এস্পানিওলকে হারালেই লা লিগা শিরোপা নিশ্চিত হবে - এমন দিনে উৎসবের প্রস্তুতি নিয়েই এস্পানিওলের মাঠে গিয়েছিলেন বার্সেলোনার সমর্থকেরা। তবে এমন রাতই দুঃখজনক এক ঘটনার জন্ম দিয়েছে। খেলা শুরুর আগে স্টেডিয়ামের বাইরে এক গাড়ি দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছেন।
এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামের বাইরের এই ঘটনার প্রভাব ম্যাচেও পড়েছে। ম্যাচ শুরুর সপ্তম মিনিটে হঠাৎ খেলা বন্ধ করে দেন রেফারি। এস্পানিওল গোলকিপার ও পরে স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কিছু সময় কথাও বলেন রেফারি।
কিছুক্ষণ পর ফের খেলা শুরু হয়। বার্সেলোনা পুলিশ জানায়, আহত চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে। কারো অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানায় পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে পুলিশ জানায়, এই দুর্ঘটনার প্রভাব স্টেডিয়ামের ভেতরে থাকা সমর্থকদের জন্য ওপর পড়েনি, তাঁরা শঙ্কামুক্ত ছিলেন।
সেই গাড়িচালককে পুলিশ গ্রেফতারও করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, গাড়িটি একটি মেয়েকে আঘাত করে। এরপর উত্তেজিত জনতা গাড়ি লক্ষ্য করে হাতের কাছে যা কিছু পেয়েছেন ছুঁড়ে মেরেছেন। চালক এরপর গাড়ির গতি বাড়ান এবং তাতে দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এস্পানিওলের কোচকে স্বাগত জানানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। একাধিক মানুষের এই ঘটনায় পা ভেঙেছে।
এই দুর্ঘটনা নিয়ে সেই মাঠে উপস্থিত কাতালুনিয়ার প্রেসিডেন্ট স্প্যানিশ টিভি চ্যানেল মুভিস্তার প্লুসকে বলেন, ‘এটি একটি দুর্ঘটনা ছিল, কিছু লোক আহত হয়েছে, তবে গুরুতর নয়। প্রতিবেদন করার মতো বড় কোনো ঘটনাও ঘটেনি।‘