সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

সাবধানী আর্জেন্টিনা

১৫ হাজার সমর্থককে নিষিদ্ধের জন্য আমেরিকার কাছে চিঠি

আপডেট : ১৩ মে ২০২৫, ০৯:৩৭ পিএম

চলতি বছরের জুন মাসে মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবল বিশ্বকাপ। নতুন সংস্করণে ৩২ দল নিয়ে আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। ১৫ হাজার সহিংস আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের স্টেডিয়ামে নিষিদ্ধ করার জন্য বুয়েনস আইরেসে যুক্তরাষ্ট্র দূতাবাসে একটি তালিকা জমা দেওয়া হয়েছে। 

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিখ গতকাল যুক্তরাষ্ট্র দূতাবাসে নিষিদ্ধদের তালিকা জমা দেন। 

কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা, তা-ও আবার নিজ দেশের সমর্থকদের বিরুদ্ধে? 

এমন সিদ্ধান্তের পেছনে আছে আর্জেন্টাইন দুই ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেতের দ্বৈরথ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের সমর্থকদের সংঘাতে জড়ানোর ঘটনা সবারই জানা। নিজ দেশে খেলা হলে এই দুই ক্লাবের সমর্থকদের সামলাতে বাড়তি আইন শৃঙ্খলা বাহিনীর লোক স্টেডিয়াম এলাকায় প্রেরণ করতে হয়। 

এবার ক্লাব ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা থেকে বোকা জুনিয়র্স ও রিভার প্লেত অংশ নিচ্ছে। বিশ্ব মঞ্চে যেন আর্জেন্টাইন ক্লাবের ম্যাচ ঘিরে সংঘাত না হয়, সেটি এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

নিষিদ্ধদের তালিকার ব্যাপারে সাংবাদিকদের আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী বুলরিখ বলেছেন, ‘এই তালিকায় ১৫ হাজারের বেশি মানুষ আছেন, যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধমূলক কাজ করা সহিংস কেউ এই ইভেন্টে (ক্লাব বিশ্বকাপ) থাকতে পারবেন না।’ 

বোকা জুনিয়র্স ও রিভার প্লেতের দ্বৈরথে সংঘাত নতুন কিছু নয়। ছবি: এক্স

ঠিক কিভাবে এমন তালিকা তৈরি করা হয়েছে সেই উত্তরও দিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী।  ‘ত্রিবিউনা সেগুরা’ নামক একটি প্রোগ্রামের মাধ্যমে সহিংস সমর্থকদের এই তালিকা প্রস্তুত করা হয়েছে। 

এই ব্যাপারে বুলরিখ বলেন, ‘বর্তমান সরকার শুরু থেকে ১৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি মানুষকে 'ত্রিবিউনা সেগুরা'র মাধ্যমে নজরদারিতে রেখেছে। আমরা গ্রেপ্তারি পরোয়ানাসহ ১ হাজার ১৬৬ জনকে চিহ্নিত করেছি এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশ দিয়েছি।’

৩২ দলের ক্লাব বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বোকা জুনিয়র্স প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকাকে। অপরদিকে ‘ই’ গ্রুপে রিভার প্লেতের প্রতিদ্বন্দ্বী মন্তেরেই, ইন্তের মিলান ও উরাওয়া রেড ডায়মন্ডস।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা  হওয়ার পর এই প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়েছে উজবেকিস্তান। এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে গত ৫ জুন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করেই যুক্তরাষ্ট্রে,...
আর্জেন্টিনার ত্রাণকর্তা রূপে হাজির হন থিয়াগো আলমাদা। পালাসিওসের পাসে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে কলম্বিয়ার জালে বল জড়ান ২৪ বছর বয়সী এ তারকা। আলমাদার এ গোলেই কোনোমতে হার এড়িয়ে ১-১ ড্র নিয়ে মাঠ...
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস নতুন মাত্রা যোগ করেছে। গত এক যুগে ফুটবল ম্যাচ নিয়ে দেশে এমন উন্মাদনা দেখা যায়নি। স্টেডিয়ামের ভেতর-বাহির মুখরিত ছিল 'বাংলাদেশ, বাংলাদেশ' স্লোগানে।
বাংলাদেশ ফুটবলের ২.০! জামাল-রাকিব-মিতুলদের সঙ্গে হামজা, সামিত, ফাহামেদুলরা যোগ হওয়ায় বাংলাদেশের ফুটবলের নবজাগরণকে এ নাম তো দেওয়াই যায়! তা এই নতুন বাংলাদেশেরই বড় চ্যালেঞ্জ আজকের প্রতিপক্ষ সিঙ্গাপুর।...
পাচার হওয়া বন্যপ্রাণী শনাক্তে প্রথমবার ব্যবহার হচ্ছে প্রযুক্তি। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) নামের এ পদ্ধতিতে প্রাণীদের শরীরে লাগানো হয়। যেখানে থাকে বিশেষ শনাক্ত নম্বর। এতে...
সারা দেশে আজ থেকে গরম কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, যেসব এলাকায় তাপপ্রবাহ ছিল, সেসব এলাকার তাপপ্রবাহও প্রশমিত হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে...
নির্বাচনকালীন বা তত্ত্বাবধায়ক নামে আলাদা সরকার নয়- নিরপেক্ষ থাকলে, অন্তর্বর্তী সরকারের অধীনেই ভোটে যাবে বিএনপি। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনই, এ সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। আর...
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.