চলতি বছরের জুন মাসে মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবল বিশ্বকাপ। নতুন সংস্করণে ৩২ দল নিয়ে আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। ১৫ হাজার সহিংস আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের স্টেডিয়ামে নিষিদ্ধ করার জন্য বুয়েনস আইরেসে যুক্তরাষ্ট্র দূতাবাসে একটি তালিকা জমা দেওয়া হয়েছে।
আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিখ গতকাল যুক্তরাষ্ট্র দূতাবাসে নিষিদ্ধদের তালিকা জমা দেন।
কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা, তা-ও আবার নিজ দেশের সমর্থকদের বিরুদ্ধে?
এমন সিদ্ধান্তের পেছনে আছে আর্জেন্টাইন দুই ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেতের দ্বৈরথ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের সমর্থকদের সংঘাতে জড়ানোর ঘটনা সবারই জানা। নিজ দেশে খেলা হলে এই দুই ক্লাবের সমর্থকদের সামলাতে বাড়তি আইন শৃঙ্খলা বাহিনীর লোক স্টেডিয়াম এলাকায় প্রেরণ করতে হয়।
এবার ক্লাব ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা থেকে বোকা জুনিয়র্স ও রিভার প্লেত অংশ নিচ্ছে। বিশ্ব মঞ্চে যেন আর্জেন্টাইন ক্লাবের ম্যাচ ঘিরে সংঘাত না হয়, সেটি এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিষিদ্ধদের তালিকার ব্যাপারে সাংবাদিকদের আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী বুলরিখ বলেছেন, ‘এই তালিকায় ১৫ হাজারের বেশি মানুষ আছেন, যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধমূলক কাজ করা সহিংস কেউ এই ইভেন্টে (ক্লাব বিশ্বকাপ) থাকতে পারবেন না।’
ঠিক কিভাবে এমন তালিকা তৈরি করা হয়েছে সেই উত্তরও দিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী। ‘ত্রিবিউনা সেগুরা’ নামক একটি প্রোগ্রামের মাধ্যমে সহিংস সমর্থকদের এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
এই ব্যাপারে বুলরিখ বলেন, ‘বর্তমান সরকার শুরু থেকে ১৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি মানুষকে 'ত্রিবিউনা সেগুরা'র মাধ্যমে নজরদারিতে রেখেছে। আমরা গ্রেপ্তারি পরোয়ানাসহ ১ হাজার ১৬৬ জনকে চিহ্নিত করেছি এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশ দিয়েছি।’
৩২ দলের ক্লাব বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বোকা জুনিয়র্স প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকাকে। অপরদিকে ‘ই’ গ্রুপে রিভার প্লেতের প্রতিদ্বন্দ্বী মন্তেরেই, ইন্তের মিলান ও উরাওয়া রেড ডায়মন্ডস।