কার্লো আনচেলত্তির কোচ হওয়ার খবরে গত কিছুদিনে যত আলোচনা ব্রাজিলকে নিয়েই। তবে প্রসঙ্গ যখন ২০২৬ বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্ব, সেখানে তো আর্জেন্টিনার ধারেকাছে কেউ নেই। এরই মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা আগামী মাসে বাছাইপর্বের দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে। লিওনেল স্কালোনির ঘোষিত সে দলে ফিরেছেন লিওনেল মেসি।
গত মার্চে বাছাইপর্বে আর্জেন্টিনার সর্বশেষ দুই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে সে দুই ম্যাচের দুটিতেই জিতেছে আর্জেন্টিনা, এর মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পথে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তো উড়িয়েই দিয়েছে ৪-১ গোলে।
মেসির বাইরে দলে ফিরেছেন ডিফেন্ডার হুয়ান ফয়েথ, মিডফিল্ডার নিকোলাস দমিঙ্গেস, স্ট্রাইকার ভালেন্তিন কাস্তেয়ানোস, ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো ও লেফটব্যাক ভালেন্তিন বার্কো। নিয়মিত কিছু নাম বাদও পড়েছে, যাঁদের মধ্যে ডিফেন্ডার হেরমান পেসসেয়া, লেফটব্যাক মার্কোস আকুনিয়া, রাইটব্যাক গনসালো মন্তিয়েল ও ফরোয়ার্ড পাওলো দিবালা উল্লেখযোগ্য। বাদ পড়াদের মধ্যে মন্তিয়েল চোটের কারণে বাইরে।
দিবালাকে অবশ্য আর্জেন্টিনা দলে ঠিক নিয়মিত বলা যায় না। কাতার বিশ্বকাপের পর থেকেই এই চোট-ওই চোটে তিনি ২০২৩ সালের মার্চে দুটি প্রীতি ম্যাচ আর গত বছরের জুন ও অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচের বাইরে কখনো দলেই ছিলেন না। এবারও তাঁর ক্লাব রোমার হয়ে গত মার্চের পর থেকে শুধু একটি ম্যাচে মাঠে নামতে পেরেছেন – গত ২ মে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে এসি মিলানের কাছে ৩-১ গোলে হারের ম্যাচে ৯০ মিনিট খেলেছেন।
বাছাইপর্বে এবার আগামী ৬ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় চিলির মাঠে নামবে আর্জেন্টিনা, ১১ জুন বাংলাদেশ সময় ৬টায়ই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার নিজেদের মাটিতে।
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুইয়ি, ওয়ালতার বেনিতেস
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্তিয়ান রোমেরো, লেওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্তিন বার্কো
মিডফিল্ডার: আলেক্সিস মাকআলিস্তার, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস দমিঙ্গেস, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনসো ফের্নান্দেস
ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকো পাস, হুলিয়ান আলভারেস, লওতারো মার্তিনেস, ভালেন্তিন কাস্তেয়ানোস, নিকোলাস গনসালেস, আলেহান্দ্রো গারনাচো, জিওভানি সিমেওনে, আনহেল করেয়া।