আসন্ন মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতির জন্য ২৭ মে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশের মেয়েরা। সেই টুর্নামেন্টের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। ক্যাম্পে ডাক পেয়েছেন ভুটান লিগে খেলা ৫ জন ফুটবলার। তবে ডাকা হয়নি সাবিনা-মাসুরাসহ ভুটানে খেলা বাকি পাঁচ জন ফুটবলারকে।
আজ (শনিবার) সকালে ভুটান থেকে ঋতুপর্ণা চাকমা, রুপ্না চাকমা, শামসুন্নাহার, মনিকা চাকমা ও মারিয়া মান্দা ঢাকায় বাফুফে ক্যাম্পে যোগ দিয়েছেন। উপেক্ষিত থেকে গেছেন সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার ও কৃষ্ণা রাণী সরকার ও মাতসুসিমা সুমাইয়া।
ঠিক কী কারণে ৫ জন ডাক পাননি? এর ব্যাখ্যা এখনো বাফুফে দেয়নি। তবে অনেকেই ধারণা করছেন ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে সম্পর্কে অবনতিই মূল কারণ। কিছুদিন আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহে মূল নেতৃত্বে ছিলেন অধিনায়ক সাবিনা খাতুন ও মাসুরা পারভীন। মাতসুসিমা সুমাইয়া বাফুফে সভাপতি বরাবর চিঠি লিখেছিলেন। আর বিদ্রোহে বড় ভূমিকা ছিল সানজিদা ও কৃষ্ণার।
১৮ ফুটবলার কোচ বাটলারের বিপক্ষে বিদ্রোহ করেছিলেন। বাটলারের অনুশীলন বয়কট করায় কদিন আগে মার্চে আরব আমিরাত সফরেও যাননি সিনিয়রদের কেউ। সিনিয়রবিহীন বাংলাদেশ দল তখন দুই ম্যাচেই হেরেছিল। তবে তরুণ দলের খেলা প্রশংসা কুড়িয়েছিল।