সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

প্রীতি ম্যাচে মুখোমুখি আনচেলত্তির সাবেক-বর্তমান

ব্রাজিলকে নিয়ে রেয়াল মাদ্রিদের বিপক্ষে নামবেন আনচেলত্তি

আপডেট : ১৪ মে ২০২৫, ১০:০১ এএম

এক বছর চেষ্টার পর বর্তমানে রেয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল ফুটবল। আর ইতালিয়ান কিংবদন্তিকে নেওয়ার সঙ্গে সঙ্গে একটি ঐতিহ্য ফিরে আসছে ব্রাজিল ফুটবলে। ক্লাব বনাম জাতীয় দলের প্রীতি ম্যাচ দেখা যাবে আবার।

এক সময় ক্লাবগুলো বিভিন্ন দেশে সফর করতে গিয়ে জাতীয় দলের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিত। ১৯৬৫ সালে ব্রাজিলের বিপক্ষে খেলে এসেছে আর্সেনাল। ১৯৯৯ সালে বার্সেলোনার শতবর্ষপূর্তি উদ্‌যাপন করতে কাতালান ক্লাব আমন্ত্রণ জানিয়েছিল ব্রাজিলকে।

২-২ গোলে ড্র হওয়া সে ম্যাচে ব্রাজিলের পক্ষে গোল করেছিলেন বার্সেলোনার জার্সিতে খেলা দুই ফরোয়ার্ড রোনালদো এবং রিভালদো। এদের মধ্যে রিভালদো তখন বার্সেলোনাতেই খেলতেন। ১৯৬১ সালে তো আনুষ্ঠানিক ম্যাচেই (কমিউনিটি শিল্ড) টটেনহামের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড।

স্বয়ং কার্লো আনচেলত্তি এসি মিলানের জার্সিতে ক্যারিয়ার শেষ করেছেন এমনই এক প্রীতি ম্যাচ দিয়ে। ১৯৯২ সালে ফুটবলার হিসেবে নিজের শেষ ম্যাচটি আনচেলত্তি ব্রাজিলের বিপক্ষেই খেলেছিলেন।

এই শতাব্দীতে ক্লাব বনাম জাতীয় দলের প্রীতি ম্যাচ হারিয়েই গিয়েছিল। গত বছর লিওনেল মেসির ইন্টার মায়ামি এল সালভাদরের বিপক্ষে খেললেও এ ম্যাচ খুব একটা আগ্রহ জাগায়নি। মেসির কারণে মায়ামি এখন কিছুটা গুরুত্ব পেলেও বিশ্ব ফুটবলে ১০০-এর কাছাকাছি র‍্যাঙ্কিংয়ে থাকা এল সালভাদরের সঙ্গে সে ম্যাচ স্বাভাবিকভাবেই পাতে ওঠেনি।

আনচেলত্তির ব্রাজিলে কোচ হওয়ার সুবাদে সে খামতি দূর হচ্ছে। মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০২৬ পর্যন্ত ছিল, তার এক বছর আগেই তাঁকে ছেড়ে দেওয়ায় বকেয়া বেতন নিয়ে একটি ঝামেলা সৃষ্টি হয়েছিল। সে ঝামেলায় আনচেলত্তির ব্রাজিল কোচ হওয়া নিয়েই শঙ্কা জেগেছিল।

পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তখনই শোনা গিয়েছিল, সমঝোতার অংশ হিসেবে ব্রাজিলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে রেয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো বলছে, সেই গুঞ্জনটি বাস্তবে রূপ নিচ্ছে। এখনো দিনক্ষণ বা ভেন্যু ঠিক না হলেও, আগামী ২৬ মে আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরই সব দ্রুত সম্পন্ন হবে। আর সেক্ষেত্রে ভিনিসিয়ুস, রদ্রিগো, এন্দরিকরা কোন জার্সিতে খেলবেন- সে কৌতূহলও জাগছে।

দুই দফায় ছয় বছর মাদ্রিদের দায়িত্বে থেকে তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুইটি লা লিগা ও দুটি কোপা দেল রে জিতেছেন আনচেলত্তি। ব্রাজিল এর চেয়েও বড় চ্যালেঞ্জ তাঁর সামনে। ২০০২ সালের পর থেকে বিশ্বকাপ জিততে না পারা দেশটি তাদের স্বপ্নের ভার তাঁর কাঁধে তুলে দিয়েছে।

এখন দেখার বিষয়, দায়িত্ব পেয়ে আনচেলত্তির প্রথম ম্যাচটিই তাঁর সাবেক দলের বিপক্ষে খেলবেন কিনা। আগামী জুনেই ক্লাব বিশ্বকাপ। এর আগেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। এর আগেই দলকে বাজিয়ে দেখতে মাদ্রিদের মতো প্রতিপক্ষ পেলে সুবিধাই হবে আনচেলত্তির। 

ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে রেয়াল মাদ্রিদ। সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা মাদ্রিদ তাদের দ্বিতীয় ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে। ক্লাবটির ফরাসি তারকা কিলিয়ান...
অন্তত ১৩ জুলাইয়ের আগে দলবদল হচ্ছে না, ১৪ আগস্টের আগে মাঠেই নামানো যাবে না। কিন্তু তাঁকে দলে নেওয়ার খবরটি আর চেপে রাখা যাচ্ছিল না। তাই গতকালই ঘোষণা এসেছে, ১৭ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো...
দর্শক টিকিট কিনছে না দেখে কদিন আগে টিকিটের দামই একেবারে কমিয়ে দিয়েছে ফিফা। তবে আগ্রহ যেমনই থাকুক, টুর্নামেন্টটা নিয়ে ফুটবলপ্রেমীদের প্রশ্নের যেন শেষ নেই। ৩২ দল কীভাবে নির্বাচিত হলো, রেয়াল মাদ্রিদ...
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ ঘরের মাঠ নিও কুইমিকা অ্যারেনাতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। একই সঙ্গে বাছাইপর্বের দুই ম্যাচ হাতে রেখে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা।...
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.