সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

প্রায় ১০০ গোল করেও রোনালদোর হাত খালি, ২১ গোলেই বেনজেমার হাতে ট্রফি

আপডেট : ২১ মে ২০২৫, ১১:৪৫ এএম

ইউরোপিয়ান ফুটবল তারকাদের সৌদি আরবের পথ দেখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২২ বিশ্বকাপের হতাশার পরই দুনিয়া কাঁপানো ঘোষণা-সৌদি প্রো লিগে যাচ্ছেন মহাতারকা। ইউরোপ ছাড়লেও গোল করা থামেনি তাঁর। আড়াই মৌসুমেই ৯৭ গোল করে ফেলেছেন।

গোলের পর গোল করে যাচ্ছেন রোনালদো। গত মৌসুমে সৌদি প্রো লিগের রেকর্ড ভেঙে করেছেন ৩৫ গোল। এ মৌসুমে একটু খরা গেছে, তবু ২৩ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে তিনিই এগিয়ে। কিন্তু এত এত গোল শিরোপায় রূপ নিচ্ছে না। এখনো পর্যন্ত কোনো শিরোপা জেতেননি আল নাসরে। 

রোনালদো যেখানে ব্যর্থ, সেখানেই সফল করিম বেনজেমা। ২০২৩ সালে আল ইত্তিহাদে যোগ দিয়েছেন সাবেক রেয়াল মাদ্রিদ স্ট্রাইকার। প্রথম মৌসুমে কোচের সঙ্গে ঝামেলা ও ক্লাবে অস্থিরতা মিলে কিছু করতে পারেননি। এই মৌসুমে ছন্দে ফিরেছেন বেনজেমা। আর তাঁর দলও জিতেছে সৌদি প্রো লিগের শিরোপা।

চোটের কারণে গত কয়েকটি ম্যাচ খেলতে পারেননি বেনজেমা। অবশ্য এর আগেই লিগ শিরোপা নিশ্চিত করেছে আল-ইত্তিহাদ। ২৮ ম্যাচে ২১ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন বেনজেমা। তাঁর দলও তিন ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করেছে। 

ওদিকে ২৩ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েও কোনো লাভ হয়নি রোনালদো। লিগ শিরোপা দূরে থাকা সেরা তিনেই থাকতে পারছে না আল নাসর। তাতে আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটেও খেলা হবে না ক্লাবটির। অবশ্য শোনা যাচ্ছে, রোনালদো এই মৌসুমেই আল নাসর ছেড়ে দিয়ে আল হিলালে যোগ দেবেন, সেক্ষেত্রে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট খেলতে পারবেন তিনি।

ওদিকে চোটের কারণে লিগে সর্বশেষ ম্যাচগুলো না খেলা বেনজেমা এখন দুটি শিরোপা নিয়ে মৌসুম শেষ করতে পারেন। আগামী ৩১  সৌদি কিংস কাপে আল-কাদিসিয়াহর বিপক্ষে ফাইনালে নামবে আল-ইত্তিহাদ। লরা ব্লাঁর দল আশা করবে দলের সেরা ফরোয়ার্ড এর আগেই ফিট হয়ে যাবেন।

ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে রেয়াল মাদ্রিদ। সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা মাদ্রিদ তাদের দ্বিতীয় ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে। ক্লাবটির ফরাসি তারকা কিলিয়ান...
অন্তত ১৩ জুলাইয়ের আগে দলবদল হচ্ছে না, ১৪ আগস্টের আগে মাঠেই নামানো যাবে না। কিন্তু তাঁকে দলে নেওয়ার খবরটি আর চেপে রাখা যাচ্ছিল না। তাই গতকালই ঘোষণা এসেছে, ১৭ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো...
দর্শক টিকিট কিনছে না দেখে কদিন আগে টিকিটের দামই একেবারে কমিয়ে দিয়েছে ফিফা। তবে আগ্রহ যেমনই থাকুক, টুর্নামেন্টটা নিয়ে ফুটবলপ্রেমীদের প্রশ্নের যেন শেষ নেই। ৩২ দল কীভাবে নির্বাচিত হলো, রেয়াল মাদ্রিদ...
দুজনের মধ্যে তুলনা হাস্যকর। একজন ক্যারিয়ারের সায়াহ্নে, আরেকজনের মাত্র শুরু। তবু নেশনস লিগের ফাইনালের আগে মিডিয়া ম্যাচটিকে ৪০ বছরের রোনালদো বনাম ১৭ বছরের ইয়ামাল এর লড়াই বানিয়ে ফেলছিল। রোনালদো অবশ্য...
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.