সেকশন

বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

মেসি ফিরেছেন, বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা দলে আর কারা আছেন?

আপডেট : ১৫ মে ২০২৫, ১১:১৮ পিএম

কার্লো আনচেলত্তির কোচ হওয়ার খবরে গত কিছুদিনে যত আলোচনা ব্রাজিলকে নিয়েই। তবে প্রসঙ্গ যখন ২০২৬ বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্ব, সেখানে তো আর্জেন্টিনার ধারেকাছে কেউ নেই। এরই মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা আগামী মাসে বাছাইপর্বের দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে। লিওনেল স্কালোনির ঘোষিত সে দলে ফিরেছেন লিওনেল মেসি।

গত মার্চে বাছাইপর্বে আর্জেন্টিনার সর্বশেষ দুই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে সে দুই ম্যাচের দুটিতেই জিতেছে আর্জেন্টিনা, এর মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পথে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তো উড়িয়েই দিয়েছে ৪-১ গোলে।

মেসির বাইরে দলে ফিরেছেন ডিফেন্ডার হুয়ান ফয়েথ, মিডফিল্ডার নিকোলাস দমিঙ্গেস, স্ট্রাইকার ভালেন্তিন কাস্তেয়ানোস, ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো ও লেফটব্যাক ভালেন্তিন বার্কো। নিয়মিত কিছু নাম বাদও পড়েছে, যাঁদের মধ্যে ডিফেন্ডার হেরমান পেসসেয়া, লেফটব্যাক মার্কোস আকুনিয়া, রাইটব্যাক গনসালো মন্তিয়েল ও ফরোয়ার্ড পাওলো দিবালা উল্লেখযোগ্য। বাদ পড়াদের মধ্যে মন্তিয়েল চোটের কারণে বাইরে।

দিবালাকে অবশ্য আর্জেন্টিনা দলে ঠিক নিয়মিত বলা যায় না। কাতার বিশ্বকাপের পর থেকেই এই চোট-ওই চোটে তিনি ২০২৩ সালের মার্চে দুটি প্রীতি ম্যাচ আর গত বছরের জুন ও অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচের বাইরে কখনো দলেই ছিলেন না। এবারও তাঁর ক্লাব রোমার হয়ে গত মার্চের পর থেকে শুধু একটি ম্যাচে মাঠে নামতে পেরেছেন – গত ২ মে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে এসি মিলানের কাছে ৩-১ গোলে হারের ম্যাচে ৯০ মিনিট খেলেছেন।

বাছাইপর্বে এবার আগামী ৬ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় চিলির মাঠে নামবে আর্জেন্টিনা, ১১ জুন বাংলাদেশ সময় ৬টায়ই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার নিজেদের মাটিতে।

 

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুইয়ি, ওয়ালতার বেনিতেস

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্তিয়ান রোমেরো, লেওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্তিন বার্কো

মিডফিল্ডার: আলেক্সিস মাকআলিস্তার, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস দমিঙ্গেস, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনসো ফের্নান্দেস

ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকো পাস, হুলিয়ান আলভারেস, লওতারো মার্তিনেস, ভালেন্তিন কাস্তেয়ানোস, নিকোলাস গনসালেস, আলেহান্দ্রো গারনাচো, জিওভানি সিমেওনে, আনহেল করেয়া।  

 

 

আগামী বছর হতে যাওয়া এ বৈশ্বিক টুর্নামেন্টের অন্যতম সহ আয়োজক যুক্তরাষ্ট্র। কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথ আয়োজন করলেও বিশ্বকাপের ১০৪ ম্যাচের ৭৮টিই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। গত মার্চে এশিয়া থেকে...
জাতীয় দলগুলোর বিশ্বকাপের পর এবার নতুন ঢংয়ে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ যখন চলমান, সেখানে ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবগুলোর পারফরম্যান্স দেখে মনে হবে, যেন এমবাপ্পেকে অনুচ্চারে জবাব দিয়ে চলেছে দুই দেশের...
ক্যারিয়ারে এটি ছিল মেসির ৬৮তম ফ্রি-কিক গোল। আর মায়ামির জার্সিতে এ নিয়ে ৫০বার গোল উদযাপন করলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এমএলএসের ক্লাবটির হয়ে ৬১তম ম্যাচে এসে এ মাইলফলক ছুঁলেন মেসি। এর আগে বার্সেলোনার...
ক্লাব বিশ্বকাপে সহজ গ্রুপে পড়েছে রেয়াল মাদ্রিদ। গ্রুপে ইউরোপিয়ান পরাশক্তি নেই, নেই দক্ষিণ আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিলের কোনো ক্লাব। হাসতে হাসতে পরের রাউন্ডে চলে যাবে স্প্যানিশ দলটি-এমন...
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে, রাজনৈতিক অনিশ্চয়তাসহ কয়েকটি কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও খারাপ অবস্থায় রয়েছে। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতি সামনে এগিয়ে যাচ্ছে।
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা...
দিনাজপুরের বোচাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সাধক চন্দ্র রায় (২৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বোচাগঞ্জ উপজেলার রনটি গ্রামের একটি পুকুর  থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.