ক্লাব ফুটবল ছেড়ে জাতীয় দলে গেলে কোচদের বেতনের দিক থেকে কিছুটা ছাড় দিতে হয়। টুখেল যেমন, বায়ার্ন মিউনিখে পেতেন বছরে ৭০ লাখ ইউরো, ইংল্যান্ড দলে পাচ্ছেন তার চেয়ে ২০ লাখ ইউরো কম। আনচেলত্তিরও ব্রাজিলের কোচ হতে সম্মতি দেওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা ছিল আর্থিক ক্ষতি। রেয়াল মাদ্রিদ ছাড়লে তাঁকে সৌদি আরবের আল হিলালও কোচ হিসেবে পেতে আগ্রহী ছিল, গুঞ্জন সত্যি হলে সেখানে তাঁর বেতন হতো বছরে বছরে ১৫ কোটি ইউরো!

সেদিক থেকে ‘অপরচুনিটি কস্ট’ অনেক বেশিই হচ্ছে আনচেলত্তির। তবে ক্লাব ফুটবল থেকে জাতীয় দলে গিয়ে বেতনের অঙ্কে ছাড় তাঁকে দিতে হচ্ছে না। গ্লোবোএস্পোর্তের খবর, রেয়াল মাদ্রিদেও আনচেলত্তির বেতনের অঙ্কটা বছরে প্রায় ১ কোটি ইউরোই ছিল।  

এত বেশি বেতনে আনচেলত্তিকে টানার পেছনে ব্রাজিলের উদ্দেশ্য বিশ্বব্যাপী একটা বার্তা ছড়িয়ে দেওয়াও বটে। সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ জাতীয় দলের কোচ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বিবৃতিতে বলেছেন, ‘কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়ে আসা একটা কৌশলগত চালের চেয়েও বেশি কিছু। এটা বিশ্বের প্রতি একটা বিবৃতি যে আমরা আবার পোডিয়ামে শীর্ষস্থানটা দখলে নিতে বদ্ধপরিকর। তিনি ইতিহাসের সেরা কোচ আর এখন তিনি দুনিয়ার সেরা দলটির দায়িত্বে। একসঙ্গে মিলে আমরা ব্রাজিলের ফুটবলে নতুন একটা গৌরবের অধ্যায় লিখব।’

সে অধ্যায়ে আনচেলত্তিকে নেমে পড়তে হচ্ছে শিগগিরই। জুনে বিশ্বকাপ বাছাইপর্বে যে ব্রাজিলের দুটি ম্যাচ আছে – ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে, এর পাঁচ দিন পর প্রতিপক্ষ প্যারাগুয়ে।

গ্লোবোএস্পোর্তের খবর, এই দুই ম্যাচের দল ঘোষণার ব্যাপারে শিগগিরই সিবিএফের ছেলেদের জাতীয় দলের জেনারেল কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানোর সঙ্গে বসবেন আনচেলত্তি। আগামী ২৬ মে-ই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি কাজ শুরু করে দেবেন বলে জানাচ্ছে গ্লোবোএস্পোর্তে।

অথচ ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচের শুরুটা ভালোই হয়েছিল চেলসির। ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের খুব কাছে চলে গিয়েছিল ইংলিশ ক্লাবটি। তবে লিয়াম দিলাপের শট ঠেকিয়ে সে যাত্রায় চেলসিকে...
ক্যালিফোর্নিয়ার রোস বোলে প্রায় ৫৪ হাজার দর্শকের সামনে আক্রমণ আর বল দখলে তেমন পাত্তাই পায়নি বোতাফোগে। ম্যাচের ৭৫ শতাংশ বলের দখল রাখা পিএসজির ১৬ শটের বিপরীতে বোতাফোগো শট নিতে পেরেছে ৪টি। উল্লেখ...
ঝামেলাটা বেঁধেছে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া কনক্যাকাফ গোল্ড কাপে পুলিসিকের না খেলার সিদ্ধান্ত নিয়ে। একে তো গোল্ড কাপ কনক্যাকাফ অঞ্চলের জাতীয় দলগুলোর সবচেয়ে বড় টুর্নামেন্ট – ইউরোপে উয়েফা বা দক্ষিণ...
অন্তত ১৩ জুলাইয়ের আগে দলবদল হচ্ছে না, ১৪ আগস্টের আগে মাঠেই নামানো যাবে না। কিন্তু তাঁকে দলে নেওয়ার খবরটি আর চেপে রাখা যাচ্ছিল না। তাই গতকালই ঘোষণা এসেছে, ১৭ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো...
ইসরায়েলের পক্ষ হয়ে সরাসরি ইরানে হামলা চালানোর পর এবার নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ সোমবার বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়।
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে চরম ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস। হঠাৎ কেন এই চর্ম  রোগ ব্যাপকভাবে দেখা দিচ্ছে তা নিয়ে স্পষ্ট বক্তব্য নেই চিকিৎসকদের। তবে এটি প্রতিরোধে বাড়তি সচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছেন...
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় চার মাস পর এ সংস্করণে খেলতে নামবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখে নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন বিসিবির...
গ্যাসলাইটিং এক ধরনের মানসিক নির্যাতনের পদ্ধতি, যেখানে একজন ব্যক্তি বা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে অন্য একজনকে তার নিজের উপলব্ধি, স্মৃতি বা বাস্তবতা নিয়ে সন্দিহান করে তোলে। এটি ধীরে ধীরে আত্মবিশ্বাস কমিয়ে...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.