মায়োর্কার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিতে বার্সেলোনার শিরোপা উৎসব এক দিনের জন্য পিছিয়ে দিয়েছিল রেয়াল মাদ্রিদ। তবে উড়তে থাকা বার্সেলোনার তাতে কিছু এল-গেল না!
নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে হারালেই দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত চ্যাম্পিয়ন বার্সেলোনা - এমন সমীকরণের ম্যাচে আরসিডিই স্টেডিয়ামে কাতালানরা ২-০ গোলে জিতেছে। হান্সি ফ্লিকের দলের জয়ের দিনে আলো কেড়েছেন লামিন ইয়ামাল। নিজে গোল করেছেন এবং গোল করিয়েছেন।
এস্পানিওলের বিপক্ষে জয়ের ফলে ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে ২৮তম বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা।
প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৩তম মিনিটে দুর্দান্ত এক গোলে বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। ডান দিকে বক্সের বাইরে দানি অলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে যান ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। সামনে এস্পানিওলের দুই-তিন জন থাকলেও ডি বক্সের খানিকটা দূর থেকে বাঁ পায়ে জোরাল এক বাঁকানো শটে দূরের পোস্টে ওপরের কোণার জাল খুঁজে পান।
পিছিয়ে পড়ে ম্যাচ ফিরতে মরিয়া এস্পানিওল ৮০তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। বল দখলে নেওয়ার চেষ্টার সময় হাত দিয়ে ইয়ামালের পেটে জোরে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন স্বাগতিক ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেরা।
এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ইয়ামালের পাসে ব্যবধান দ্বিগুণ করে শিরোপা নিশ্চিত করেন ফেরমিন লোপেস।
লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে এক মৌসুমে স্পেনের ঘরোয়া লিগের তিনটি শিরোপা (লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কোপা) ঘরে তুলল হানসি ফ্লিকের দল। ম্যাচ শেষে ফ্লিক মুভিস্তার প্লুসকে বলেন, 'আমরা সব সময় ইতিবাচক থেকেছি এবং অনুশীলন সেশন দেখে আমরা এটা অনুভব করেছি। বার্সেলোনায় আপনাকে শিরোপা জিততে হবে এবং তিনটি শিরোপা অবশ্যই অসাধারণ।'