সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

চ্যাম্পিয়নশিপ প্লে-অফ

৩-এর নামতা পড়িয়ে ফাইনালে হামজার দল

আপডেট : ১৩ মে ২০২৫, ০৯:০৭ এএম

ঘরের মাঠেই শেফিল্ড ইউনাইটেডকে আটকাতে পারেনি ব্রিস্টল সিটি। চ্যাম্পিয়নশিপের প্লে-অফের সেমিফাইনালের প্রথম লেগে হেরেছিল ৩-০ ব্যবধানে। ফিরতি লেগে শেফিল্ডের মাঠে গিয়ে ব্রিস্টল যে পাত্তা পাবে না, এটা অনুমেয়ই ছিল।

গতকাল সোমবার রাতে শেফিল্ডের মাঠ ব্রামাল লেনে শেষ চারের ফিরতি লেগে একই ব্যবধানে (৩-০) হেরেছে ব্রিস্টল। তাতে দুই লেগ মিলিয়ে ৬-০ ব্যবধানে এগিয়ে থেকে প্লে-অফের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে হামজা চৌধুরীর দল।

প্লে-অফের অন্য সেমিফাইনালের ফিরতি লেগে আজ সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে কভেন্ট্রি সিটি। দুদলের প্রথম লেগের ম্যাচে কভেন্ট্রির মাঠে গিয়ে ২-১ ব্যবধানে জিতে এসেছে সান্ডারল্যান্ড। শেফিল্ডের ফাইনালের প্রতিপক্ষ নিশ্চিত হতে আজকের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর প্রিমিয়ার লিগের টিকিটি পেতে দুদল ওয়েম্বলিতে ফাইনালে লড়বে আগামী ২৪ মে।

গতকালের ম্যাচে শেফিল্ড বল দখলে খানিকটা পিছিয়ে থাকলেও আক্রমণে তটস্থ রেখেছিল ব্রিস্টলের রক্ষণভাগকে। তবে গোল পেতে শেফিল্ডকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত। হ্যারিসন ব্যারোসের কর্নারে দারুণ এক হেডে ব্রিস্টল গোলকিপার ম্যাক্স ও’লেরিকে পরাস্তা করেন কিফার মুর।

শেফিল্ড দ্বিতীয় গোলটাও পেয়েছে কর্নার থেকেই। ম্যাচের ৫২ মিনিটে পাওয়া সে কর্নারে শট এবারও শট নিয়েছেন ব্যারোস। ইংলিশ লেফট ব্যাকের মাটি কামড়ানো কর্নারে দৃষ্টিনন্দন ডামি করেন আন্দ্রে ব্রুকস। বল যায় ডি বক্সের মাথায় থাকা গুস্তাভো হ্যামারের সামনে। সেখান থেকে জোরালো শট নেন ডাচ মিডফিল্ডার। হ্যামারের শট ব্রিস্টলের স্কটিশ রাইটব্যাক রস ম্যাকরির পায়ে লেগে দিক বদলে আশ্রয় নেয় জালে। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় শেফিল্ড। 

ম্যাচের শেষ পর্যায়ে ব্যবধানটাকে আরও বাড়ান ক্যালাম ও’হেয়ার। ম্যাচের নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে ইংলিশ স্ট্রাইকার টাইরেস ক্যাম্পবেল ম্যাচের বাঁপ্রান্ত থেকে ক্রস করেন বক্সে। এবার ডামি করেন ব্যারোস। তাতে বিভ্রান্ত হয়ে যান কভেন্ট্রির সেন্টার ব্যাক জ্যাক ভাইনার। বক্সের ভেতর অনেকটা ফাঁকায় বল পেয়ে সহজ ট্যাপ ইনে গোল করেন ও’হেয়ার।

আগের ম্যাচের মতো এ ম্যাচেও বাংলাদেশি তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে রাইটব্যাক পজিশনে খেলিয়েছেন কোচ ক্রিস ওয়াইল্ডার। যথারীতি দারুণ পারফরম্যান্সের কোচের আস্থার প্রতিদান দিয়েছেন হামজা। ৪৪টি পাস দিয়েছেন বাংলাদেশি মিডফিল্ডার, যার ৪১টি ছিল নিখুঁত। ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ৪টি। ৫ বার ট্যাকল করে ৪ বারই সফল হয়েছেন। একবার বিপজ্জনক বল ক্লিয়ার করেছেন। প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নিয়েছেন আরও দুবার। ফুটবলের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ফুটমবে হামজার এ ম্যাচের রেটিং ছিল ৭.৫!

ইউরোপের ফুটবলে দলবদলবিষয়ক খবরের জন্য বিখ্যাত প্রায় সব সাংবাদিকই জানিয়ে রেখেছিলেন, ফ্লোঘিয়ান ভিয়ের্তশকে পেতে রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের আগ্রহ থাকলেও দৌড়ে শেষ পর্যন্ত টিকে ছিল...
ঢাকা স্টেডিয়ামে আজ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটাতে প্রথমার্ধের ৪৫ মিনিটে দাপট বেশি ছিল বাংলাদেশেরই! হামজা একেবারে আহামরি না খেললেও নিজের কাজটা করেছেন, ফাহামেদুল দারুণ প্রেসিংয়ের পাশাপাশি বার দুয়েক...
উন্মাদনা এবার দেখা যাচ্ছে হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম, সামিত সোমদের আগমণে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে এমন উন্মাদনারই প্রতিফলন হয়ে এসেছে একাদশ, ট্যাকটিকস...
বাংলাদেশ ফুটবলের ২.০! জামাল-রাকিব-মিতুলদের সঙ্গে হামজা, সামিত, ফাহামেদুলরা যোগ হওয়ায় বাংলাদেশের ফুটবলের নবজাগরণকে এ নাম তো দেওয়াই যায়! তা এই নতুন বাংলাদেশেরই বড় চ্যালেঞ্জ আজকের প্রতিপক্ষ সিঙ্গাপুর।...
ইরানের বিচার এক বিবৃতিতে বলেছে, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.